সিবিএফ’র ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হল চট্টগ্রামে, প্রধান অথিতি
প্রবাসী মজুমদার
লিখেছেন লিখেছেন কমিউনিটি ব্লগারস ফোরাম সিবিএফ ০৬ আগস্ট, ২০১৪, ১০:৩৮:৩৯ সকাল
Community Bloggers Forum - CBF-র ঈদ পরবর্তী ১ম গেট টুগেদার অনুষ্ঠিত হল চট্টগ্রামে । আশা করা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে সিবিএফ’র ব্যানারে ব্লগাররা একত্রিত হবেন ।
বিশিষ্ট জনপ্রিয় ও সিনিয়র ব্লগার ‘বিয়ের ইন্টারভিউ’ বই’র গর্বিত লেখক জনাব Probashi Mojumder এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন । কেন্দ্রিয় আহবায়ক কমিটির আহবায়ক চাটিগাঁ থেকে বাহার এর সভাপতিত্বে এতে বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ট জনপ্রিয় প্রবাসী ব্লগার Mohammed Jamal Uddin ।
এতে আরো উপস্থিত ছিলেন, সু-লেখক মো: রিদওয়ান কবির সবুজ, মো: কামাল উদ্দীন, হাসান বিন নজরুল, সালাউদ্দীন মাহমুদ, ইমরুল কায়েস ভূট্টো, মো: তারেকুল ইসলাম প্রমুখ ।
আলোকিত সন্ধ্যায় প্যারেড স্কয়ার রাউন্ড দিয়েছে সিবিএফ’র কান্ডারীসকল ওয়াকিং মেরাথনের মাধ্যমে । অত:পর শহরের অভিজাত রেষ্টুরেন্টে আলোচনা পর্ব ও দিকনির্দেশনামূলক পরামর্শ করা হয় ।
প্রধান অথিতি সিবিএফ কে এগিয়ে নেয়ার ব্যাপারে আগামীতে সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করেন ।
আলোচনা সভায় সিবিএফ এর পক্ষ থেকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নিরস্ত্র নারীশিশুকে নির্বিচারে হত্যা করার নিন্দা জানানো হয় ।
প্রধান অথিতি সিবিএফকে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করার জন্য ধন্যবাদ জানান এবং পাশাপাশি সামাজিক কাজে সিবিএফ’র ভূমিকার উপরও গুরুত্বআরোপ করেন ।
গতবছরের সিবিএফ’র ঈদ পুণর্মিলনী হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে ।
চট্টগ্রামের জমকালো অনুষ্ঠানটি দেখুন:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2668/rashic/26646
এসংক্রান্ত আরো অন্যান্য অনুষ্ঠানগুলোর লিংক শেয়ার করলে তা এখানে সংযুক্ত করা হবে । কক্সবাজার সৈকতে ব্লগারদের মিলনমেলা
বিষয়: বিবিধ
১৯২৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেহারাতো সবগুলান রাজাকার মার্কা !
প্রবাসী মজুমদার ভাই এর রম্য কথার ফুলঝুড়ি, সাথে ছিল চা বিস্কুট মুড়ি।
আহা মিস করেছি দারুণ আড্ডা,
ছিলাম তখন ঢাকার বাড্ডা।
সবাইকে চিনিনা।
মিলন মেলার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
-------------
পরিশেষে সিবিএফ এর জন্য থাকলো শুভকামনা।
মন্তব্য করতে লগইন করুন