জেদ্দা কম্যুনিটি ব্যাক্তিত্ব জনাব আজাদ সোবহানের সহধর্মীনি (জেদ্দা বাংলা স্কুলের শিক্ষিকা মুন্নি ম্যাডাম) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে...রাজেউন

লিখেছেন লিখেছেন কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ ০৩ ডিসেম্বর, ২০১৫, ০২:১৬:৫৫ দুপুর

আজাদ সোবহান ভাই জেদ্দা জেদ্দার একজন কম্যুনিটি ব্যাক্তিত্ব, প্রথিত যশা লেখক ও বক্তা। দির্ঘদিন পর দাম্পত্য জীবনে দুটি ফুট ফুটে সন্তান যেন আলোকিত করে তুলেছিল তাদের প্রবাসের এ প্রাত্যাহিক জীবনকে। আজাদ ভাইয়ের সহধর্মীনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন সুযোগ্য শিক্ষিকা। সবার কাছে মুন্নি ম্যাডাম নামে পরিচিত। সদ্যপ্রাপ্ত নবজাত শিশুকে নিয়ে আপনজনের সাথে দেখা করার জন্য দেশে গিয়েছেন তিন সপ্তাহ আগে। সাথে ভাবীর কিছু চিকিতসার কাজ ও সেরে আসার কথা। কিন্তুু তার আর ফেরা হলনা।

আজাদ ভাই তার সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে আজ ০৩রা ডিসেম্বার ২০১৫ জেদ্দায় আসার কথা থাকলেও গতকাল হঠাত করে ভাবী অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও আজ ৩রা ডিসেম্বার ২০১৫ বাংলাদেশ সময় পৌনে বারোটায় সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলন চিরদিনের জন্য। ইন্না লিল্লাহে....রাজেউন।

ছোট দুটো বাচ্ছাকে ছেড়ে ভাবীর ইন্তেকাল আজাদ ভাই এবং তার সন্তানদের জন্য যে এক কঠিন পরীক্ষা। আল্লাহ তাকে ধৈয্য ধরার তৌফিক দান করুন। সবাই তার জন্য দোয়া করবেন।

জেদ্দা থেকে

প্রবাসী মজুমদার

বিষয়: বিবিধ

৫২০৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352530
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন -
আল্লাহতায়ালা রহম করুন, ক্ষমা করুন, সাহায্য করুন....
আর বলতে পারছিনা.....
352531
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২৮
কাহাফ লিখেছেন : 'كل نفس ذائقة الموت'
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি ধৈর্য্য ধরার তাওফিক দানের দুয়া করছি মহান রবের কাছে!
আমিন আল্লাহুম্মা আমিন!
352533
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩২
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন, আল্লাহ তাকে ধৈয্য ধরার তৌফিক দান করুন
352534
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৫
আবু ফারিহা লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন -
আল্লাহতায়ালা তাকে রহম করুন, ক্ষমা করুন, সাহায্য করুন....আমিন।
352535
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৬
মোবারক লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন, আল্লাহ তাকে ধৈয্য ধরার তৌফিক দান করুন
352541
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন। আল্লাহতায়লা তাকে জান্নাত নসিব করুন। আজাদ সোবহান ভাইকে সবর দিন।
352555
০৩ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৩
বিদ্রোহী নজরুল লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। :'( আমি বাকরুদ্ধ, কিছু বলার ভাষা হারিয়েছি। এইতো বাড়ী যাবার সপ্তাহ দুয়েক আগেই আজাদ ভাই উনার সহধর্মিণীর জন্য আমার আমার কাছ খেকে মোবাইল ফোন নিয়ে গেলেন! উনার ফুটফুটে ছোট ছোট দুটো বাচ্চাকে আল্লাহ আজ এতিম করে দিলেন তা ভাবতেই অশ্রুরোধ করা অসম্ভব হয়ে পড়ছে।সৃষ্টির অমোঘ বিধান হিসেবে সবাইকে একদিন না একদিন মায়ার এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমাতেই হবে।

আমি সিবিএফ মধ্যপ্রাচ্য প্রতিনিধির পক্ষ হতে এবং ব্যক্তিগতভাব মুন্নি ম্যাডামের মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং মহান রব যেন উনাকে মাফ করে দিয়ে চির প্রশান্তিময় জান্নাতের অধিবাসী করেন সেই দোয়াই করছি। এবং আমার অত্যধিক প্রিয় বন্ধু এবং শ্রদ্ধেয় জেদ্দা সিবিএফ সভাপতি মোহতারাম আজাদ সোবহান ভাইকে আল্লাহ যেন ধৈর্যধারণ করার তৌফীক দান করেন সেই দোয়াই করছি। সাথে উনার ছোট্ট দুটো বাচ্চাসহ উনাদের উভয়ের পরিবারকে আল্লাহ যেন ধৈর্যশীল করে দেন। আমীন। Praying Praying Praying
352556
০৩ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৭
আবু আশফাক লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ মরহুমার পরিবারকে ধৈর্য্য ধরার তাওফিক দান করুন। আমিন।
352577
০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
শফিউর রহমান লিখেছেন : আল্লাহপাক আজাদ সুবহান ভাই এবং তার পরিবারের সদস্যদেরকে ধৈর্য দিন এবং আজাদ ভাবীকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করুন।
১০
352623
০৪ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:০৬
ইবনে হাসেম লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউজন।
১১
352625
০৪ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:৪৩
জিসান এন হক লিখেছেন : মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ মরহুমার পরিবারকে ধৈর্য্য ধরার তাওফিক দান করুন। আমিন।
১২
352648
০৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
দ্য স্লেভ লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন। আল্লাহ উনাকে ক্ষমা করুক এবং জান্নাত দান করুক আর পরিবারের উপর রহম করুক !
১৩
352800
০৫ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
১৪
353449
১০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৪
তানভিরুল হাসান লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন। আল্লাহ উনাকে ক্ষমা করুক এবং জান্নাত দান করুক আর পরিবারের উপর রহম করুক !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File