বৈরামখা হবো

লিখেছেন লিখেছেন শুভ্র আহমেদ ৩১ মে, ২০১৪, ১২:১৬:০২ রাত

বৈরামখা (ইতিহাস রিভিউ)

এই মুহূর্তে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি ইতিহাসের কোনো চরিত্র বেছে নেবো।

আমি মুচকি হেসে বলবঃ বৈরাম খা।

মিঃ বৈরাম খায়ের জন্য খুব মায়া হয় জানেন? খুব মায়া হয়। বাদশাহ হুমায়ূনের জীবনের সব সময়ের প্রকৃত সঙ্গী হয়ে ছিলেন জনাব বৈরাম খা। ইতিহাসে কিন্তু তার মূল্যায়ন নেই বললেই চলে। আমার এই লেখা যারা পড়ছেন চোখ বন্ধ করে বলছি ৫০% লোকই নামই শুনেন নাই। বৈরামখা হলেন বাদশাহ হুমায়ূনের সৈনিক প্রধান।

বেচারার জন্য শুধু মায়া হয়।

মধ্যরাতে হঠাৎ হামলা। ছিন্নভিন্ন হুমায়ূনের দল। সবাই ঘুমিয়ে ছিলেন তাই অপ্রস্তুত সৈন্যরা শহীদ হতে শুরু করেছে।

এক সময় ঘোষনা এলো হুমায়ূনের দল হেরেছে। পাদশাহ হুমায়ূনের প্রধান শক্তি বৈরাম খা নিখোঁজ।

তখন ঘোষনা করা হল, বৈরামখার মাথা এনে দিতে পারলে পুরোষ্কার।

দুজন সৈনিক বৈরামখা এবং তার সঙ্গীর সঙ্গে ধরেন। জিজ্ঞেস করলে,

- বল। আসল বৈরাম বেগ কে?

দুজনই বললেন, আমি।

- সত্যি বল। যে কোনো একজন হবে।

- আমি আসল।

আসল বৈরামখা বেচে গেলো। নকল টার মাথা কেটে নিয়ে চলে গেলো সৈনিকরা। তারা ভাবলো সত্যিই বুঝি বৈরাম শেষ আর বৈরাম শেষ মানে হুমায়ূনের পাওয়ার শেষ।

বাদশাহ হুমায়ূন যখন যুদ্ধে হেরে যান, যুদ্ধস্থল ত্যাগ করেন তখন গঙ্গায় ভেসে ভেসে এক রমনীর সাক্ষাত পান। রমনীর থেকে ছাতু আর গরুর দুধ খেয়ে তিনি দুজন মাঝি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা শুরু করলেন। এ দিকে স্ত্রী কন্যার অবস্থা না জেনে তিনি দুশ্চিন্তা গ্রস্থ। নৌকায় যেতে যেতে এক সময় একটি নৌকা দেখতে পেলেন, তারা ধরে নিলেন শত্রু পক্ষ হুমায়ূনকে হত্যার জন্য আসছে। কিছুক্ষন পরে নিশ্চিত হলেন যে না। এটা বৈরাম খান।

হুমায়ূন বললেন, তোমাকে দেখে ভরসা পেলাম।

এমনই বড় বড় বিপদে হুমায়ূনের সাথে থেকেছেন বৈরামখা। হুমায়ূন যখন বনে জঙ্গলে বৌ বাচ্চা নিয়ে ফেরারি ঘুরছিলেন, তখনও বৈরামখা কে বাদশাহর অনুগত থাকতে দেখা গিয়েছে।

বুদ্ধির দিক দিয়ে তিনি তৃক্ষ্ম বুদ্ধিমান ছিলেন। যেমনঃ

যুদ্ধের সময় কোথা থেকে এক নকল চেহারার হুমায়ূন নিয়ে এলেন। নকল হুমায়ূনকে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন, যেনো তার মহান সম্রাটের ক্ষতি না হয়। আবার হুমায়ূনকে বললেন, রোগের অভিনয় করতে। যেনো মোহে পরা সৈন্য সহযোগীরা পালিয়ে যায়। আসল গুলো থেকে যায়। মানে দলকে ফিল্টারিং করলেন।

চমৎকার এই লোকটির জন্য মায়া হয় এই জন্য যে , তিনি তার কষ্টের পুরোষ্কার পান নি। হুমায়ূন মৃত্যুর আগে বৈরাম খাকে রাজ্য পরিচালনার দায়ীত্ব দেন। সম্রাট আকবর- বড় না হওয়া পর্যন্ত রাজ্য পরিচালনার জন্য। কিন্তু, সম্রাট আকবর তাকে মক্কায় পাঠিয়ে দেন, অনেক সম্পদ সাথে দিয়ে। কিন্তু, আকবরের গুপ্ত চরেরা তাকে খুন করে সম্পদ লুট করে ।

আমি যদি এখন বৈরামখা হয়ে জন্মাতাম (!) তাহলে কি করতাম (!)

এইটাই ভেবে পাচ্ছি না। হেল্প মি ;

শুভ্র আহমেদ

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228508
৩১ মে ২০১৪ রাত ১২:২৩
সন্ধাতারা লিখেছেন : আমি যদি এখন বৈরামখা হয়ে জন্মাতাম (!) তাহলে কি করতাম (!)
উত্তরটি আপনার হলেই ভালো হয়। ভালো লাগলো অনেক ধন্যবাদ
228551
৩১ মে ২০১৪ সকাল ০৭:৩১
দ্য স্লেভ লিখেছেন : ভাল লাগল। বৈরাম খাকে ভাল করে চিত্রায়িত করতে পারেননি। তিনি আপনার ধারনার চাইতেও অনেক বড় মাপের বীর এবং রাজনিতিক ছিলেন। উনার লড়াকু কাহিনী বর্ননা বাদ রেখেছেন
228617
৩১ মে ২০১৪ দুপুর ১২:১৩
শুভ্র আহমেদ লিখেছেন : প্রয়োজনের তাগিদে এরকম হয়েছে। সময় ছিলো না। ফেবু স্টাটাস হিসেবে লিখছিলাম। তাই ভাবলাম ব্লগেও দিই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File