ফিলিস্তিনের মেয়ে সায়মা

লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ১৩ জুলাই, ২০১৪, ০৯:৪১:৪৩ রাত

গাঁজা শহরের পশ্চিম প্রান্তের ছোট্ট একটা গ্রামে বড় ভাই আর বাবা মায়ের সাথে থাকে ছোট্ট মেয়ে সায়মা। বড্ড মিষ্টি মেয়ে,, পাড়ার সবার প্রিয় মুখ,, তার আধোআধো কন্ঠের সুমধুর কুরআন তিলাওয়াত হৃদয়ে প্রশান্তির ছোঁয়া দেয় ।। বাবা মায়ের ভীষণ আদুরে মেয়ে,, বড় ভাইটিও সমানভাবে ভালবাসে।। এভাবেই হাসি আনন্দে বেড়ে উঠছিল ছোট্ট সায়মা ।।

হঠাত সায়মা তার বাবা মাকে ভীষণ চিন্তিত দেখতে পায় ,, সে জিজ্ঞাসা করলে মা এড়িয়ে যান।। ইদানীং গ্রামটা জানি কেমন হয়ে গেছে,, আগের প্রাণ যেন হারিয়ে গেছে,, সবার মনে চাপা ভয়,, বড়দের প্রায়ই দেখা যায় সভা মিটিং করে কি যেন বলছে ,, সবার চোখে মুখে ফ্যাকাসে ভাব।।। সায়মা কিছুই বুঝতে পারে না।। একদিন শুনতে পায় শহরের উত্তর দিকে ইসরাইলি বাহিনী হামলা করেছে,, বিকট আওয়াজ,, তাদের নীল থাবা থেকে ছেলে বুড়ো বৃদ্ধ নারী শিশু কেউ রেহাই পাচ্ছে না।। একদিন রাত্রিবেলা মায়ের কান্নার আওয়াজে ঘুম ভাঙ্গে সায়মার।। তার আব্বা কোথায় যেন যেতে চাচ্ছে কিন্তু মা যেতে দিচ্ছে না। ছোট্ট সায়মাকে বুকে নিয়ে চুমু খায় আব্বা,,,,অনেক আদর করে,, অত;পর চোখে জল নিয়ে আব্বা বিদায় নেন ।। সায়মা শত প্রশ্ন করে আব্বা কোথায় যায় কিন্তু উত্তর পায় না।। কিছুদিনের মধ্যেই ইসরাইলি সেনারা তাদের বাড়িতে হামলা চালায়,, সায়মা তার চাচীর বাড়িতে ছিল তখন,, ইসরাইলি হায়নারা ভাইকে ধরে নিয়ে যায়, আর মাকে গুলি করে হত্যা করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়।। কারণ তার পিতা মুজাহিদ।। তাদের এলাকা এখন ধ্বংসস্তূপ ,, সায়মা শরণার্থী শিবিরে। এরই মাঝে পিতার মৃত্যুর খবর আসে ।। সায়মার চোখ ঝাপসা হয়ে আসে,, পিতার বিদায়ের লগ্ন বার বার মনের কোণে উঁকি দেয় ।। সায়মাদের জীবন কি কখনো স্বাভাবিক হবে না,, ফিরে পাবে না চঞ্চলতা ?? এই অবুঝ সায়মাদের দোষই বা কি ?

লিখা :

তারিখ : ১৩/০৭/২০১৪

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244441
১৩ জুলাই ২০১৪ রাত ০৯:৫৪
হারানো ওয়াছিম লিখেছেন : আল্লাহ তাদের রক্ষা কর। তুমি ছাড়া তাদের কেউ নাই।
244473
১৪ জুলাই ২০১৪ রাত ১২:২৩
আবূসামীহা লিখেছেন : এটা গাঁজা নয় গাজা। Happy

244483
১৪ জুলাই ২০১৪ রাত ০২:০৪
সন্ধাতারা লিখেছেন : May Allah save and help the helpless. Jajakalla khairan
244635
১৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৬
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : আল্লাহ হেল্প করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File