ব্লগার গ্রামের পথে পথে "-- ছাগুমী প্রকাশিত হল || সৌজন্যে শুভ্র আহমেদ
লিখেছেন লিখেছেন শুভ্র আহমেদ ২৭ আগস্ট, ২০১৪, ০৬:০৪:০৮ সন্ধ্যা
খেলা ঘর বাধতে এসেছি " নামে একটা ছাগু ব্লগার ছিল। ব্লগের সুন্দর্য নষ্ট করাই তার স্বভাব, তিনি একজন ইসলাম বিদ্ধেষী, কট্টরপন্থী হিন্দু। ব্লগে নাস্তিকতার লেবাস পরে, ম্যা ম্যা ভ্যা ভ্যা করে বেড়ায়। নাস্তিকদের জন্য তো আমু, সামু, নামু, ব্লগ সাইট আছেই টুডে ব্লগে কি (!)
তার প্রতি বিরক্ত হতে হতে এক পর্যায়ে এই লেখায় তাকে নিয়ে একটু মজা ঠাট্টাতামাসা করি। এরপরে আর ঐ আইডি থেকে কোনো লেখা পাওয়া যায়নি। এভাবে কিছুদিন খুব শান্তিতে ছিলাম। প্রতিদিন ব্লগ পড়তে আসতাম।
কয়েকদিন ধরে খেয়াল করছি, ছাগলটা আবার এসেছে। এবার নাম নিয়েছে " গ্রামের পথে পথে / এ.আকাশ। এই আইডি থেকেও তার ছাগলাদ্য লেখা পড়ছি আর খিল খিল করে হাসছি। একটা জিনিস দেখলাম, এই ব্লগের সবাই ইসলাম ধর্মের আগাগোড়া সব জানে, মুখস্থ। কিন্তু, ছাগুর পোষ্ট- এ ইসলামের বিরুদ্ধে লিখে যাচ্ছে অথচ কোনোই উত্তর নাই। মাঝে মাঝে আমি আর সজল আহমেদ কমেন্ট করে এর গাল লাল করি, তবুও স্বরম হয় ন।
এর আগে ঊনার আইডি ব্যান করার অনুরোধ করেছিলাম, কিন্তু এখন আর করব না । কারন, এতে লাভের কিছুই হয় না। মোডারেট ভাইরা তাদের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে, তাই আর ব্লগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, মনে হয়।
যাই হোক, মজার একটা ব্যাপার নিয়ে লিখছি। সবাই উপভোগ করবেন।
কয়েকদিন আগে ব্লগার "গ্রামের পথে পথে " একটা পোষ্ট লেখেন। লেখাটায় তিনি প্রমান করেন যে বেদই মহান শত্য ধর্ম। তার একটা লেখায় আপত্তি করলাম। সেটা নিয়ে তার পিছলামি ( বিপদে পড়লে যা হয় আর কি) দেখুন।
তিনি লিখেছেন :
পৃথিবী ও গ্রহসমূহের গতি ও মধ্যাকর্ষন শক্তি
স্যার আইজাক নিউটন ও অন্যান্য অনেক বিজ্ঞানীদের কল্যানে আজ এ তত্ত প্রতিষ্ঠিত যে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। কিন্তু এরও হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রাচীনতম এবং পবিত্রতম. ধর্মগ্রন্থ বেদ এ সম্পর্কে কি বলেছে তার কিছু নমুনা দেখে নেয়া যাক।
।ঋগবেদ ১০.২২.১৪
"অহস্ত য়দপদি বরধত খ শচীবিরবেদ্যানাম ।
সুষমপরি প্রদক্ষিনিত্ বিশ্যব্যে নি সিস্নাথা"
অনুবাদ- "পৃথিবীর নেই হস্ত বা পদ,তবুও
তা গতিশীল।এর উপর অবস্থিত বস্তুসমূহ ও এটার
সাথে গতিশীল।এটি সূর্যের
চারদিকে ঘূর্নায়মান।"
দেখেন কি আবিষ্কার। হাসতে হাসতে মারা যেতে পারেন,সাবধান।
হিন্দুরা কোরানে এতো অলৌকিকতা দেখে জ্ঞানহীন হয়ে বেদ ঘেটে বের করেছে পৃথিবী ঘুরছে লেখা আছে । কিন্তু, সেটা কিভাবে?
প্রথমত, রেফারেন্স টা নকল, অনুবাদ নকল আসল অনুবাদ এটা :
ঋগ্বেদ ১০/২২/১৪ তে আছে যে, When the earth
which has neither
hands nor feet flourished through the acts of
(devotion paid to) the adorable (deities), You [Indra]
slewest, turning to the right, for the welfare of every
living man.
এখন এই আয়াত বলছে যে, ইন্দ্র তার শত্রুদের সাথে যুদ্ধ করার সময় পৃথিবী ঘুরিয়ে ছিলেন। ( কাল্পনিকতা নিশ্চয়ই বুঝে ফেলেছেন)
এখন, ইন্দ্র এখানে পৃথিবী ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় থামিয়েছেন জানেন?
দেব ইন্দ্র পৃথিবী কে স্থির
রেখেছেন।.।
ইন্দ্র এখানে এসে পৃথিবীকে থামিয়েছেন
(Rig Ved 2/12/12)
এছাড়াও অনেক যায়গায় পৃথিবী স্থীর তার প্রমান পাবেন।
(Atharva Veda 6.77.1)
Firm stands the heaven, firm
stands the earth , firm stands this universal world…
(Atharva Veda 6.44.1)
Firm stood the heaven, firm
stood the earth, firm stood this universal world. Firm
stood the trees that sleep erect: let this thy malady be
still.
এখন দেখেন, তিনি আমার কমেন্টের প্রতিমন্তব্য করল কিভাবে:
না ভাই, আপনার সাথে একমত নই। সূরা নাযিআত এর ৩০নং আয়াতে বলা হয়েছে- "পৃথিবীকে এর পরে তিনি বিস্তৃত করেছেন, And after that He spread the earth"
কিন্তু কোরাণকে বিজ্ঞান প্রমান করার জন্য আপনারা ঐ আয়াতের নতুন অর্থ পয়দা করেছেন-
"পৃথিবীকে এর পরে তিনি উটপাখির আন্ডা
করেছেন/And after that He made the earth ostrich egg
shaped" আপনাদের পন্ডিত জাকির নায়েক এই
একই কথা বলেন।
কিয়ের মধ্যে কি পান্তা ভাত আর ঘি (!)
দেখছেন উত্তর?
আমি লেখালাম : অন দ্য টপিক বলেন ব্রাদার। যদি এই ব্যাপারে কিছু বলতেই চান তাহলে পোষ্ট
মারেন। আপনার অলৌকিক কিতাব যে আসলেই অলৌকিক সেটাই দেখতে পেলাম। হা হা হা হাহ
তিনি বললেনঃ
দেখুন
ভাই, বেদ/মহাভারত/রামায়ন
বুঝতে হলে আপনাকে আদি সংস্কৃত
ভাষা বুঝতে হবে, সংস্কৃত ভাষার শব্দ, প্রতিশব্দ,
ডিকশেনারি, ভাষার অলৌকিক বিন্যাস
বুঝতে হবে। শুধু অনুবাদ পড়ে মহান হিন্দু ধর্মের
কিছু বুঝা যায় না। তাছাড়া ভগবানের
হেদায়েতও লাগে।
মনে কুফুরী বক্রতা থাকলে হবে না।
তো, "পৃথিবীকে এর পরে তিনি বিস্তৃত
করেছেন, And after that He spread the earth" অর্থ
যদি ঘোড়ার
আন্ডা হতে পারে তা হলে বেদে গ্রন্থের একই
শব্দ ভিন্ন অর্থ বহন করবে না ক্যান? হাহা,
হাহা....।
ইনিই আবার আরবী না বুঝে সাড়াদিন কোরানের ভুল বের করায় ব্যস্ত থাকেন। আপনার হাতেই এনার চতুরতা সাক্ষ্য হয়ে থাকুক।
আমি বললামঃ তাহলে, আপনি কেনো ভাই
আমাকে বুঝিয়ে দিচ্ছেন না!
আমি তো আপনার ভুল ধারনা দূর করি। আপনার
কি করা উচিত না?
গ্রামের পথে পথে লিখেছেন :
জবাব
তো দিয়েছি ভাইজান। তারপরও ঘ্যানর
ঘ্যানর ক্যান? আসলে, কায়দা/সিপারা জানা আপনার মত মুমিন পন্ডিতকে আর যাই হোক বিজ্ঞান শিক্ষা দেয়া যাবে না। তারচেয়ে বরং কোরাণ বোগলদাবা করে ইহুদী-নাসারা'দের পিছে আরো বেশি ঘুড়ঘুড় করেন। বলা যায় না, আপনার আল্লা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েও যাতে পারে। নাকি???
তিনি এতোক্ষন আমাকে বিজ্ঞান শিক্ষা দিচ্ছিলেন। কি আনন্দ আকাশে বাতাশে (!)
এখানেই এই লোকের সাথে কথা শেষ। এরপরে তিনি শুধু কথা পেঁচানো পুচানো করেছেন।
তার পোষ্ট ঘুরে আমি কিছু বিজ্ঞান পেয়েছি। আপনাদের সাথে শেয়ার করতে চাই। নিন্মে বর্নিত হল :
১। নবী মোহাম্মদ সমাজে মুতাবিয়ের
(বেশ্যাবৃত্তি) প্রচলন করেছেন।
২। সমাজে বহু বিবাহের প্রচলন করেছেন।
৩। নিজের একাধিক স্ত্রী থাকার পরও অসহায়
ক্রীতদাসীদের সাথে ঘুমাতেন
৪। তিনি নিজে যুদ্ধবন্ধি নারী ধর্ষন করতেন
এবং যুদ্ধবন্ধি নারী ধর্ষনকে বৈধতা দিয়েছেন।
৫। নিজের লোক
লস্করকে যুদ্ধবন্ধি নারী ধর্ষনে উৎসাহিত
করতেন।
৬। মক্কার বানিজ্য কাফেলায়
ডাকাতি করতেন।
৭। যুদ্ধক্ষেত্রে নারী শিশু বৃদ্ধ হত্যা করেছেন।
৮। নারী কে পাথর ছুড়ে খুঁন করতেন।
৯। ৫৫ বছরের প্রোঢ় বয়সে শিশু আয়শার
সাথে বিকৃত যৌনতা করেছেন।
----------
বিজ্ঞানীরা মাত্র কয়েক দশক আগে প্রমান
করেছেন আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ১
লক্ষ ৮৬ হাজার মাইল। অথচ অলৌকিক গ্রন্থ
ঋগবেদে হাজার বছর আগেই নিখুঁত
ভাবে আলোর গতিবেগ গানিতিক
ভাবে প্রমান করে দিয়েছে ।
পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই ভগবান মনোনিত
সত্য, শান্তি এবং বিজ্ঞানময় ধর্ম।
ঋগবেদ গ্রন্থে নিখুঁত আলোর গতিবেগ।
প্রমান-১ : “যোজনম্ সহস্ত্রে দোয়ে, দোয়ে শতে,
দোয়ে চঃ যোজনে।
একিনম্ নিমির্ষাদ্ধেন কর্মেনঃ নমস্তুতে।।”
অর্থাৎ 2202 যোজন পথ নিমিষের অর্ধেক
সময়ে (যিনি অতিক্রম) কর্ম্ম করেন
তাঁকেনমষ্কার।
এখানে দূরত্বের একক যোজন এবং সময়ের একক
নিমিষকে যদি আধুনিক মিটার ও
সেকেন্ডে নেওয়া যায়, তাহলে কি হয়
দেখা যাক।
1 যোজন = 4 ক্রোশ্
1 ক্রোশ্ = 8000 গজ্
1 গজ্ = 0.9144 মিটার
অর্থাৎ 1 যোজন = 4 x 8000 x 0.9144 = 29260.80
মিটার
15 নিমিষ = 1 ক্ষত
15 ক্ষত = 1 লঘু
30 লঘু = 1 মুহূর্ত
30 মুহূর্ত = 1 দিবারাত্র
1 নিমিষ = (24 x 60 x 60) / (30 x 30 x 15 x 15) =
0.4267সেকেন্ড
তাহলে 1/2 নিমিষে অতিক্রম করে 2202 যোজন
মানে
1/2 x 0.4267 সেকেন্ডে অতিক্রম করে 2202 x
29260.80 মিটার
বা 1 সেকেন্ডে অতিক্রম করে (2202 x 29260.80 x
2) / 0.4267 = 302002726.04 মিটার
বা 3.02 x 10^8 মিটার যা বর্ত্তমানে নির্ধারিত
আলোকের গতিবেগের প্রায় সমান।
লক্ষ করুন
প্রমান-১ : “যোজনম্ সহস্ত্রে দোয়ে, দোয়ে শতে,
দোয়ে চঃ যোজনে।
একিনম্ নিমির্ষাদ্ধেন কর্মেনঃ নমস্তুতে।।”
অর্থাৎ 2202 যোজন পথ নিমিষের অর্ধেক
সময়ে (যিনি অতিক্রম) কর্ম্ম করেন
তাঁকেনমষ্কার।
লেখাটা কোথায় আছে (?) কোনো রেফারেন্স নাই।
ইনার ৫ মাসের লেখা ২৪ টা পোষ্টের কিছু পোষ্টের শিরোনাম নিচে দেওয়া হলঃ( আগ্রহী পাঠক / পাঠিকা চাইলে শিরোনাম কপি করে গুগলে সার্চ করেন, তাহলেই ছাগুটার লেখা পেয়ে যাবেন।
* আল্যাপাকের কবরের আজাব...............
* আল্লা কখন "হও" বলবেন- যাতে ইসরাইলের
ড্রোন, এফ-১৬, আয়রনডোম সব বিকল হয়ে যায়?
* মুমিনরা দাবী করেন নবী মোহাম্মদ পৃথিবীর
শ্রেষ্ঠ মানব, অথচ...............
* মুমিনরা দাবী করেন নবী মোহাম্মদ পৃথিবীর
শ্রেষ্ঠ মানব, অথচ...............
* ব্রেকিং নিউজ-
ইরাকে সুন্নি মসজিদে শিয়াদের গুলি, নিহত
৭৩...........
* মুমিনের আল্লাকি মুর্ত্তির মতই অক্ষম??
* ইসলাম ধর্মে নারীর মর্যাদা............................
* অশান্তির ধর্ম ইসলাম............................?
* হুশিয়ার বাঙালি : আইএসআই এর জঙ্গিরা এখন
বাংলাদেশে।
* ইসরাইলি সিংহের ভয়ে মুমিন
বাহিনী সটকে পরেছে..............।
* চীনের কারাম নগরীতে দাড়ি ও
ইসলামি পোশাক নিষিদ্ধ- আসুন চীনা পণ্য বর্জন
করি।
* আমরা ইছ্ছা করলে সব
প্যালেস্টাইনি কে মেরে ফেলতে পারি।
কিন্তু কিছু রেখে দিব...
* ইহুদীপণ্য বর্জনঃ মুমিনের ম্যাঁ ম্যাঁ..........
* আল্লা কি অন্য সবার মত
কানে তালা মেরেছেন?
* আল্লাহর বান্দা- রঙ্গের মানুষ, রঙ্গিন
ফানুস.................
* হায় হামাস, হায় হামাস..............,
বিডিটুডে ব্লগে ছাগু কাঁন্না শুরু হয়ে গেছে।
* একজন কাট-মৌলানা তরমুজের ভিতর ওনার
আল্লাকে ঢুকিয়ে দিলেন।
END
বিষয়: বিবিধ
২১৭১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : সব বিজ্ঞানে ঠাসা। কি যে করি, কোনটা রেখে কোনটা ধরি।বি-অজ্ঞানময় বেদ গ্রন্থে ব্রহ্মান্ড পরিচয় কৈরাইতে কালকা তিনি উইঠা পৈরা লাগছিল আর তখন আমি তারে যখন বিজ্ঞানময় গ্রন্থের আসল রুপ দেখাইলাম তখন তিনি আসল আয়শা রাঃ এর বিবাহের বয়স নিয়া আর যখন অমি রেফারেন্স দিলাম যে তার বিবাহের বয়সটা সঠিক তখনই তিনি চুইপসা গেলেন ।
তখন তিনি আসল মুহম্মদ সঃ এর চরিত্র নিয়া ঠিক তখনই দিলাম কামসূত্র আর ভ্যাগাবন ব্রহ্মার চরিত্র তার কাছে প্রকাশ করলাম তখন তার আরেকটি ফেইক আইডি"রায়হান রহমান" দিয়ে সে রাসুল সঃ কে অতি আক্রমনত্বক ভাষায় গালি দিলেন ।আমি এবার তাকে দিলাম শতরুপা আর ব্রহ্মার চরিত্র ঠিক ঐটার পর তাগো আর ম্যাঃম্যাঃম্যাঃ ভ্যাঃভ্যাঃভ্যাঃ থাইমা গেল !
স্বাদেই কি কয় এভরি নাস্তিক ইজ ছুপা মালাউন ।
সেইদিন তার পোস্টে হিন্দুধর্মে নারীর অধিকার নিয়া আপনি মন্তব্য করলেন এর পরপরই আমি আরো কিছু রেফারেন্স দিলাম অমনি তার ম্যাঃম্যাঃ বন্ধ হয়ে গেল ।
আমি নিজে তার ব্যান নিয়া দুইটা পোস্ট দিছিলাম একটা নিক ব্যান করতে সফল হয়েছি সকল ব্লগারদের মতামতে আবার এই নিকের জন্ম হল ভাবছি এই নিকটা আর বন্ধ করুম না এই নিকটা আমাগো হাসির খোরাক যোগায়।প্রতিদিন টুডে ব্লগে ঢু মারবেন আর ভ্যাগাবন গ্রামের পথে পথে রে একটু লঙ্কা গিলায়া যাইবেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : (তখন তিনি আসল আয়শা রাঃ এর বিবাহের বয়স নিয়া আর যখন অমি রেফারেন্স দিলাম যে তার বিবাহের বয়সটা সঠিক তখনই তিনি চুইপসা গেলেন ।)শালা ছাগল কোথাকার। আপনে কিসের বালের রেফারেন্স দিসেন। আইশার মুখেই শুনেন আইশার বয়স তখন কত ছিল?
আয়শা হতে বর্নিত- যখন নবী আমাকে বিয়ে করেন তখন আমার বয়স ছয় বছর , আর আমার বয়স যখন নয় বছর তখন আমি স্ত্রী হিসাবে তার গৃহে গমন করি। সহি মুসলিম, বই -০৮, হাদিস-৩৩১০
আয়শা হতে বর্নিত- যখন আল্লাহর নবী তাকে বিয়ে করেন তখন তার বয়স ছয় বছর, যখন তার বয়স নয় বছর তখন তিনি তার সাথে স্বামী হিসাবে বসবাস শুরু করেন ও তিনি তার সাথে মোট নয় বছর অতিবাহিত করেন( নবীর মৃত্যু পর্যন্ত)। সহি বুখারী, বই -৬২, হাদিস-৬৪
আয়শা থেকে বর্নিত – যখন আল্লাহর নবী তাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল ছয়, তার নয় বছর বয়েসে তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস শুরু করেন। হিসাম বর্ননা করেন- আমি জ্ঞাত আছি যে আয়শা নবীর সাথে নয় বছর ঘর সংসার করেন। সহি বুখারী, বই – ৬২, হাদিস- ৬৫
উর্সা হতে বর্নিত- নবী তার বিয়ের কাবিন নামাতে লিখেছিলেন যে আয়শার বয়স যখন ছয় তখন তিনি তাকে বিয়ে করেন , যখন তার বয়স নয় বছর হয় তখন তার সাথে সংসার শুরু করেন। সহি বুখারী, বই- ৬২, হাদিস-৮৮
হিসামের পিতা হতে বর্নিত- খাদিজা মারা যাওয়ার তিন বছর পর নবী মদিনাতে হিযরত করেন। তার মারা যাওয়ার প্রায় দুই বছর পর নবী আয়শাকে বিয়ে করেন যখন তার বয়স ছিল ছয় বছর আর তার বয়স নয় বছর হলে তার সাথে ঘর সংসার শুরু করেন। সহি বুখারী, বই -৫৮, হাদিস- ২৩৬
আয়শা থেকে বর্নিত- আমার বয়স যখন ছয় কি সাত আল্লাহর নবী তখন আমাকে বিয়ে করেন। আমরা মদিনা গমন করলাম ও কিছু মহিলা আসল। বিশর’র বর্ননা মতে- যখন আমি খেলছিলাম তখন উম রূমান আমার কাছে আসল। তারা আমাকে নিয়ে সজ্জিত করল। অত:পর আমাকে আল্লাহর নবীর নিকট সমর্পন করা হলো আর আমার বয়স তখন নয় বছর। সুনান আবু দাউদ, বই- ৪১, হাদিস-৪৯১৫
আয়শা বর্ননা করেন যে – যখন আল্লাহর নবীর সাথে তার বিয়ে হয় তখন তার বয়স ছিল ছয়, আর যখন তার বয়স নয় বছর তখন নবী তাকে স্ত্রী হিসাবে ঘরে তোলেন আর তখন আয়শা তার সাথে তার খেলার পুতুল গুলিও নিয়ে যান। আর যখন নবী মারা যান তখন তার বয়স আঠার। সহি মুসলিম, বই-০০৮, হাদিস – ৩৩১১
The Most Complete Explanation There is a lot of misunderstanding in the Muslim world regarding the age of Hazrat Aisha at the time of her marriage to the Prophet Muhammad (PBUH). This misunderstanding has often led to the belief that child marriage is permissible in Islam; and still remains one of the favourite points used by many non-Muslims to create skepticism against the religion of Islam. The popularly believed notion is that Hazrat Aisha was 6 years old when her Nikah was performed in Mekkah; and 9 years old when she moved in to live with the Prophet (PBUH). However, an in-depth study of historical facts and authentic ahadith actually reveals that this information can not be true, and Hazrat Aisha was atleast 16-19 years old when she was married to the Prophet (PBUH). We will prove this fact in two parts: 1. Invalidating the authenticity of the narration(s) that state Hazrat Aisha's age to be 9 years at the time of her marriage. 2. Proving the actual age of 16-19 years via several ahadith from the AUTHENTIC books on ahadith PART 1: First, we must consider that there is ONLY ONE HADITH reported by Hisham bin Urwah that states Hazrat Aisha's age to be 9 when she moved in. (Note: Although this information is widely quoted and found in many Hadith and history books, it must be noted that this information has come from a single person, i.e. Hisham bin Urwah, who is the last narrator in this Hadith's chain of narrators, on the authority of his father. Thus, this Hadith is primarily a single Hadith. In general, a Hadith has more credibility if it is narrated by more people independently from diverse chains of narrators. In this case, there is basically only one source.) Hashim bin Urwah lived for 71 years. In the first part of his life, he lived in Madina. Following 131 AH, he moved to Iraq. Hashim had a huge number of students at Madina, and NONE of them - not even the most famous ones like Malik ibn Anas - reported to have learnt any such hadith from him. Practically, all the narrators of this Hadith were Iraqis.However: It is reported that Hisham bin Urwah's memory suffered in his later years in Iraq - to the extent that some of the traditions reported from Hisham bin Urwah could not be trusted for authenticity. (Mizanu'l-ai`tidal, by Al-Zahbi , Arabic, a book on the life sketches of the narrators of the Hadith, Al-Maktabatu'l-athriyyah, Sheikhupura, Pakistan, Vol 4, pg 301). Yaqub ibn Shaibah is reported to have said, "narratives reported by Hisham are reliable EXCEPT those that are reported through the people of Iraq". Even Malik ibn Anas, the most popular student of Hisham, discredited all narratives of Hisham that were reported through people of Iraq. (Tehzibu'l-tehzib, by Ibn Hajar al-Asqalani, Arabic, Dar Ihya al-turath al-Islami, one of the most well known books on the life and reliability of the narrators of the traditions of the Prophet (PbuH), vol 11, pg 48 - 51). PART 2: There are ahadith from Sahih Bukhari and Sahih Muslim, and also from earlier Islamic histories, that suggest that Hazrat Aisha must have been older than nine when married. We list some of them below: According to ahadith in Bukhari and Muslim, Hazrat Aisha is said to have joined the Prophet Muhammad (PBUH) on the raid that culminated in the Battle of Badr, in 624 CE. However, because no one below the age of fifteen was allowed to accompany raiding parties, Hazrat Aisha should have been at least fifteen in 624 CE and thus at least thirteen when she was married following the Hijra in 622 CE. The earliest surviving biography of Hazrat Muhammad PBUH (Ibn Hisham’s recension of Ibn Ishaq’s Sirat Rashul Allah), records Hazrat Aisha as having converted to Islam before Hazrat Umar ibn al-Khattab, during the first few years of Islam around 610 CE. In order to accept Islam she must have been walking and talking, hence at least three years of age, which would make her at least fifteen in 622 CE. According to many Ahadith in Bukhari, it is believed Hazrat Aisha participated in the battle of Badr and Uhud.fifteen in 622 CE. According to many Ahadith in Bukhari, it is believed Hazrat Aisha participated in the battle of Badr and Uhud. Also in Bukhari (Kitabu’l-maghazi) Ibn `Umar states that the`Umar states that the Prophet did not permit me to participate in Uhud, as
at that time, I was 14 years old. But on the day of Khandaq, when I was 15 years old, the Prophet permitted my participation.
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : তাইলে আপনের বালছাল কোরান-হাদিসে যা লেখা আছে সব মিথ্যা।এইটা আগে কইবেন্না
এইটা আগে কইবেন্না
দেখ হালায় কি মূর্খ!
মিয়া যা দিছি সব তো হাদীসের রেফারেন্স!
আগে পূর্ণ শিক্ষিত হন হেরপর রাসুল চরিত্রের ব্যবচ্ছেদ করতে আহেন ।
আর অশ্লীল ভাষা কিল্লাই ব্যবহার করেন ক্যারে ?
ও দুঃখিত আমি তো ভুইলাই গ্যাসি যে হিন্দু ধর্ম ভর্তি খালি চটিতা তো তার যারা রক্ষনাবেক্ষন করে হেইগুলা তো চটিবাজ হইবই ।
আপনের যা প্রয়োজন:
•ইংরেজী শেখা ।
•বেদ পড়া ।
•কামসূত্র পড়া ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : কাজকাম নাই, বেকার জামাই আর কি করবো? বইসা বইসা বউয়ের কামাই খাইছে।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8686/aakash/52057
নাস্তিক বা ছুপা হিন্দুরা যখন যুক্তিতে পারে না তখই শুধু গালাগালি করে। এতে মালাউনদের আসল বংশ পরিচয় পাওয়া যায়। ধন্যবাদ সজল ভাই। তবে এসব ছাগলদের অংক শিখানো কোন দরকার নাই।
By the way ,
ছাগু তো সুশীল ব্লগারদের দেওয়া জাশিদের টাইটেল । এটা নাস্তিকদের উপর এপ্লাই হবার শানে নজুলটা কি ?
মন্তব্য করতে লগইন করুন