একজন স্ব-ঘোষিত যুক্তিবিদ [সহি নাস্তিক্যবাদের আলোকে]

লিখেছেন লিখেছেন শুভ্র আহমেদ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১০:০০ বিকাল

image

তিনি নতুন নাস্তিক। নাম সুরা জিৎ (!)

একটা গল্প পোষ্ট করেছিলেন। কাহিনী টা এরকম যে, মন্দিরে পুজা করে খাবার নষ্ট না করে, দুক্ষি মানুষকে দেওয়া অধিক ভাল এবং যুক্তি নির্ভর। আর এটাই মানবতাবাদ।

আমি কমেন্ট করলাম

আমরা মুসলিমরা এমন কিছু করি না। আমরাও তাহলে মানবতাবাদী, কারন রোযার সময় দেশের সব গুলা মসজিদে আমরাই উন্মুক্ত খাবারের ব্যবস্থা করি, দান করি, এক টাকা দান করলে সত্তুর গুন পুরষ্কার দেওয়া হবে।


উল্লেখ্য এগুলো মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ, তবুও পৃথিবীর ৩০% মানুষের মধ্যে আমরাই এসব দান করছি, বা মানবতা / মানব সেবা করছি। তবে, সক্ষম কে নয়।

শেষ আমার আমার কাজ, কিন্তু এই মানবতাবাদী যে কতো বড় মানবতাবাদী, সেটা আপনারাই দেখুনঃ

image

আদম আঃ কে নিয়ে কটাক্ষ পূর্ণ পোষ্ট ইনি সমর্থনও করেছেন, শেয়ারও করেছেন। উনি এমনই মানববাদী যে, একজন তার ফ্রেন্ড হয়ে গেলো।

[caption id="" align="alignnone" width="480" caption="তার মানবতার নিদর্শন "]image[/caption]

আপনার কি মনে হয় তার পোষ্টের সাথে এমন কমেন্ট করার কোনো প্রাসঙ্গিকতা আছে কি-না? ( নিচের ছবি )

[caption id="" align="aligncenter" width="480" caption="তার পোষ্টের সাথে মন্তব্যের কোনো মিল আছে কি (!) "]image[/caption]

অপ্রাসঙ্গিক কথা বলে আলোচনা শুরু হল।

এখন যে শুধু ত্যানা ছেঁড়া আর জোড়া হবে নিশ্চয় বুঝেছেন।


image

তার সহযোগী একজন ছিলেন। তার একটা মন্তব্য পুরোই লল!

image

তিনি কেনো এই মন্তব্য লিখলেন আর কোথায় কোরআনের ভুল বের করতে বললাম। তিনি কোরআনের গানিতিক ভুল তুলে ধরলেন।উপরের চিত্রে

image

উনার প্রমান বা যুক্তি যে সঠিক নয় তা প্রমান করলাম। উনি এবার উপড়ের মন্তব্য করলেন। তিনি প্রমান করলেন কোরআন ভুল আর আমি প্রমান করলাম সঠিক , এরপরে এই মন্তব্যের মানে কি (!) আমরা সামনে এগুবো,হয়তো সামনে কোরআনকে ভুল করবেন।

image

তাকে বললাম ক্ষমা চান। হয় কোরান ভুল প্রমান করেন নয়তো মাফ চান। তিনি বললেন, চোরের মার বড় গলা। আর তার ভক্ত বলল, সাম্প্রদায়িক। আমি না-কি সাম্প্রদায়িক।

image

তিনি নিজের মুখেই শিকার করলেন, যে তিনি একজন যুক্তিবাদী। এমন দাবীদার এই প্রথম দেখলাম। আসলে মুক্ত মনা সাইটের বদলৌতে অনেক নাস্তিকই এখন কপি পেষ্ট কোরানের ভুল ধরতে জানে। তারা কপি করে দেয়, লেখাটার জালিয়াতি তুলে ধরার পরে আর কোনো জবাব দিতে পারে না। পারবে কিভাবে! কপি করলে তো, মৌলিক জিনিসই জানে না। একজনের ফেসবুক About -এ দেখেছিলাম পুরো মুক্তমনা সাইটই কপি করে লিখে রেখেছে। প্রয়োজন হলেই কপি করা শুরু করে দেন। আমাদের ফুলবানু, আব্দুল হাকিম, আকাশ মালিকও এমনই।

image

তার উপড় বিরক্তই হলাম। তার প্রত্যেকটা কমেন্ট ই শুধু আপনারা যুক্তি বোঝেন না। কিছুই বোঝেন না।

image

তার সহযোগীকে প্রশ্ন করা হল কেনো সতিদাহ প্রথা হিন্দুরা অনুসরণ করে?

তার জবাবঃ

মুসলিম দস্যু দের জন্যই সতিদাহ করা হতো। মুসলিম দস্যুদের ধর্ষন থেকে বাচার জন্য সতিদাহ হত


তার এই কথার ভিত্তি জিজ্ঞেস করলে তিনি আবারো বললেন তোমরা সাম্প্রদায়িক আর সুরা জিৎ তাকে থামিয়ে বললঃ এরা যুক্তি বোঝে না। আপনিই দেখেন এনাদের যুক্তি

image

যখন শেষ বারের মতো জিজ্ঞেস করলাম আপনি কি মানছেন কোরানে কোনো ভুল নাই ? তখন তার যুক্তি : কোরআন পাগলের রচিত।

image

আর সময় নষ্ট না করে, চলে এলাম।

image

সে আর যাই হোক, যুক্তিতে হারবে না। নাস্তিকদের তাকে নিয়ে গর্ব করা উচিৎ কি বলেন!

তিনি শেরা যুক্তি এওয়ার্ড পেতে পারেন

END

বিষয়: বিবিধ

১৬৮১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260420
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
প্রেসিডেন্ট লিখেছেন : এসব তারছিঁড়া বলদদের এভয়েড করাটাই ভাল। মনে রাখবেন, মোস্ট অব দ্য নাস্তিক আর ছুপা হিন্দু।
260544
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : এগুলো নিয়ে বেশি মাথামাতি ভালো না।
260654
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৭
কাহাফ লিখেছেন : জানার জন্যে নয়,ওরা বিদ্বেষে এমন করে। এই সমস্থ ছুপা হিন্দু নাস্তিকদের এড়িয়ে চলাই ভালো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File