তোমরা যারা তিলকধারী
লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ১২ এপ্রিল, ২০১৪, ০৮:১৫:৪৮ রাত
মাত্র একদিন পরেই পহেলা বৈশাখ।নব
আনন্দে বাঙালী চেতনা নিয়ে ললাটে টিপ
আর লাল বেনারসী সাজে সজ্জিত হওয়ার
প্রস্তুতি নিচ্ছে আমাদের অনেকেরই মা-
বোনেরা।
আজকাল অনেক মুসলিম
নারীরা নিজেকে আকর্ষণীয়
করে তুলতে ব্যবহার করছে এই টিপ।
মনে প্রশ্ন জাগে এই টিপের প্রচলনের ইতিহাস
জানার পরও তারা এই ঘৃণিত
কাজটি করবেন...????
আরেকটিবার জেনে নেই .......
জাতির পিতা ইব্রাহীম (আঃ) কাফিরদের
তাদের বাপ-দাদার
রেখে যাওয়া পৌত্তলিকতার ধর্ম ছেড়ে এক
আল্লাহর প্রতি আহবান করায় তারা ক্ষুদ্ধ
হয়ে শাস্তিস্বরূপ ইব্রাহীম (আঃ)
কে আগুনে নিক্ষেপের পরিকল্পনা করে।
নমরুদের নির্দেশে প্রায় ৮ মাইল জুড়ে বিশাল
এলাকায় দীর্ঘদিন আগুন জ্বালিয়ে প্রকান্ড
অগ্নিকুন্ডলী তৈরি করা হয়।
অগ্নিশিখার তীব্রতা অত্যধিক হওয়ায় কেউ
তার কাছে যেতে পারছিলো না। তাই
তারা
একটি চরকি তৈরি করতে এটাকে চারিদিকে ঘুরিয়ে দুর
থেকে ইব্রাহীম (আঃ) কে আগুনের
মাঝখানে নিক্ষেপের পরিকল্পনা করলো।
কিন্তু ইব্রাহীম (আঃ) কে যখন ঐ চরকির
একপাশে বাধা হলো রহমতের ফেরেশতাগণ
ওই চরকির অন্যপাশে ভর করে ছিল
ফলে চরকি কিছুতেই ঘুরতে পারছিলনা।
চরকি ঘুরছে না দেখে নমরুদ
রাগে,ক্ষোভে,চিন্তায় অস্থির হয়ে পড়লো।
এই সময় ইবলিস মানুষের
বেশে এসে নমরুদকে পরামর্শ দিলো কিছু
বেশ্যা/পতিতাকে এনে উলঙ্গ
করে এই চরকির পাশে বসিয়ে দিলেই
চরকি ঘুরবে। ইবলিসের কথামত নমরুদ কয়েকজন
বেশ্যাদের ডেকে পাঠাল।বেশ্যারা যখনই
চরকির
সামনে উলঙ্গ হয়ে দাঁড়ালো ঠিক তখনই
রহমতের ফেরেশতাগণ ওই
চরকি ছেড়ে দিয়ে চলে গেল।আর তখনই
চরকি ঘুরতে আরম্ভ করলো।
ইব্রাহীম আঃ কে আগুনে নিক্ষেপ করা হলো,
এরপরের কাহিনী সবারই
জানা যে কিভাবে ইব্রাহীম (আঃ)
কে আল্লাহ রক্ষা করেন।
ভবিষ্যতে এই বেশ্যাদের আবারও
কাজে লাগতে পারে,এই ভেবে নমরুদ এদের
কপালে টিপ (তিলক)
পরিয়ে দেয়ার নির্দেশ দিলো যাতে এদের
সহজেই চিহ্নিত করা যায়। তখন থেকেই
প্রতিটি সমাজের বেশ্যাদের মাঝে এ টিপ
প্রথার প্রচলন হয়,যা কালের বিবর্তনে এখন ধর্ম-
বর্ণভেদে সকল নারীদের ভূষণ।
এইভাবেই বেশ্যাদের সাহায্যে আমাদের
জাতির পিতা, মুসলিম জাতির
স্থপতি,আল্লাহর নবী ইব্রাহীম
(আঃ)কে আগুনে নিক্ষেপ করা হয়েছিল।
সুতরাং কপালে টিপ দেওয়া কোন মুসলিম
নারীর জন্য বৈধ নয়।আর নিশ্চয়ই আমাদের
মধ্যে কেউই কোন বেশ্যার স্বামী,ভাই,পিতা
/মাতা হতে চায়না।
তাই এসব গর্হিত কাজ তথা জাহান্নামের
ভয়াবহতা থেকে আমাদের মা,বোন,স্ত্রী,স
ন্তান,আত্মীয়দের
রক্ষার জন্য তাদের সতর্ক করার দায়িত্ব
আমাদেরই।
"হে মুমিনগণ...!!
তোমরা নিজেদেরকে ও তোমাদের
পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন
থেকে বাঁচাও,যার ইন্ধন হবে মানুষ এবং পাথর"
(সূরা তাহরীমঃ০৬)
- Sohan R Chowdhury
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন