অন্যরা যেন কষ্ট না পায়

লিখেছেন লিখেছেন মদীনার আলো ১৪ মার্চ, ২০১৪, ১০:৩৯:১৫ সকাল

একদা এক দিন কিছু

লোক এক অন্ধকার

টানেল অতিক্রম করে যাচ্ছিল। হঠাত্

পায়ের তলায় সূচাল পাথর জাতীয় কিছু অনুভব করল

তারা ...।

এদের কেউ কেউ তখন

সে পাথরগুলো তুলে পকেটে ভরে নিল।

অন্যরা যেন কষ্ট না পায় এই ভাল

নিয়তেই তারা এটা করেছিল।

কেউ কিছু নিল, আর কেউ নিলই না।

অবশেষে যখন অন্ধকার টানেল

থেকে বের হল, দেখল তাদের

কুড়ানো পাথরগুলো ছিল ডায়মন্ড/হীরা-

তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল।

যারা কম নিয়েছিল তাদের বেশ আফসোস হচ্ছিল

যে কেন আরও বেশি তারা তুলে নিল না; আর

একেবারেই যারা নেয় নি তারা আরও বেশ

অনুশোচনা করতে লাগলো।

এই দুনিয়া ঠিক এই অন্ধকার টানেলের

মতই। আর এখান কার

ভালো কাজগুলো ডায়মন্ডের

মত... আখেরাতে যাদের ভালো কাজের

পরিমাণকম হবে, তারা আফসোস

করতে থাকবে কেন আরও ভালো কাজ

তারা দুনিয়ায় করেনি !!!

তাই দুনিয়াতে যত ছোটই হোক না কেন, কোন ভাল

কাজএড়িয়ে যাবেন না। কারণ একদিন নিশ্চিত এই

ভাল

কাজগুলোই ডায়মন্ডের মত মনে হবে

সংগৃহিত

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192754
১৫ মার্চ ২০১৪ রাত ১১:৪০
মাটিরলাঠি লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।
১৬ মার্চ ২০১৪ সকাল ১১:৪১
143629
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File