"'বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক ' :আমরা পশ্চিমবঙ্গের সব মানুষ চাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য হোক
লিখেছেন লিখেছেন জুলকারনাইন সাবাহ ১৪ মার্চ, ২০১৪, ১০:১৯:৩৮ সকাল
ফেজবুকসহ কিছু পাতা এবং সাইট আছে-যেখানে বাংলাদেশ বা ভারতবিরোধিতার পাশাপাশি বিদ্বেষ ছড়ানো হয়। কেউ ব্যক্তিগতভাবে নিজদেশের বদলে অন্যদেশেকে ভালবাসতেই পারে। এমন হলে তার উচিত হবে সে দেশে গিয়ে নাগরিত্ব নিয়ে বাস করা, এতে কারো কিছু বলার নেই।
কিন্তু এক দেশে বাস করে সেই দেশের বিরুদ্ধে চক্রান্ত করা রীতিমত দেশদ্রোহিতা। বাংলাদেশের নাগরিক কখনোই তার দেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চাইবেনা যেমন চাইবেনা নিজের মা-বাপকে বদলাতে।
আবার ভারতের নাগরিকও তা চাইবেনা অন্তত প্রকাশ্যে, মনে মনে বাংলাদেশকে পছন্দ করলেও।
তবে তার নিজের দেশদ্রোহিতাকে বাংলাদেশের সব মানুষের মনের কথা বলে চালিয়ে দেয়া বা পেজ খুলে ভারত বা বাংলাদেশের সব মানুষের নামে হীন প্রচারণা চালানো স্বাভাবিক নয়।
এটা প্রতিরোধ করা সবার দায়িত্ব। সরকারেরও উচিত যারা এসব করছে-তাদের ধরে শাস্তি দেয়া।
আমরা পশ্চিমবঙ্গের সব মানুষ চাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য হোক।
"'বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক ' supporters From Khulna"
'বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক ' supporters From Chittagong
বিষয়: বিবিধ
১৮৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছি। এরা নেতা না । বদমাইশ।
মন্তব্য করতে লগইন করুন