"'বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক ' :আমরা পশ্চিমবঙ্গের সব মানুষ চাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য হোক

লিখেছেন লিখেছেন জুলকারনাইন সাবাহ ১৪ মার্চ, ২০১৪, ১০:১৯:৩৮ সকাল



ফেজবুকসহ কিছু পাতা এবং সাইট আছে-যেখানে বাংলাদেশ বা ভারতবিরোধিতার পাশাপাশি বিদ্বেষ ছড়ানো হয়। কেউ ব্যক্তিগতভাবে নিজদেশের বদলে অন্যদেশেকে ভালবাসতেই পারে। এমন হলে তার উচিত হবে সে দেশে গিয়ে নাগরিত্ব নিয়ে বাস করা, এতে কারো কিছু বলার নেই।



কিন্তু এক দেশে বাস করে সেই দেশের বিরুদ্ধে চক্রান্ত করা রীতিমত দেশদ্রোহিতা। বাংলাদেশের নাগরিক কখনোই তার দেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চাইবেনা যেমন চাইবেনা নিজের মা-বাপকে বদলাতে।



আবার ভারতের নাগরিকও তা চাইবেনা অন্তত প্রকাশ্যে, মনে মনে বাংলাদেশকে পছন্দ করলেও।

তবে তার নিজের দেশদ্রোহিতাকে বাংলাদেশের সব মানুষের মনের কথা বলে চালিয়ে দেয়া বা পেজ খুলে ভারত বা বাংলাদেশের সব মানুষের নামে হীন প্রচারণা চালানো স্বাভাবিক নয়।

এটা প্রতিরোধ করা সবার দায়িত্ব। সরকারেরও উচিত যারা এসব করছে-তাদের ধরে শাস্তি দেয়া।

আমরা পশ্চিমবঙ্গের সব মানুষ চাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য হোক।

"'বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক ' supporters From Khulna"

'বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক ' supporters From Chittagong

বিষয়: বিবিধ

১৮৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192067
১৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৫
ছাত্রসন্ত্রাস তথ্যসন্ত্রাস লিখেছেন : হায় হায়-একি কথা? সরকার কি এসব দেখেনা? সরকার বিডি টুডেসহ দেশপ্রেমিক ব্লগের পেছনে পড়ে থাকে ব্যান করে। কিন্তু এসব দেশদ্রোহীদেরওবিরুদ্ধে চুপচাপ কেন!!
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:১৯
142997
জুলকারনাইন সাবাহ লিখেছেন : সহমত
192073
১৪ মার্চ ২০১৪ সকাল ১১:১৮
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত,সরকারের উচিৎ এদের ধরে শাস্তি দেয়া এবং এ সাইটগুলো বন্ধ করা দরকার।
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:১৯
142999
জুলকারনাইন সাবাহ লিখেছেন : একমত
192087
১৪ মার্চ ২০১৪ সকাল ১১:৪১
আমি মুসাফির লিখেছেন :
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:২০
143000
জুলকারনাইন সাবাহ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
192371
১৫ মার্চ ২০১৪ রাত ০৩:১৬
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব নেতারা যখন নিজেদেরকে মুক্তিযোদ্ধা আর দেশপ্রেমিক বলে তখন জুতাটা.......

ছি। এরা নেতা না । বদমাইশ।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
143378
জুলকারনাইন সাবাহ লিখেছেন : স্বাগতম,পিলাচ Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File