ডাঃ যাকির নায়েকের প্রতারনা
লিখেছেন লিখেছেন শুভ্র আহমেদ ১৪ মে, ২০১৪, ০৮:১০:১১ রাত
মূলত, আমি যাকিরের নামে মিথ্যা প্রচারনার জবাব দেব। কিছু এক্সপার্ট নাস্তিযাজক বা যাকির বিদ্ধেষীদের সামনে আপনাকে যাকিরের নাম শুনলেই কিছু প্রমান দিবে, যাতে আপনি ভাবতে বাধ্য হবেন যাকির নায়েক ফ্রট । তারপরেও একটা খটকা রয়ে যাবে। আমি আসলে নিজে থেকে কিছু করিনি। যাস্ট, প্রশ্ন বা অভিযোগ গুলোর জবাব সংগ্রহ করেছি।
যখন কোনো মানুষ নামদার হয়ে যায়, তখন একটা বিরাট দল তার বিপক্ষে যাবেই। আল্লাহ বলেছেন, যদি কোনো সংবাদ পাও, তাহলে তা অন্য কারো কাছে বলার আগে যাচাই করে নাও।
আমাদের অনেক মুসলিম ভাইরা কোরানের এই আয়াতের মর্ম বোঝে না। যাই হোক, আমি মূল অংশে যাই।
আমি শুধু সত্য প্রকাশ করতে চাই। প্রয়োজনে আরো অভিযোগ খন্ডন করা হবে। আমি অল্প কিছু অভিযোগের উত্তর দিব, ধারাবাহিক ভাবে। আমি যানি না, বাঙালী কেউ এসবের উত্তর দিয়েছে কিনা। তবে এটা আমি সংগ্রহ করেছি, নিজে নিজেখুঁজে করেছি।
এ ব্যাপারে পোষ্ট করার কারন, যেনো কেউ আর এই অভিযোগ না করতে পারে। আপনি হয়তো আগে থেকেই যেনে থাকতে পারেন। তবে, আজ পর্যন্ত কাউকে এতো গুলো প্রশ্নের উত্তর দিতে দেখিনি। শুরু করা যাক।
* জাকির নায়েকের উপড় প্রথমে যে অভিযোগটি উঠে আসে সেটা হল, তিনি কোরান-সুন্নাহ বিরোধী কথা বলেন, তর্কে জয়ের জন্য।
এ ব্যাপারে নাস্তিকরা আপনাকে দেখাবে যাকির নায়েক মিথ্যা বলে, অনেক মুসলিমই তাকে সাপোর্ট করে না।
আমিও এক মত। তাকে কিছু ধর্ম মুসলিম ব্যবসায়ীরা মানতে পারেন না। তারা নিজেদের বড় পন্ডিত প্রমান করার জন্য এই ছলাকলা করে।
এর উত্তরে একটি বই আছে। যাকির নায়েকের বিরুদ্ধে অপপ্রচারের জবাব এই বইয়ে দেওয়া হয়েছে। আপনার বইটি ডাউনলোড করে পড়ে, সিদ্ধান্ত নিন।
Download
:
********** এরপরে যে অভিযোগটি আসে, সেটি হল, নাবীল নামের এক ছেলে প্রমান করে দেয় যে বিবর্তন নিয়ে যাকির নায়েক মিথ্যাচার করেছে। মাত্র ৬ মিনিটে ২৫ টা ভুল করেছে ডাঃ জাকির নায়েক।
source
এই ভিডিও দেখেই আমার এই লেখাটি লেখার পরিকল্পনা মাথায় এসেছে । আমি প্রথমবার ভিডিও টি দেখে ভরকে গিয়েছিলাম। পরে যখন এর উত্তর পেলাম, যাকির নায়েকের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। এই ভিডিও তে নাবীলের গোপন পরিচয় সহ, মিথ্যাচার ভুল proof হয়েছে। সেই সাথে এটাও প্রমান হয়েছে যে, বিবর্তনবাদ নিয়ে তিনি মিথ্যাচার করেন নি। এরপরে যদি কেউ আপনাকে এই ভিডিও দেখায় আপনি এই লিংক দেখিয়ে দেবেন।
ভিডিও টি দেখতে : click
এছাড়াও, এই ভিডিও তে নাবীলের মুখোস খুলে দেওয়া হয়েছে। দেখে আনন্দ পাবেন। আমাকে নাবীলের ভিডিওটা দেন, এক লাস্টিক ( ওফ! মুখ ফচকে বেরিয়ে গেল) । পরে যখন আমি উত্তরটি দেখালাম, সে কি বলেছে শুনবেন?
- এই ভিডিও এর মাধ্যমে আরো মিথ্যাচার করা হয়েছে ।
আমি বললামঃ হ্যা ভাই। তাহলে প্রমান করে দিন।
গত তিনদিন তার কোনো খোঁজখবর নেই।
এর পরের অভিযোগ টা হল, নাস্তিকদের ডন বা আমাদের নাস্তিকদের প্রিয় ঈশ্বর আলি সীনাকে নিয়ে।
আমাকে একজন এই লিংক দিয়ে বললঃ
হেয় শুভ্র ছোট ভাই, তুমি এখন স্কুলে পড়। এখন তোমার এসব নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি বরং এই লেখাটি পড়, এখানে যাকিরের আসল চেহারা পাবে। দেখো ২০০৪ সাল থেকে আলি সিনার ভয়ে যাকির নায়েক পালিয়ে বেড়াচ্ছেন।
- ভালো। আমি গেলাম লিংকে। তো কিছুক্ষন পরে আমি তাকে বললাম, লক্ষ করুন।
আলি সিনা বলছেঃ My site received over one
million visitors in the lasteleven months. This number has been
doubling eachyear. According to Alexa.com today (Dec. 11,
2004) mysite ranks 49,499 and Dr. Naik's site ranks
626,043(these numbers change everyday) So my site is at
least12 times more popular than Dr. Naik's site. (World'smost
popular site is Yahoo that ranks 1)
এই রকম হাবুর
সাথে বিতর্ক করবে কে! যাকির নায়েকের
সাইট তার সাইটের চেয়ে কম রেংক।
এতে কি প্রমানিত হয়! অথচ, যাকিরের
লেকচারে ১ লক্ষ মানুষ উপস্থিত থাকে।
প্রতিরাতে তার অনুষ্ঠান, ১ কোটি
মানুষ দেখে । কোথায় ৭০ হাজার
ভিজিটর, আর কোথায় কোটি!!! এর সাথে ডিবেট
করে আরো অপমান , লোকে বলবে ৫০ বছরের বুড়ার
সাথে ৪০ (আমি জানি না) বছরের বাবুর ডিবেট!
আলি সীনাকে কে চিনে!! আমি ওর নাম
শুনেছি, ২ মাস আগে। আর যাকির নায়েকের প্রশ্ন - উত্তর পর্বে অনেকে প্রশ্ন করে , আর উত্তর নিয়ে বাড়ী যায়।
তিনি হার মানার পাবলিক না। তিনি আমাকে বললেন, দেখ ছোট ভাই। তুমি যাকির নায়েককে চেনো না। সে একজন ধর্ম ব্যবসায়ী।
- আমি বললাম আরে ভাই! কোথায় দেখলেন তাকে ধর্ম ব্যবসায়ী?
- সে আমাকে বললঃ স্কুল, টিভি, লেকচার, মোবাইল থেকে টাকা ইনকাম করেন। ( আচ্ছা, এর উত্তর কি আবার দিতে হবে!)
- আমি বললাম, দেখ উইকিপেডিয়া তে আলি সিনার নাম নেই। না তাকে কেউ চেনে । আসলে, আলি সিনা তার উছিলায়, মানুষের সামনে খোমা দেখা দেখানোর ইচ্ছা হয়েছে । হয়তো তার রূপ বেড়ে গিয়েছে !
- সে আমাকে উইকিপেডিয়া লিংক দিল, আমি পড়লাম। আর জানতে পারলাম,আলি সিনার লেখা পড়ে ১০০০ মুসলমান ধর্ম ত্যাগ করেছে।
-কারা ধর্ম ত্যাগ করেছে! যারা ধর্ম সম্পর্কে যানে, হাই প্রোফাইল মুসলিম, যেমনঃ সালমান, শাহরুখ, প্রমুখ। এনারা তো এমনিই ধর্ম ত্যাগী। এরপরে আমি তাকে বললাম, কেনো এমন কারো সাথে সে ডিবেট করবে !
এবার আসল কথায় আসি। যাকির নায়েক যাদের সাথে ডিবেট করেছে। আপনার নিশ্চয়ই দেখেছেন। দেখা গিয়েছে, ক্যাম্পবেল সাহেব এমন ভাবে মাথা ঘুরাচ্ছিল যে মাইক এক হাত দূরে অথচ সে কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে । এরপর, ভেজ অর ননভেজ নিয়ে ডিবেটে, বিপরীত পক্ষ ভয়ে আধা ঘন্টা আগেই চলে গিয়েছিল। আপসুস লাগে, যখন বলে যাকির নায়েক ভয় পেয়েছে।
এই যে ১৮ এপ্রিলে তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছে। পুরো তিন ঘন্টা শুধু প্রশ্ন উত্তরের ই অংশ। আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু এবং খ্রিষ্টান ইসলাম গ্রহন করেছে, তিনি প্রশ্নের জবাব দিয়েছেন আর উত্তর পেয়ে ইসলাম গ্রহন করেছেন।
আপনি যদি এই লিংকে যান তাহলে দেখবেন, এদের লেখা। সেখানে লেখা আছে, ২০০৪ থেকে যাকির নায়েককে ডিবেটের জন্য ই মেইল করা হয়েছে। এখানে আমার যানা মতে বলা নাই যাকির নায়েক পালিয়েছে।
ভুল ভাঙিয়ে দিচ্ছি, লক্ষ করুন
যখন ডিবেটের জন্য চ্যালেঞ্জ দিয়েছে আলি সিনা, তখন যাকিরের টিম রিপ্লাই করেছে।
Dr. Zakir Naik has had many debates,
and they are all with high-profile and high-calibre people, people
whoare know to the Christian world etc...।
এরপর আপনি পড়বেন, এই লেখা টুকু
Dr. Zakir Naik will be having more debates, and they will be
advertised on our website in due course, 99% ofpeople who wish
to attack Islam all use the same points,which are mostly
answered on our website, so there will be nothing special to
debate with you at this time.We are very busy, any new material
that we find on theinternet against Islam we shall answer in due
course andpost the information on our website.
তাহলে! নতুন কিছু লেখলে অবশ্যই যাকির নায়েক আমন্ত্রণ জানাতো। তাছাড়া, আলি সিনার চ্যালেঞ্জ এর উত্তর দেওয়া হয়ে গিয়েছে। আলি সিনার উচিত, এগুলো পড়ে আবার মুসলমান হয়ে যাওয়া।
লিংকঃ link
উত্তর পড়তে আপনার আনুমানিক, তিন থেকে ছয় দিন লাগতে পারে । তবুও পড়বেন।
এখন, আপনাদের কাছে প্রশ্ন। যাকির কোথায় পালাল? এই লেখাটা কি লক্ষ করেছেন?
any new material
that we find on theinternet against Islam we shall answer in due
course andpost the information on our website.
এটা কিন্তু চ্যালেঞ্জ। তাহলে যাকির নায়েক পালাল কোথায়!
আমাদের নাস্তিযাজক দাদুরা উত্তর দিবেন। মামলা finished ।
এরপরে যার নাম আসে সে বড়ই জ্ঞানী মানুষ। তার নাম স্যাম শামুউন। নাম শুনেছেন হয়তো।
তিনি যাকির নায়েককে চ্যালেঞ্জ করেছেন। অথচ, যাকিরের কোনো খবর নাই। আমি হাসতে হাসতে মরে যাই এই ছাগলের কান্ড কারখানা দেখে। বিশেষ করে যখন এই ভিডিও টা দেখি।
এই ব্যাটা একটা খ্রিষ্টান joker , তার সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে
এর বিরুদ্ধে যাকিরের কোনো একশান পাইনি। তবে , কিছু ভিডিও পেয়েছি।
কিছু ভিডিও দেখি চলুন। আসল চেহারা যানা যাবে। http://www.youtube.com/watch?v=VYhMeF-UUJc&feature=youtube_gdata_player
ইনি যাকিরের সকল যুক্তি খন্ডন করে, ডিবেট করতে চেয়েছে।
তার এই যুক্তি গুলো নিয়ে এক লোক যাকির সাবকে পাস আইয়ে থে
হাহ হাহ, সরি।
যাকির নায়েককে চ্যালেঞ্জ করেছিলো। দেখুন যাকির কি বলেছে...
ওর ভিডিও এর এন্সার
১। http://youtu.be/ziyJMwgHgRI
এবং
২। http://www.youtube.com/watch?v=fzkhsTtWDYc&feature=youtube_gdata_player
এই খ্রিস্টান গন্ধ ছিটিয়েছে যে, নবীজি নাকি অপরাধী।
অল্প কিছু ভিডিও দিয়েছি। আরো ভিডিও পেতে সার্চ করুন, respone sam shamoun
পেয়ে যাবেন । অথবা, Sam Shamoun lies and lies and lies একটি সিরিজ পাবেন।
অথবা The 'Child Molester' lie against Muhammad pbuh part ১ থেকে ৪ টা ভিডিও পাবেন।
শেষ। স্যাম শামুউন।
এবার আসা যাক আরেক ভয়ানক শয়তানের কাছ থেকে। আমার মতে একেই এক নাম্বার শিরোপা দেওয়া উচিত , অপপ্রচারের জন্য। প্রচন্ড ভয়ংকর।
Christian Prince
একে ১ নাম্বারে রাখার কারন হল, ইনি ইসলামের বিরুদ্ধে অসংখ্য ভিডিও আপলোড করেছে। এবং সে একজন সৌদিআরব এর খ্রিস্টান।
আপনি ওর ভিডিও দেখতে সার্চ দিতে পারেন, Christian prince।
আরবি যানে বলে, প্রতারনা করেছে। অর্থের ভুল ব্যাখ্যা করেছে।
ওর প্রশ্নের জবাবে ( আমার জানা মতে) ৭১ টা ভিডিও তৈরি করা হয়েছে। কিছু ভিডিও দিলাম, যেগুলো ওর প্রচারনা ধরিয়ে দেওয়া হয়েছে
challenge Christian prince
and
এই ভিডিও এর related ভিডিও তে ৭১ টার মতো জবাব পাবেন।
এবার আমি যে অপপ্রচার করেছে ইন্ডায়ানরা তার জবাব দেব।
এর আগে আমি একটা জিনিস দেখাতে চাই।
হিন্দুরা দাবী করে, যাকির কল্কি অবতারের নামে অপব্যাখ্যা করে।
এখন একটা সাইট, হিন্দুদের সাইটের একটি উক্তি দেব।
প্রতিযুক্তি. এবারে জাকিরের আসল
ভন্ডামীটা ধরা পড়ে। বিখ্যাত বৈদিক সংগঠন
আর্যসমাজ এর আজমীর পরোপকারিনী সভার পক্ষ
থেকে ২০০৪ সাল থেকে এই পর্যন্ত চারবার
অফিসিয়ালি ইমেইল এর মাধ্যমে IRF এর জাকির
নায়েককে বিতর্কের জন্য আহবান
জানানো হয়।কিন্তু ভীত ও ধূর্ত নায়েক জানেন
যে বিখ্যাত বেদ গবেষনা সংগঠন আর্যসমাজের
পন্ডিতগনের বেদ এর প্রতিটি অক্ষর পর্যন্ত মূখস্থ।
তাঁদের সামনে বেদ নিয়ে অপপ্রচার
চালানো সম্ভব নয়।চতুর্থবার বিতর্কের চ্যলেন্জ
জানানোর পর IRF এর পক্ষ
থেকে মাওলানা আব্দুল্লাহ তারিক
কে পাঠানো হয় বিতর্কে অংশগ্রহনের জন্য।তখন
আর্য সমাজের পন্ডিত মাহেন্দ্র পাল আর্য
(যিনি নিজেও ৩০ বছর আগে ইসলাম ধর্ম ত্যগ
করে হিন্দুধর্মে ধর্মান্তরিত হন) আব্দুল্লাহ
তারিককে শোচনীয়ভাবে পরাজিত করেন।
(জাকির নায়েকের প্রতিষ্ঠান IRF
কে করা ইমেইলটি এখানে দেখুন- http://
http://www.aryasamaj.org/newsite/node/717)
*** source
হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ
হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ
হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ
হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ হাহ
How joke yaarr!
আপনাদের জন্য বিতর্কের ভিডিও লিংক
http://www.youtube.com/watch?v=_246Zd5xeHE&feature=youtube_gdata_player
আপনারা কি জানেন, যে কোথায় এই বিতর্ক করা হয়েছে?
৫০-১০০ জনের এক সমাবেশ। তার মধ্যে বস্তির মতো বিছানা পেতে, খোলা আকাশের নিচে বসে বিতর্ক করা হয়েছে। আর এই মহেন্দ্র পাল, এর মুখের ভাষা শুনলে আপনার হার্ট ফেইল হতে পারে। এরপরের পর্বে হিন্দুদের কিছু যুক্তি আমি খন্ডন করব ইনশাআল্লাহ।
এই আর্য সমাজ এর যে ছাগল মার্কা এলাকায়( বস্তিতে) কি জাকির নায়েক বিতর্ক করবে!!! আর এরা ইংলিশও বলতে পারে না। কিভাবে কি Debete করবে!!!
হাহ হাহ হাহ। আচ্ছা, ধরলাম তারিক সাহেব হেরেছেন। কিন্তু, তারিক সাহেব কি যাকির নায়েকের বস বা গুরু?
জ্বি না। জাকির সাহেবের গুরু শেখ আহমেদ দিদাত। (আল্লাহ্ তাকে শান্তিতে রাখুন)
তাহলে এতো গর্বের কি আছে?
মহেন্দ্রর যুক্তি নিয়ে যাকিরের কাছে যায় এক মহিলা। এবং চ্যালেঞ্জ করে। বলে যদি এই মহেন্দ্রের যুক্তি খন্ডন করতে পারেন তাহলে ইসলাম ধর্মে রুপান্তরিত হব।
,
ইনশাআল্লাহ, যাকির নায়েক তার যুক্তি খন্ডন করে দিয়েছেন। আপনারাই দেখুন
এরপর, অনেক গুলান হিন্ডু ( উফ মুখ ফসকে বের হয়ে গিয়েছে) অনেক অপপ্রচার চালিয়েছেন।
জগত গুরুর সাথে নাকি জাকির ডিবেটে যেতে চেয়েছে, অথচ যাকিরের খবর নাই।
IRF - কল করার পরে জানা গেলো আসল ব্যাপার। আসলে এমন কোনো কথাই হয়নি। আমি বুঝিনা। হিন্দুরা ওদের ধর্ম গ্রন্থে বিজ্ঞান আছে, বিগ ব্যাঙ থিয়োরি আছে। এটা প্রমান করতে, বিজ্ঞানীদের সাথে আলাপন করে , অথচ, যাকিরের কাছে গিয়ে প্রশ্ন করতে পারে না। হাউ আপসোস!
+ডিবেট উইথ ডাঃ জাকির এবং জাগাত গুরু।
এগুলোর দাত ভাঙা জবাব এখানে পাবেন।
পর্ব ১ :
পর্ব ২
এবার আমি যাদের কথা বলতে যাচ্ছি, আমাদের বাঙ্গালী নাস্তিকদের কথা। তাদের দাবী যাকির নায়েক একজন ম্যাজিশিয়ান, চতুর, প্রতারক।
এরপরেও যদি কেউ দাবী করে যে জাকির নায়েক প্রতারক প্রতারক, তাহলে তার সুস্থতা নিয়ে সন্দেহ করা যায়।
কেনো এতো অপপ্রচার? শুধু মাত্র যাকিরের বিরুদ্ধে?
উত্তর আপনারাই দিবেন।
আমি সাধারন একজন মানুষ, ভুল হতেই পারে । তাই যুক্তি সহকারে কেউ আমার কথার বিরোধ করতে পারলে বলবেন। আমার অনেক বানান ভুল হয়, আমাকে এর জন্য ক্ষমা করে, দোয়া করে দিবেন
presented by: MD. Shuvro Ahmed.
বিষয়: বিবিধ
৩০৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@চিরবিদ্রোহী ভাইয়ের সাথে একমত। উপকারী পোস্ট। তবে লেখাটি একটু অগোছালো।
মন্তব্য করতে লগইন করুন