টিভিতে দেখাচ্ছে টি-২০ বিশ্বকাপের ইন্ডিয়ান কনসার্ট!!

লিখেছেন লিখেছেন জুলকারনাইন সাবাহ ১৩ মার্চ, ২০১৪, ০৮:৪১:২০ রাত



টিভিতে দেখাচ্ছে টি-২০ বিশ্বকাপের ইন্ডিয়ান কনসার্ট!! শেখ হাসিনার উদ্বোধন দেখে ভাবলাম বাংলাদেশী স্টাইলে ওপেনিং অনুষ্ঠানটা উপভোগ করা যাবে এবং বাংলাদেশের সংস্কৃতির স্বাদ পাওয়া যাবে।



কিন্তু ওমা, একটার পর হিন্দী গানের সাথে ইন্ডিয়ান মেয়েদের আপত্তিকর নাচ চলতে শুরু করলো। ভাবলাম এরপর হয়তো বাংলা গান হবে--কিন্তু নাহ--- এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া পর্ব?



পুরো অনুষ্ঠানটাই সাজানো হয়েছে ইন্ডিয়ানদের দ্বারা এবং হিন্দীভাষীদের জন্য।



জয়বাংলা, জয় মা কালী!!

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191884
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
হতভাগা লিখেছেন : এই বিশ্বকাপটা তো শুধু বাংলাদেশেই হচ্ছে । ২০১১ এর মত তো ভারত-শ্রী লংকা - বাংলাদেশ -- এভাবে হচ্ছে না ।

এখানে বাংলাদেশের বাইরের শিল্পীদের নেওয়া কি বাধ্যতা মূলক ছিল ?

ভারত কি বাংলাদেশের শিল্পীদের এরকম কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে ?

নিজেদের স্বকীয়তা যদি নিজেরাই বজায় না রাখতে পারি তাহলে অন্যের কি ঠেকা পড়েছে আমাদেরকে দাম দেবার ?

এজন্যই তো মমতাকে যতই দিদি দিদি বলে ডাকি না কেন মমতার কাছে তার প্রদেশ আগে । এত কিছু না চাইতেই দিয়ে দেবার পরও যখন সামান্য তিস্তার ব্যাপারে চাওয়া হলো তখন শুধু দুঃখ প্রকাশ করেই বিদায় করে দেওয়া হল ।

আত্মসন্মানহীন জাতির স্বাধীন থাকা মানায় না ।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
142740
জুলকারনাইন সাবাহ লিখেছেন : একটা দল কি এতোই ভারতপ্রেমী হতে পারে??

সবকিছুতেই ভারতকে জড়াচ্ছে--এবার আমাদের টেক্টবুক ভারতে ছাপিয়েও ৬০ কোটি টাকা লস খেয়েছে!!
১৩ মার্চ ২০১৪ রাত ১০:০০
142777
হতভাগা লিখেছেন : একের পর এক ভারতের শিল্পীদের গান দেখিয়েই যাচ্ছে , দেখিয়েই যাচ্ছে । উদিত নারায়নের ঘন ঘন গান গাইতে আসা বিরক্তিকর লাগতেছে ।

বাংলাদেশের আইকনিক শিল্পীরা কোথায় ? দর্শকদেরকেও ফোকাস করছে না ।
191888
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:০২
শাহ আলম বাদশা লিখেছেন : আমিও পরিবারের সাথে এই রকম বিদেশী অনুষ্ঠান দেখছি---যেখানে বাংলাদেশ নেই একদম---

১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
142743
জুলকারনাইন সাবাহ লিখেছেন : কী করবেন--দেশে বসে ভারতভ্রমণ করাও ভাগ্যের
191902
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারতের সরকার দেশ চালাচ্ছি এখানে ভারতের সংস্কৃতি থাকবে না তো কি থাকবে ?
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
142745
জুলকারনাইন সাবাহ লিখেছেন : তাইতো--মাঝে মাঝে ভুলে যাই
191906
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৬
নীল জোছনা লিখেছেন : অনুষ্ঠান অনুষ্ঠানই। সেটা যেই করুন। সব জায়গায় রাজনীতি টেনে আনাটা উচিত নয়।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
142751
জুলকারনাইন সাবাহ লিখেছেন : পনিতো দেখু আহাম্মক--এটা কি রাজনীতি নাকি দেশপ্রেম?

অনুষ্ঠান বাংলাদেশে আর গান-বাজনা-পাত্রপাত্রী সবই ইন্ডিয়ার হবে কেন? আমরা কি হিন্দীভাষী? বাংলায় হলেও না হয় চলতো--এটাই কি বাংলাভাষার মর্যাদা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File