উত্তর প্রদেশে চাপ উপেক্ষা করে কট্টর শিবসেনা নেতার ইসলাম গ্রহণ

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২০ এপ্রিল, ২০১৬, ০৪:৩৬:৩৬ বিকাল





সুশীল কুমার জৈন এখন আব্দুস সামাদ


ভারতে এক কট্টর শিবসেনা নেতা ইসলাম ধর্ম গ্রহণ করায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলির বাসিন্দা সুশীল কুমার জৈন সাবেক জেলা ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। অন্যমতে, তিনি শিবসেনার সাবেক শহর প্রেসিডেন্ট ছিলেন।

আজ (বুধবার) ভারতের গণমাধ্যমে প্রকাশ, সাবেক শিবসেনা নেতা সুশীল কুমার জৈন এখন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে সুশীল কুমার জৈন থেকে আব্দুল সামাদ হয়েছেন। মানসিক শান্তি লাভের আশায় তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি ধর্ম পরিবর্তন করে আব্দুল সামাদ নাম ধারণ করেছেন। ইসলাম ধর্ম অনুসরণ করে তিনি বাকি জীবন অতিবাহিত করতে চান।

সুশীল কুমার জৈন থেকে আব্দুল সামাদ হওয়া ওই ব্যক্তি শুধু ধর্ম পরিবর্তনই করেননি। তিনি এখন রীতিমত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, মসজিদে যান এবং ধারাবাহিকভাবে কুরআন শরীফও পড়ছেন।

একটি সূত্রে প্রকাশ, সুনীল জৈনের ওপর বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল নেতারা ধর্ম পরিবর্তন না করার জন্য চাপ সৃষ্টি করলেও তিনি তা উপেক্ষা করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যখন ‘ঘর ওয়াপসি’ বা ঘরে ফেরানোর কর্মসূচি হাতে নিয়ে যখন পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে, তখন হিন্দুত্ববাদী শিব সেনা সংগঠনের সাবেক নেতা ইসলাম ধর্ম গ্রহণ করায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জৈন ধর্মের অনুসারী তথা সাবেক কট্টর শিবসেনা নেতা সুশীল কুমার জৈন এখন আব্দুল সামাদ হওয়ায় তিনি এখন সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।#



সোর্স:রেডিও তেহরান

বিষয়: আন্তর্জাতিক

১০৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366475
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৮
কুয়েত থেকে লিখেছেন : আল্ হামদু লিল্লাহ! যাকে আল্লাহ চান তাকেই হেদায়ত দান করেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
366500
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৫
শেখের পোলা লিখেছেন : মা শা আল্লাহ৷ আমার নমে একজন যোগ হল৷ধন্যবাদ৷
366506
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
366536
২০ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৯
তট রেখা লিখেছেন : সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারেনা।
366538
২০ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৬
ক্রুসেড বিজেতা লিখেছেন : মা শা আল্লাহ.... শুধু বঙ্গ সন্তানেরা দিন দিন অজ্ঞানী সেজে মডারেট হচ্ছে । ভালো লাগলো- ধন্যবাদ
366563
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:৪১
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আলহামদুলিল্লাহ। নতুন দ্বীনি ভাইকে আল্লাহপাক দ্বীনের উপর অটল রাখুন, আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File