মানুষ কি জাহান্নাম বিশ্বাস করে না...!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম ১৯ মার্চ, ২০১৪, ১১:৩৭:৪৪ সকাল
ইয়া আল্লাহ্ !
যে মানুষকে তুমি একটা মশার কামড়
সহ্য করার ক্ষমতা দাওনি,
সে মানুষ কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবে বলে আশা করে আছে আল্লাহ্...!!
নাকি মানুষ জাহান্নাম বিশ্বাস করে না...!!
“নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে, তার জন্য রয়েছে জাহান্নাম।। সেখানে সে মরবে না এবং বাঁচবেও না।”
[সূরা ত্ব হা-৭৪]
আল্লাহ্ তুমি আমাদের সবাইকে হেদায়েতের পথ দেখাও, নইলে আমরা যে,জাহান্নামের শাস্তি সহ্য করতে পারব না আল্লাহ্।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন