বিখ্যাত মণিষীদের বিখ্যাত বাণি (পর্ব-৩)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ২১ মার্চ, ২০১৪, ০৫:৩৬:১৭ বিকাল
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর।
১১. ইমাম আন-নববী (রহঃ) বলেনঃ
যেসব ক্ষেত্রে গীবত করা বৈধ-
১। অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য।
২।সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিকপথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য।
৩।হাদীছের সনদ যাচাই করা ও ফতওয়া জানার জন্য।
৪।মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনার ক্ষেত্রে।
৫। পাপাচার ও বিদআতে লিপ্ত হলে তা প্রকাশ করার ক্ষেত্রে।
৬। প্রসিদ্ধ নাম ধরে পরিচয় দেওয়ার ক্ষেত্রে ।(ইমাম আন-নববী, রিয়াদুস-সালেহীন, ২৫৬ অনুচ্ছেদ, পৃঃ ৫৭৫)
১২. ইমাম হাসান আল বসরী (রাহিমুল্লাহ)---
"আমি এমন কিছু লোকের সাথে সাক্ষাত করেছি যারা নিজেদের অর্থের চেয়ে নিজেদের সময়ের জন্য বেশি কৃপণ।"
১৩. ফুজায়েল ইবন ইয়াদ বলছেন, মানুষ হচ্ছে বোকা এবং বুদ্ধিহিন।(তুমি জান) তোমার জীবন ছোটো কিন্তু তোমার আশা অসীম। -সিয়ার ৮/৪৪০
১৪. শাইখ মুহাম্মাদ বিন সালেহ উসাইমিন(রাহিমাহুল্লাহ)--
"একজন ব্যক্তি তার অন্তরের পরিশুদ্ধির জন্য সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবে, এটা যথাযথ একটি কাজ। অন্তরের কাজকর্মের দিকে তার মনোযোগ দেয়া প্রয়োজন। কোন ব্যক্তি তার শরীরের কাজগুলোর প্রতি যতটা যত্ন নেয় তার চেয়ে অবশ্যই অনেক বেশি যত্ন নেয়া উচিত তার অন্তরের কাজগুলোর প্রতি, কেননা শরীরের কাজগুলো ঈমানদার এবং মুনাফিক সকলেই করে।”
১৫. শায়খ উবাইদ আল জাবারী---
“যে ব্যক্তির মানহাজ এ গলদ আছে, বিশ্বাস রাখুন যে এ গলদ তার আকিদা পর্যন্ত পৌছায়।যদি আকিদাহ সঠিক উপায়ে সঠিক থাকে, তবে মানহাজ ও সঠিক থাকবে।”
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা সঠিক বুঝতে পারলাম না।
মন্তব্য করতে লগইন করুন