অমুসলিম ভাইদের প্রতি মেসেজ

লিখেছেন লিখেছেন শুভ্র আহমেদ ১৮ মে, ২০১৪, ০৩:১০:৫৩ দুপুর

// দ্য মেসেজ \\

অনেক অমুসলিম ভাইয়েরা প্রশ্ন করেন যে, কেনো নবীজি এতো গুলো মানুষ খুন করলেন?

প্রশ্নটা এতো অজ্ঞ লোকেরাই করেন যে, তারা না জানেন ইতিহাস না জানেন কেনো এই লোক গুলোকে মারা হল।

আমরা ৩০০(হলিউড) ছবিতে দেখি যে, দুইটি দলের কোপাকপি, হাজার হাজার মানুষ খুন করছে। একটি দল ভালো একটি দল হল অন্যায়ী।

এমন অনেক সিনেমা বা ইতিহাসের দৃষ্টান্ত দেখানো যাবে যে, অন্যায় দমনে অস্ত্র তুলে নিতে হয়েছে শান্তি প্রিয়দের । যেমনঃ ১৯৭১ সাল। বাঙালীরা পাকিস্তানীদের খুন করেছে। তবে, অন্যায়কে রুখতে।

তো আমি যখন, এমনই যুক্তি দেখাতে যাই তখন কেউ কেউ আড় চোখে তাকান, ভাবটা এমন যেনো আমি বিরাট বড় অন্যায় করেছি।

দেখুন, সিনেমায় নায়কেরা ভিলেনকে না খুন করে ক্ষমা করে দিলে আমরা আপসুস করি, আর যদি ছবির শেষে ভিলেনকে ইচ্ছা মতো মারা হয় আমরা কতোই না খুশী হই! যেনো ন্যায্যতা আদায় করতে পেরেছি।

যার নিকট এমন ভাবনা, ঠিক এমন যায়গায়ই আমার প্রশ্ন এটা যে, তাহলে মুহাম্মদ (সাঃ) যদি সেই খুনিদের (অন্যায় কারীদের) না মারতেন তাহলে আমাদের এই অন্ধ সিনেমা কাল কি শেষ হতো?

যাই হোক, নবীজির জীবনী নিয়ে এই ছবিটি আপনার দেখতে পারেন। অনেকে না যেনেই বলেন, মুহাম্মদ (সাঃ) খুনি [নাউজুবিল্লা]

নবীজির জীবনী যদি পর্যবেক্ষন করি

* সুস্থ চিন্তা।

* প্রয়োজনীয়তা।

* অন্ধকার দূর করে আলো আনা।

* সত্যের স্থাপন দৃঢ়তর করায়

সত্যিই, আপনিই বলবেন যে, এই যুদ্ধ গুলো আমাদের উপকারেই করা হয়েছিলো।

মনটাকে সুস্থ রেখে ছবিটা দেখবেন, মনে কোনো প্রকার পক্ষপাতিত্ব রাখবেন না। আপনি বিচারকের আসলেও বসতে পারেন, তবে একটা মুক্ত, উন্নততর চিন্তা দিয়ে বিচার করবেন।

ছবিটি তে নবীজির কোনো ছবি দেখানো হয়নি, নিবীজির জায়গায় ফাকা স্থান দেখানো হয়েছে, তার কোনো কথাও শোনানো হয়নি। ছবির নাম দ্য মেসেজ। ইতিহাসের হরকত বদল হয়নি, ছবিটি ব্যবসা সফল এবং অনেকে ইসলাম ধর্মও গ্রহন করেছেন এই ছবিটি দেখে। সম্পূর্ন বাংলায় ডাবিং করা।

সত্য জানুন। অন্তত, সত্য জেনে রাখুন। নিজে জেনে অন্যকে না জানান, নিজের জ্ঞানকে বিকশিত করুন, হোক সে মুহাম্মদ অন্য ধর্মের প্রচারকারী। হোক সে মূর্তি পুজার বিরোধী, হোক সে সন্যাস বিরোধী। আসুন সত্য জানি।

ইউটিউব লিংকঃ

১ পর্বঃ http://www.youtube.com/watch?v=PVu0QxOWLy0&feature=youtube_gdata_player

২ পর্বঃ https://www.youtube.com/watch?v=Vu7_SzcVMbg&feature=youtube_gdata_player

৩ পর্বঃ https://www.youtube.com/watch?v=a1-uUo8Wfh4&feature=youtube_gdata_player

sharing by: Shuvro Ahmed

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223047
১৮ মে ২০১৪ বিকাল ০৪:১৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ছবিটা দেখেছি ভাই টপ টু বোটম। এক কথায় নবীজীর জীবনের সমস্ত দর্শন তুলে ধরা হয়েছে। এত অল্প সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাপচার করেছে যা দেখে আমি বিস্মিত। অসাধারণ লেগেেছ ছবিটা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File