শ্বশুরবাড়িতে পর্দা করতে কি খুব কষ্ট করতে হয়? আল্লাহর সাহায্যই আমাদের একমাত্র অবলম্বন॥

লিখেছেন লিখেছেন মারইয়াম উম্মে মাবরুরা ২৩ মার্চ, ২০১৪, ১২:৫৩:০৩ দুপুর

বিয়ের পর নববধূ হয়ে যখন শ্বশুর বাড়িতে যাই, তখন পর্দাহীন পরিবেশের সাথে নিজেকে পর্দার মাঝে রাখা অনেক কষ্টকর হতো। যদিও সংসার স্বামী আর শ্বাশুড়ি ছাড়া আর কেউ ছিলনা। কিন্তু যখন বড় দুই ভাশুর আসতেন, তখন বলা হতো বড় ভাই তো হয়, সামনে গেলে কিছু হবেনা। অথচ ভাশুর কখনো মাহরাম হয়না, তাদের সামনে পর্দাহীনভাবে যাওয়া ইসলামে কঠোর ভাবে নিষেধ করে এই কথাটি ঐ সময় বুঝাতে অনেক কষ্ট হয়েছিলো। এমন ও সময় গিয়েছে সারাদিন বোরকা পড়েই থাকতে হয়েছে। যে কোনো বিয়ের অনুষ্টান,ঘরোয়া কোনো পরিবেশে কখনোই পর্দাকে লঙ্গন করিনি, যদিও নিজেকে বাঁচানো অনেক কষ্টকর হতো। কিন্তু আজ এমন একটি পরিস্থিতিতে এসেছি যে, সবাই বুঝে এই মেয়েটি পর্দা করে চলার চেষ্টা করে, তাকে সাহায্য করা উচিত। তাই বড় ভাইয়ারা যখনি বাসায় আসে ভিতরে ঢুকার পূর্বেই জিজ্ঞেস করে আমি আছি কিনা! থাকলে আমি যেন ভিতরে চলে যাই। আল্লাহর রহমতে ননদের স্বামী, ভাশুরদের সামনে কখনোই পর্দার লঙ্গন হয়নি। আমি শুধু চেষ্টা করেছিলাম গুনাহের পরিবেশের মাঝেও আল্লাহর হুকুম মেনে চলার। সাহায্য তো একমাত্র আল্লাহ করেছেন।

তাই জীবনের কঠিন কোনো মূহূর্তেও এখন আর হতাশা কাজ করেনা। মনের মাঝে প্রশান্তি আসে এই ভেবে যে, আল্লাহতো মুমীনের সাথে সর্বদাই আছেন। তিনি থাকতে কিসের ভয়, আর কিসের পেরেশানী? আল্লাহ যার সাথে থাকেন তার কোনো ভয় নেই, কোনো পেরেশানী নেই।

হৃদয়ের আকুতি একটি, তিনি যেন সর্বদা তার রহমতের দৃষ্টির মাঝে আবদ্ধ রাখেন আমায়। আমাদের কে তিনি যেন পরিপূর্ণ রুপে পর্দা করে চলার তৌফিক দান করেন।

বিষয়: বিবিধ

১৫৬০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196578
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:২৮
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৫
146705
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
196590
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪২
146702
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম বারাকাল্লহু ফিকা।আপনাকেও অনেক ধন্যবাদ।
196601
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:০২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫০
146706
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
196614
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
এহসান সাবরী লিখেছেন : চমৎকার লিখেছেন।নববিবাহিত বোনদের জন্য প্রয়োজনীয়।জাযাকাল্লাহ!
১৯ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:৫৫
313792
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আরবী ব্যকরণ অনুযায়ী নারীদের ক্ষেত্রে ‍‍"জাঝাকিল্লাহ" হবে
196625
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৭
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : জাঝাকাল্লাহু খইরন।দোআ করবেন।অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
196637
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৩
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
ভালো লাগলো

অনেক ধন্যবাদ
196730
২৩ মার্চ ২০১৪ রাত ০৮:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
196769
২৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
শফিউর রহমান লিখেছেন : হবেই বা না কেন? আপনি যে মারইয়াম।

আল্লাহর রহমত যেন আপনার এবং আমাদের সবার উপরে থাকে।
১৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৮
157774
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : আপনি চিনেন কি আমাকে? আল্লাহ আপনার নেক দোআকে কবুল করে নিক।
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৯
158531
শফিউর রহমান লিখেছেন : না বোন, আমি আপনাকে চিনি না। আমি মারইয়ামকে চিনি যিনি একটি ইতিহাস, যার গর্ভে জন্ম নিয়েছিলেন ঈসা (আঃ)। আমি নামের সাদৃস্যকে মিন করেছি। এবং আপনি যেহেতু সংগ্রাম করে একটি অবস্থাকে জয় করেছেন তাই সেটাকে বাহবা দিয়েছি আমার ঐ কথার মাধ্যমে। ধন্যবাদ।
200014
২৯ মার্চ ২০১৪ রাত ১০:২৭
সাদিয়া মুকিম লিখেছেন : যে ব্যক্তি আল্লাহ'র পথে চলতে চায় আল্লাহ তাকে সে পথ সহজ করে দেন! কষ্টের বিনিময়ে এখন তো সুন্দর পরিবেশ পেয়েছো তাই না? সবরের বিনিময় এভাবেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ!শুভকামনা রইলো Good Luck Love Struck
১০
204833
০৯ এপ্রিল ২০১৪ রাত ০২:৩১
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ্মাশাআল্লাহ্‌ আপি! অনুপ্রেরণা দেয় এমন একটি লিখা লিখার জন্যে জাজাকিল্লাহ্‌ খাইরান।



১১
206239
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:২২
মাটিরলাঠি লিখেছেন : Rose Rose Rose Rose
১২
208287
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৮
সিটিজি৪বিডি লিখেছেন : সবাই যদি আপনার মতো পর্দামতো চলতো......আরো সুন্দর সুন্দর পোষ্ট চাই।
১৩
208290
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
সিটিজি৪বিডি লিখেছেন : https://www.facebook.com/pages/Conjugal-Life-দাম্পত্য-জীবন/168737609927991 এই পেইজে লাইক দিতে পারেন।
১৪
208307
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
সাদামেঘ লিখেছেন : সবাই যদি আপনার মত করে ভাবতো??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File