সিবিএফ’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লিখেছেন লিখেছেন কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ ১১ জুলাই, ২০১৫, ১১:৩৩:৫০ রাত
৯ই জুলাই ২১রমজান কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ’র আলোচনা সভা ও ইফতার মাহফিল চট্টগ্রাম মহানগরীর এক অভিজাত আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয় । ঘরোয়া পরিবেশে অত্যন্ত প্রাণবন্ত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক, লেখক ও ব্যবসায়ী, সিবিএফ কেন্দ্রিয় উপদেষ্টা কমিটির সদস্য এ.আর.বাহাদুর বাহার ।
মামুন সিদ্দিক’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গবেষক কলামিষ্ট মাসিক ইতিহাস অন্বেষা সম্পাদক এস, এম, নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ।
এতে আরো বক্তব্য রাখেন ড: নাছির উদ্দীন, অধ্যাপক সেলিম উদ্দীন, সাংবাদিক নুরুল ইসলাম ফারুক, মোহাম্মদ আশিকুর রহমান । উপস্থিত ছিলেন রিদওয়ান কবির সবুজ, বাংলাদেশ কবি পরিষদ চট্টগ্রামের সভ সভাপতি নাছির বিন ইব্রাহিম, হাসান বিন নজরুল, কামাল উদ্দীন মাসুদ, লিটল ম্যাগ ইদানীং সম্পাদক মিনহাজুল ইসলাম মাসুদ, আকতার হোসেন রাসেল, মোহাম্মদ সালাউদ্দীন প্রমুখ ।
হাসান বিন নজরুলের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।
শুরুতেই উদ্বোধনী বক্তব্যে সভাপতি এ, আর, বাহাদুর বাহার বলেন, আমরা লেখালেখি করে যাচ্ছি ঠিকই কিন্তু আমরা সঠিক কোন দিকনির্দেশনা পাচ্ছিনা । আমরা ব্যর্থ হচ্ছি নতুন প্রজন্মকে সুস্থ সাহিত্য ও সংস্কৃতির প্লাটফর্ম তৈরী করে দিতে । এজন্য পথভ্রষ্ট উত্তরসূরী একসময় আমাদেরকেই দায়ী করবে ।
প্রধান অতিথি এস, এম, নজরুল ইসলাম বলেন ব্লগারদেরকে বেশী বেশী স্টাডি করে দেশ ও জাতির ইতিহাস জানতে হবে, হাজার বছরের ইতিহাসকে গভীরভাবে চর্চার মাধ্যমে জাতির কাছে সঠিক ইতিহাস উপস্থাপন করতে হবে । অনলাইনের অনির্ভরশীল তথ্যের উপর ভিত্তি না করে বই পুস্তিকার মাধ্যমে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে । ভুল ও তথ্যবিভ্রাট থেকে সতর্ক থাকতে হবে ।
মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকের প্রজন্মকে সুস্থ সংস্কৃতি উপহার দিতে হবে, তাদেরকে প্লাটফরম তৈরী করে দিতে হবে আমাদেরকেই । এলক্ষ্যে আমাদের প্রচেষ্টা যেন না থামে ।
ডা: নাছির উদ্দীন বলেন, অনলাইনে মিথ্যার আশ্রয় নিয়ে ফটোশপের মাধ্যমে যারা তথ্য বিভ্রাট করে তাদেরকে বয়কট করতে হবে । মিথ্যার আশ্রয় নিয়ে কোনদিন সত্যকে প্রতিষ্ঠিত করা যায়না ।
অধ্যাপক সেলিম উদ্দীন বলেন, আমাদের কলম থামালে চলবে না । নেক্সট জেনারেশানকে আমাদেরকেই পথ দেখাতে হবে । ফেসবুকের খারাপ দিক থেকে তাদেরকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব ।
দৈনিক সুপ্রভাত পত্রিকায় সিবিএফ’র নিউজ ৯নং পৃষ্টা ৬ষ্ট কলাম দ্রষ্টব্য।
অনলাইন নিউজ পোর্টাল গ্লোবটুডে তে সিবিএফর নিউজ
এরও কয়েকদিন আগে চট্টগ্রাম সিবিএফ আরেক দপায় ইফতার পার্টি চর্চাকুটিরে অনুষ্ঠিত হয় । চাটিগাঁ থেকে বাহারের সৌজন্যে সেদিনও অনেক ব্লগার উপস্থিত ছিলেন ।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাইকে এক সাথে দেখে অনেক ভাল লাগলো
ইনশাআল্লাহ আমরা এগিয়ে যা্ব।
মন্তব্য করতে লগইন করুন