খেলা ঘর বাধতে এসেছি" -বোকামি দেখুন বেফুক বিনোদন এবংমিথ্যা প্রচার করা থেকে রুখতে টুডে ব্লগকে আমন্ত্রণ।

লিখেছেন লিখেছেন শুভ্র আহমেদ ২২ জুন, ২০১৪, ১২:২৬:২৬ দুপুর

খেলা ঘর বাধতে এসেছি নামটা মানায় না নামটা হবে ইসলামে আমার চুলকানি

জনাবের কিছু পোষ্টের শিরোনাম

* ধর্মের বর্বরতা (নারী-

অধ্যায়— ধারাবাহিক

পর্ব ১)

* ধর্মের বর্বরতা (নারী-

অধ্যায়— ধারাবাহিক

পর্ব ২)

* আল কোরাণের-

উল্কাপতন, বজ্রপাত

ইত্যাদি প্রসঙ্গ..........।

* কথার ফুলঝুড়ি- ইসলামের

আলোকে পলিগামি স্বাম

প্রাইভেসী??

* সীমান্তে উত্তেজনা-

বদর যুদ্ধের উন্মাদনা নয়,

চাই বিজ্ঞান

প্রযুক্তি নির্ভর

বাংলাদেশ।।

* নবীজীর কানা-

চিমটি খেলা এবং আমাদ

মে-বেলা।

* পৃথিবীর

সবচেয়ে আধুনিক ও

বিজ্ঞানময় সত্য ধর্ম

ইসলাম?

* মোদির

পদতলে জামাতে ইসলামী

* ইসলামের বর্বরতায়

সেই উদারতা নেই-

জনাব আবুল কালাম

আজাদ মাওলানা।

*রোদোনভরা এ বসন্ত

সখী কখনো আসেনি বুঝি আগে.........

* আমি আপনাদের মেয়েদেরকে অপহরণ করেছি,

আল্লাহ বলেছেন-

তাদেরকে বিক্রি করে দাও.....


* পশ্চিমা কুকুর দেখলেও মুমিনদের হিংশা হয়.......

* নারীর সম্ভ্রম কেড়ে নেয়া ইসলাম

ধর্মে বৈধ.....

* একটি ফান পোষ্ট- হাসতে হাস্তে কেউ

মারা গেলে আমি দায়ি না।

* কোরাণের বিজ্ঞান অধ্যায়- ভ্রুণতত্ত্ব.... !?

* বৃষ্টির জন্য গাইবান্ধায় ব্যাঙের বিয়ে,

হাটহাজারীতে মোনাজাত...।

* রাজনীতির মঞ্চ- ইসলাম বনাম অইসলাম।

---------

ব্লগ পরিসংখ্যান

পোস্ট লিখেছেনঃ ৩৭

টি

মন্তব্য করেছেনঃ ২৫৫

টি

প্রতি মন্তব্য

করেছেনঃ ২১৭ টি

ব্লগ পঠিত

হয়েছেঃ ৯৯২৩ বার

ব্লগে আছেনঃ ৩ মাস ১

দিন.

------

খেয়াল করে দেখবেন। ওর ৯৯% লেখা গুলাই ইসলাম, মুসলিম, কুরান, নবীজি, আল্লাহ্‌ এর বিরুদ্ধে হেয়পন্ন।

ব্লগের নীতিতে লেখা আছে

১। যে কোন দরনের অশ্লীল নিক, ছবি, অডিও,

ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেষ্ট প্রথম পাতায়

না দেওয়ার অনুরোধ করছি
। অন্যথায়

সরিয়ে দেওয়া হবে ।


প্রথম নীতিই বারবার ভঙ্গ করেছে। ওর ৬০% লেখাই, মুক্তবোকা আর আমু ব্লগ থেকে চুরি করা।

৬। বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব ,

ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে ,

বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে পোস্ট

মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের

ব্লগিং সুবিধা সাময়িক

অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল

করা হতে পারে ।


মোডারেট দের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই ভ্যাড়ার একাউন্ট ডিসকাউন্ট করা হোক।

এবার বিনোদন। সবাই অংশ নিবেন

ধরা যাক এর আসল নাম, ছাগলা বাবা। ( কোনো নাম নেই। ভালোবেসে আমরা এ নামে ডাকতেই পারি)

তিনি এক মহৎ কাজে নেমেছেন। ইসলাম ধর্মে নারী স্বাধীনতা নিয়ে বর্বরোচিত রচনা প্রচারে ভার নিয়েছেন। মুক্তমনা সাইট - এর রেফারেন্স ভিত্তি।

এর আগে ওর নামে একজন পোষ্ট করে ওর নোংরামি দেখিয়ে দিয়েছিলো। তখন আমি কিছু বলি নাই।

কিছু পোষ্ট দেখুন যেখানে কমেন্টের জবাব দেওয়া হয়নি। আমি কমেন্ট করেছি, প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। কিন্তু, এর পরেও ভারামী করেছে।

1'

2'

3'

সুতরাং, এই ছাগল বাবাকে পাগল করার পরেও তার মান সম্মান নাই। গাধার মতো গুঁতাইতে থাকে। এবার মজায় আসেন।

সে তার লেখা : ইসলাম ধর্মের বর্বরতা।

Sahih Muslim - Hadith No: 5966

Book : 31

Subject : Pertaining To The Merits Of The Companions (Allah

Be Pleased With Them) Of The Holy Prophet (May Peace Be

Upon Him)

Abu Musa reported Allali's Messenger (may peace be upon

him) as saying: There are many persons amongst men who

are quite perfect but there are not perfect amongst women

except Mary, daughter of 'Imran, Asiya wife of Pharaoh, and

the excellence of 'A'isha as compared to women is that of

Tharid over all other foods


এই হাদিসটাকে বাংলায় অনুবাদ করেছে, এভাবে,

সহিহ্ মুসলিম, বই ৩১ হাদিস ৫৯৬৬:

আবু মূসার বর্ণনা মতে নবী (দঃ) বলেছেন:

“পুরুষদের মধ্যে অনেকেই ত্রুটিমুক্ত কিন্তু

নারীদের মধ্যে কেউ-ই ত্রুটিমুক্ত নয়, কেবল

ইমরানের কন্যা মেরী এবং ফারাওয়ের

স্ত্রী আয়েশা ছাড়া”।


মুসা আঃ এর মায়ের নাম নাকি আয়শা। হাহ হাহ হাহ। জানি না কোন স্কুলে পড়ছে, সে আর তার ভগবান জানে হয়তো। daughter of 'Imran, Asiya wife of Pharaoh উপড়ে লেখাই আছে যে ফেরাউনের স্ত্রী আসিয়া। আর সে বলে আয়শা। হাসতে হাসতে পেট ব্যাথা। এইখানে বিস্তারিত বিনোদন। দেখেন লজ্জায় পইড়া পড়ে ভাগছে। এর পরেও মাফ করা যেতো, কিন্তু, আজকে সকালে আবার পর্ব দিয়েছে। নাক লম্বা হুজুরগিরি করতে গিয়েছে। এখানেও বিনোদন দেখতে থাকুন।

ছাগলবাবার বিরুদ্ধে অভিযোগের পরেও যেহেতু ওর একাউন্ট সচল আছে, তখন ধরেই নিলাম, টুডে ব্লগ মানুষ চিনে গিয়েছে। তারা এখন ধর্ম বিদ্ধেষীদের দিয়ে লেখাবে আর ব্লগের উন্নয়ন করবে। করুক। আমিও শুরু করবো। করলে তো দোষ নাই। তবে করার পরে পালাইয়া গেলেই হল দোষ। আর একটা জিনিস। প্রায় ২০০-৩০০ জন ওর লেখা সমর্থন করে। ব্যাপারটা বুঝলাম না। অথচ, এই ব্লগে ইসলামিক লেখাই বেশী পাওয়া যায়। যারা পড়লেন তারা সবাই একটা করে কমেন্ট করে যান আর ওর পোষ্টে গিয়ে রিপোর্ট করুন

শুভ্র আহমেদ

বিষয়: বিবিধ

১৫৪৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237476
২২ জুন ২০১৪ দুপুর ১২:৫৭
সন্ধাতারা লিখেছেন : Shuvro bhaiya I do appreciate for your valuable post. Since long khelaghor batte asechi has been doing very hated comments and writings against Islam. How far I know many bloggers raised concerns and demanded to ban this nik. But unfortunately this nick is still continuing. Thic nick must be banned as soon as possible and she/he should be. Punished for commenting and writing against Islam. Thanks a lot for your valuable post. Janakallah khairan.
237508
২২ জুন ২০১৪ দুপুর ০২:১৭
আল সাঈদ লিখেছেন : এই ছাগলবাবাকে বহু বার আমাদের ব্লগ এর ভাইয়েরা অংক শিখাতে চেষ্টা করেছে যেহেতু ছাগল কিংবা কুকুরকে অংক শিখানো যায় না তাই তার কোন লেখাকে পড়েও না মন্তব্য ও করে না। ব্যা ব্যা করতেই থাকে করতেই থাকে একা একা । No read No comments, You get result (+)
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৪৫
184138
শুভ্র আহমেদ লিখেছেন : এখন দেখা যাইতে পারে ৩ পার্ট লিখবে। আর না হলে আরেকটা একাউন্ট খুলবে।
237511
২২ জুন ২০১৪ দুপুর ০২:২৩
চিরবিদ্রোহী লিখেছেন : আমি বুঝি না কেন আমরা এই সব ল্যাদাদের লেখা পড়তে এবং সেখানে কমেন্ট করতে যাই। ইতোমধ্যে সবাই স্পষ্ট বুঝতে পেরেছে এ জাতীয় প্রাণী "জেগে থাকা ঘুমন্ত" টাইপে। এরা জানার জন্য, বোঝার জন্য প্রশ্ন করে না, এরা আপাত দৃষ্টিতে যুক্তি দেখালেও নিজেরা যুক্তির ধার ধারে না। তাই, এদের পোস্ট গুলোতে ০ বার পঠিত ০ টি মন্তব্য টাইপের ব্যানারই শোভনীয়।
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৪০
184137
শুভ্র আহমেদ লিখেছেন : সেইটা যদি হইতো তাইলে আমার মূল্যবান সময় নষ্ট করে ওর কুপ্রচার বন্ধ করতে হত না।
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
184161
চিরবিদ্রোহী লিখেছেন : ভাই, আপনার কি মনে হয় আপনি যে সময় ব্যয় করছেন এতে আলটিমেটলি কোন লাভ হবে? ওই ল্যাদাটার ব্লগগুলো নিশ্চয়ই দেখেছেন, অনেকেই সেখানে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্ঠা করেছেন, কিন্তু রেজাল্ট ০। আর আমি হলফ করে বলতে পারি এই ব্লগের ১০০% লেখক+পাঠক ওর ব্যাপারে জানে। সো কাউকে সতর্ক করার বিষয়ও থাকছে না।
আপনাকে আমি চেষ্ঠা করতে বারণ করছি না, করতেও পারি না; তবে আমার মতে এর কোন ফল হবে না।
237565
২২ জুন ২০১৪ বিকাল ০৪:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :

আন্নেরা হেতেরা নিয়া ব্লগ পোস্ট কইরা, কমেন্ট কইরা এত্তো হৈ চৈ কইরতাচেন কিল্লাই?



বি. দ্র. আমার কমেন্ট পড়ে মুছে দেয়ার অনুরোধ করছি, যেহেতু আমি তার লেখা পড়া এবং তাকে নিয়ে লিখিত ব্লগে মন্তব্য করাটাও অনুচিত মনে করছি।
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৩২
184136
শুভ্র আহমেদ লিখেছেন : অনেক গুলা ভদ্রলোকের মাঝে একজন অভদ্রলোকও মানায় না। তাই ত্যক্তলজ্জ বস্তু বর্জন করা একজন ভদ্রলোকের জরুরী কাজ
237586
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৩৩
হতভাগা লিখেছেন : এরা মডুদেরই খেলোয়াড় বা মডুরা নিজেই ।

ব্লগকে জমজমাট করার একটা কু পন্থা এটা ।

ভাই সাহেব কি এ ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না আগে ?

( কি ব্যাপার! পোস্ট ও উপরের সবার কমেন্ট বোল্ড আসতেছে কেন ?)
237589
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৪২
শফিউর রহমান লিখেছেন : শয়তান ছাড়া ব্লগ জমে নাকি? তাইতো তাকে বা তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে ইচ্ছামতো বিদ্বেষ ছড়ানোর জন্য। ব্লগের শর্ত ভঙ্গ করলেও উপেক্ষা করা হচ্ছে, অথবা পৃষ্ঠপোশকতা করা হচ্ছে।
237597
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
শরিফুল ইসলাম শরীফ লিখেছেন : @ শুভ্র ভাই,
সালাম,
___ভাই আমারে কি চিনতে পারছেন?
আর এই চুলকানীরে আমি চিনছি,এর সাইজ আমি করবো,So চিন্তা কইরেন না থাকতে দেন৷ একে এখানেও নিয়ে খেলা করবো ইনশাল্লাহ৷
শুধু আপনারা আমার পাশে থাকবেন৷
___এ কিন্তু তসলিমার অনুরাগী,সেটা মাথায় রাইখেন৷ ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File