সংসার
লিখেছেন লিখেছেন আইশা সিদ্দিকি ০৯ এপ্রিল, ২০১৪, ০১:০৯:৫৫ রাত
সংসার বড্ড মায়ার বাঁধন ভুলা যায় না কবু
হউক না সেটা মিছে-মিছি মায়ায় ভরা তবু
সংসার, হউক না সেটা পুতুল পুতুল খেলা
সেই খেলাতে মন ডুবে যায় সকাল সন্ধ্যে বেলা
মেছে মিছে শাড়ি পরি, আছলে ঝুলাই চাবি
রান্না ঘরে গৃহিণী আমি, আকি মনে মনে ছবি
আমার ঘরে আলো করে এসেছে চাঁদের কণা
হউক না সেটা কাঠের পুতল, আমি ডাকি তারে সুনা
সংসার মানে ছুট্ট কুটির ভালবাসায় ঘেরা
সংসার মানে ঝগড়া ঝাটি ভালবাশার এক খেয়া
সংসার মানে রাত্রি জাগা, ঘামে সিক্ত কেশ
সংসার মানে তুমি আমি, এইতো আছি বেশ
সংসার মানে তুমার আমার সব টুকু বিশ্বাস
সংসার মানে দুজনার বেছে থাকার আশ্বাস
সংসার মানে একটু দাবি একটু চাওয়া পাওয়া
সংসার মানে দুজনার দুঃখ শুখের মেলা...............।।
বিষয়: সাহিত্য
১৪০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার আবেগের কবিতা অনেক চমত্কার হয়েছে
মন্তব্য করতে লগইন করুন