রাজধানী বিভিন্ন স্পটে দেদারছে চোরাই পণ্য ক্রয়-বিক্রয়, শরীয়ত কি বলে........
লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ২৪ আগস্ট, ২০১৪, ১০:৩৪:১১ সকাল
গত কয়েকদিন আগে মিরপুর এগারো লালমাটিয়া-বাউনিয়ানিয়াবাধঁ এলাকার দিকে কোন এক কাজে গিয়েছিলাম। ফিরার সময় খেয়াল রাস্তার দু’পাশে মোবাইল বিক্রি হচ্ছে, কম দামে অনেক ভালো ভালো মোবাইল পাওয়া যাচ্ছে। অনেক মানুষ সেখান থেকে কম দামে দুই-তিনটা করে মোবাইল কিনে নিয়ে যাচ্ছে। বুঝতে বাকী রইলোনা যে, এগুলো চোরাই তথা চুরি করে আনা মোবাইল। শুধু মিরপুর এগারোই নয়; রাজধানী ঢাকার গুলিস্তান, যাত্রাবাড়ী, সদরঘাট সহ অনেক জায়গায় এরকম চোরাই পণ্য দেদারছে বিক্রি হচ্ছে। আর আমরা সেখান থেকে কম দামে তা কিনে নিয়ে আসছি!! অথচ আমরা একবারো কি বিবেককে প্রশ্ন করছি, এভাবে জেনেশুনে চোরাই পণ্য ক্রয় করা শরীয়ত সম্মত হচ্ছে কিনা?
এভাবে জেনেশুনে চোরাই পণ্য ক্রয় করে আমরা মূলত চোরদেরকেই সহায়তা করছি, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন যে,
.تَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
তোমরা পরস্পর নেক ও তাকওয়ার কাজে একে আপরকে সাহায্য-সহযোগিতা করো, সাবধান! অন্যায় ও গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবেনা।
এমনিভাবে হাদীসে পাকে রাসুলুল্লাহ সা. এরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে চুরি করা পণ্য ক্রয় করলো, সে যেনো তার সাথে তার গুনাহে শরীক হলো।
তাই আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার ও আমল করার তাওফিক দান করুন। আমীন।
সুত্র: সূরা মায়েদা ২নং আয়াত, সুনানে বায়হাকী ২/৪৩৯
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ অল্প দামে দামি মোবাইল সংগ্রহ করে সেটা প্রদর্শন করার লোভে চোরাই মাল কিনে আরেকটি অপরাধ করে। আমাদের নৈতিক মান এভাবেই নষ্ট হয়ে গিয়েছে। কাউকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষন করলে জবাব দেয় যে বিক্রি করছে সেই দায়ি ক্রেদা দায়ি নয়!!
গুলিস্তানে হকি স্টেডিয়াম ও ফুটবল স্টেডিয়ামের মাঝে যে ফ্লাডলাইটটি আছে বায়তুল মোকাররম টু সিনেমা (বিলুক্ত) হল সংলগ্ন রাস্তার পাশে - সেটা চোর বাজার নামে খ্যাত ।
যদিও চোরাই মাল এবং সেকেন্ড-হ্যান্ড মাল
এ দুয়ের তফাত অনশ্যই আছে
তবে
সেকেন্ড-হ্যান্ড মাল অবশ্যই দোকান থেকে কিনতে হবে- রাস্তা থেকে নয়
রাস্তারটি চোরাইমাল হবার সম্ভাবনা ৯৯.৯৯৯%
মন্তব্য করতে লগইন করুন