গৃহিণীরা সংসারের সকল কাজকর্মের বিনিময়ে কি কোনো প্রতিদান পাবেনা?

লিখেছেন লিখেছেন মারইয়াম উম্মে মাবরুরা ০৯ এপ্রিল, ২০১৪, ০১:৫৩:৩৪ রাত

আমরা অনেকেই মনে করি যে স্বামী স্ত্রীর মাঝের সম্পর্ক শুধু যৌনকামনা চরিতার্থের বিষয়। কিন্তু এটি কখনোই নয়। বরং সংসারের কাজকর্ম পরিচালনা করা দ্বীনী কাজের অন্তর্ভূক্ত। কেননা কোনো নারী যদি এই কামনা করে যে আল্লাহ পাক আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে আমার উপর ফরজ করেছেন। আমার এই বৈবাহিক সম্পর্কের উদ্দেশ্য স্বামীকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা।তাহলে এই দাম্পত্য জীবনটা পুরোপুরি সাওয়াবের আমলে পরিণত হয়ে যায়। মহিলারা ঘরের যে সব কাজ কর্ম করে, তাতে যদি স্বামীর সন্তুষ্টি উদ্দেশ্য হয় তাহলে সকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করেছে আল্লাহর নিকট ইবাদাত হিসেবে লিপিবদ্ধ হয়। খাবার রান্না করা বলুন, ঘরের তত্ত্বাবধায়ন বলুন, সন্তানদের লালন-পালন বলুন,স্বামীর সেবাযত্ন বলুন, স্বামীর সঙ্গে মনোরন্জনমূলক কথাবার্তা বলুন,সব কাজের বিনিময়ে সাওয়াব লিপিপদ্ধ হয়। শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে।

(শাইখুল হাদীস মুফতী তাকী উসমানী দাঃ বাঃ)

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204832
০৯ এপ্রিল ২০১৪ রাত ০২:২০
মাটিরলাঠি লিখেছেন :
"সব কাজের বিনিময়ে সাওয়াব লিপিপদ্ধ হয়। শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে।"

যাজাকাল্লাহু খাইরান।



০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৭
154011
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : হ্যাঁ ঠিক সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।ধন্যবাদ আপনাকে।
204836
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৩:০১
সন্ধাতারা লিখেছেন : Very lovely post! Good Luck Rose
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৮
154016
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : Happyঅনেক ধন্যবাদ।
204847
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৩:৩৮
রাইয়ান লিখেছেন : ভালো লিখেছেন .... শুভেচ্ছা ...
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৩
154020
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : আপনাকেও অনেক অনেক অনেক শুভেচ্ছা আপুHappy
204848
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৩:৪৯
বিভীষিকা লিখেছেন : অনেক ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৫
154021
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
204851
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:০৬
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
204890
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৯
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : কিন্তু একথাওতো সত্যি, ' যে নিজ পরিবার বা স্ত্রীর কাছে উত্তম, সে আল্লাহর নিকটও উত্তম'।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
154019
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : হ্যাঁ অবশ্যই।এটাতো রাসূল (সাঃ)এর হাদীস।তাই স্ত্রীদের কাছে আপনাদের কে অনেক উত্তম হতে হবে কিন্তুHappy
204898
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যাজাকাল্লাহু খাইরান।
204906
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আশাকরি সব বউগণ এসব বিষয়ে যত্নবান হবেন Winking
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
154022
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : হুমম তাতো নিবোই। নিবো বলেইতো এই লেখার আগমন। তা সব স্বামীগণেরাও কিন্তু উত্তম হওয়ার জন্য বউদের যত্ন করবেনHappy
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
154023
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : হুমম তাতো নিবোই। নিবো বলেইতো এই লেখার আগমন। তা সব স্বামীগণেরাও কিন্তু উত্তম হওয়ার জন্য বউদের যত্ন করবেনHappy
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৭
154048
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যখন জীবনের সেই স্টেইজ আসবে, তখন উত্তম স্বামী হওয়ার জন্য যা যা দরকার সবই করবো, ইনশাআল্লাহ Love Struck Tongue
204920
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৯
সিটিজি৪বিডি লিখেছেন : খাস নিয়তে স্বামীর সংসারে কাজ করে গেলে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান পাবেন।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪০
154017
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : জ্বি ঠিক বলেছেন। এই কথাটি ভেবে সকল কাজের ফাঁকেও অন্তরে প্রশান্তি আসে।
১০
204982
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু স্বামি কে সন্তুস্ট করার নিয়তে করলে ঠিক হবে কিনা সন্দেহ আছে।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
154025
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করে স্বামীকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ সন্তুষ্ট হলেতো আর কিছুই চাওয়ার নেই।
১১
206319
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : খুউব ভালো লাগলো।
পিলাচ।
ধন্যবাদ।
শুকরিয়া।
কিন্তু আমাদেরকে মেয়ে দেয়না কেউ Sad Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File