জেদ্দা কম্যুনিটি ব্যাক্তিত্ব জনাব আজাদ সোবহানের সহধর্মীনি (জেদ্দা বাংলা স্কুলের শিক্ষিকা মুন্নি ম্যাডাম) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে...রাজেউন
লিখেছেন লিখেছেন কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ ০৩ ডিসেম্বর, ২০১৫, ০২:১৬:৫৫ দুপুর
আজাদ সোবহান ভাই জেদ্দা জেদ্দার একজন কম্যুনিটি ব্যাক্তিত্ব, প্রথিত যশা লেখক ও বক্তা। দির্ঘদিন পর দাম্পত্য জীবনে দুটি ফুট ফুটে সন্তান যেন আলোকিত করে তুলেছিল তাদের প্রবাসের এ প্রাত্যাহিক জীবনকে। আজাদ ভাইয়ের সহধর্মীনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন সুযোগ্য শিক্ষিকা। সবার কাছে মুন্নি ম্যাডাম নামে পরিচিত। সদ্যপ্রাপ্ত নবজাত শিশুকে নিয়ে আপনজনের সাথে দেখা করার জন্য দেশে গিয়েছেন তিন সপ্তাহ আগে। সাথে ভাবীর কিছু চিকিতসার কাজ ও সেরে আসার কথা। কিন্তুু তার আর ফেরা হলনা।
আজাদ ভাই তার সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে আজ ০৩রা ডিসেম্বার ২০১৫ জেদ্দায় আসার কথা থাকলেও গতকাল হঠাত করে ভাবী অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও আজ ৩রা ডিসেম্বার ২০১৫ বাংলাদেশ সময় পৌনে বারোটায় সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলন চিরদিনের জন্য। ইন্না লিল্লাহে....রাজেউন।
ছোট দুটো বাচ্ছাকে ছেড়ে ভাবীর ইন্তেকাল আজাদ ভাই এবং তার সন্তানদের জন্য যে এক কঠিন পরীক্ষা। আল্লাহ তাকে ধৈয্য ধরার তৌফিক দান করুন। সবাই তার জন্য দোয়া করবেন।
জেদ্দা থেকে
প্রবাসী মজুমদার
বিষয়: বিবিধ
৫২০৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন -
আল্লাহতায়ালা রহম করুন, ক্ষমা করুন, সাহায্য করুন....
আর বলতে পারছিনা.....
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি ধৈর্য্য ধরার তাওফিক দানের দুয়া করছি মহান রবের কাছে!
আমিন আল্লাহুম্মা আমিন!
আল্লাহতায়ালা তাকে রহম করুন, ক্ষমা করুন, সাহায্য করুন....আমিন।
আমি সিবিএফ মধ্যপ্রাচ্য প্রতিনিধির পক্ষ হতে এবং ব্যক্তিগতভাব মুন্নি ম্যাডামের মৃত্যুতে শোক জ্ঞাপন করছি এবং মহান রব যেন উনাকে মাফ করে দিয়ে চির প্রশান্তিময় জান্নাতের অধিবাসী করেন সেই দোয়াই করছি। এবং আমার অত্যধিক প্রিয় বন্ধু এবং শ্রদ্ধেয় জেদ্দা সিবিএফ সভাপতি মোহতারাম আজাদ সোবহান ভাইকে আল্লাহ যেন ধৈর্যধারণ করার তৌফীক দান করেন সেই দোয়াই করছি। সাথে উনার ছোট্ট দুটো বাচ্চাসহ উনাদের উভয়ের পরিবারকে আল্লাহ যেন ধৈর্যশীল করে দেন। আমীন।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ মরহুমার পরিবারকে ধৈর্য্য ধরার তাওফিক দান করুন। আমিন।
মন্তব্য করতে লগইন করুন