''কওমী মাদরাসা'' হতাশার আঁধারে আশার বাতিঘর।

লিখেছেন লিখেছেন নিভৃত চারিণী ০৮ এপ্রিল, ২০১৪, ০১:৫৮:০০ দুপুর



হক্ব-বাতিলের লড়াই চিরন্তর।শত-সহস্র যুগ ধরে যার ধারাবাহিকতা প্রতিয়মান।যখন-ই বাতিল কারো উপর অন্যায়-অবিচার যুলুম-নির্যাতন শুরু করে,সত্যান্বেষী একটি দল তৈরী হয়ে তাদের মোকাবেলায়।যার নেতৃত্ব দিতে যুগে যুগে বহু নবী-রসূল প্রেরিত হয়েছে এ ধরণিতে।রসূল (সাঃ) এর ইন্তেকালের পরও নিভে যায়নি সত্যের বাতি,মন্থর হয়ে যায়নি যানবাজ মুজাহিদের সাহসী গতি।রসূল(সাঃ) চলে গেলেও রেখে গেছেন তাঁর আদর্শ।যারা বরাবরই বাতিলের বিরুদ্ধে লড়েছেন এবং এখনো লড়ে যাচ্ছেন।হাজার বছর পর তৎকালীন বৃটিশ বেনিয়ারা এ বিষয়টি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত নেয়,সমগ্র পৃথিবীর আধিপত্য তাদের চাই।শুরু করে পরাশক্তির অসম খেলা। শুরুতেই ওরা মুসলিম শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্থ করে মাদরাসাগুলো বন্ধ করে দেয় জঘন্য কায়দায়।এরপর আলেম-উলামা হত্যার নির্মম খেলায় মেতে উঠে তারা।হাজার বছর ধরে চলে আসা ইসলামী আদর্শের পরিবর্তে বৃটিশ আদর্শ বাস্তবায়নে গড়ে তোলে শিক্ষা প্রতিষ্ঠান।যেখানে শিক্ষা নিলে নামে মুসলমান থাকবে আদর্শে হবে অমুসলিম।

আপষহীন উলামায়ে কেরাম তার প্রতিবাদে শুরু করেছিলো ইসলামী শিক্ষা বিস্তারের সর্বজনীন আন্দোলন।যার সূচনা ‘দারুল উলূম দেওবন্দা’ যার সাথে মিশে আছে বহু ইতিহাস ঐতিহ্য অবদান।

রাষ্ট্র নয় বরং জাতির সহযোগীতায় জাতির কল্যানে জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত এ কওমী মাদরাসা।যার সিলসিলা আজ অব্দি চলমান। সেই দারুল উলুম দেওবন্দের অনুসরণে ও অনুকরণে বিশ্বময় গড়ে ওঠে হাজারো কওমি মাদ্রাসা।উম্মতের ফায়দার দিকে লক্ষ্য রেখে যদি এর ( সিলেবাস, নিয়মকানুন)কোন পরিবর্তন- পরিবর্ধনের দরকার হয়, তাহলে তার জন্যও বিজ্ঞ আলেম ওলামাগণ রয়েছেন।কারন এসব বিষয় নিয়ে এখন সবাই অনেক সচেতন হয়ে গেছেন।

সুতরাং যারা ‘যদি’/ ‘কিন্তু’/ ‘সুতরাং’ /‘মনে হয়’ /দিয়ে কওমী মাদরাসার বিরোধীতা করতে চায় তারা ভুলে গেছে এটা একটি আদর্শিক লড়াই, যে লড়াইয়ে প্রতিকুলতার আলিঙ্গন নিত্য ঘটনা।

আদর্শহীনরা বার বার আদর্শ বদলায়। কিন্তু আদর্শবানরা শত প্রতিকুলতা সহ্য করেও নিজ আদর্শে অটল থাকে। দিশেহারা জাতিকে আশার আলো দেখাতে কওমী মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই। জাগতিক শিক্ষার গহীন অন্ধকারে নিজ আলোয় আলোকিত হয়ে আছে কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থা।



বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204416
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৭
বিন হারুন লিখেছেন : ধন্যবাদ, বেশ ভাল লাগল. Rose
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৯
153488
নিভৃত চারিণী লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck
204430
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ। কওমি মাদ্রাসার সবচেয়ে বড় অসুবিধাটি হচ্ছে একানে নিজস্ব চিন্তাভাবনার বিষয়টি কম শিখান হয়।
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৬
153497
নিভৃত চারিণী লিখেছেন : হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। ইনশাআল্লাহ এই বিষয়টাও একদিন ঠিক হয়ে যাবে বলে আমি আশাবাদী।
204432
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
153621
নিভৃত চারিণী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Good Luck
204449
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
নীল জোছনা লিখেছেন : আধুনিক যুগে কওমী মাদ্রাসা ধুয়ে পানি খাওয়াও যাবে না। তারা দেশের কোন কাজে আসছে সেটা একটু বলেন তো?
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৮
153622
নিভৃত চারিণী লিখেছেন : যে পানিটা আপনি পান করছেন ,সেই পানিটা হালাল না হারাম তারই সন্ধান দিচ্ছেন উনারা। Smug Smug Smug

ধন্যবাদ।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৩
162586
সুমাইয়া হাবীবা লিখেছেন : মাদরাসা ধুয়ে পানি খাওয়ার জিনিস না। নিজের জীবনে ধারন করার জিনিস..এর সুশিক্ষায় নিজেকে মানুষ করার জিনিস..দেশটা যখন রসাতলে যাচ্ছে তখন দেশের মানুষকে শেষ এবং প্রকৃত রজ্জু আকড়ে পতন ঠেকাবার পথ বাতলে দিচ্ছে মাদরাসার দ্বীনি শিক্ষা। আলেমদের অসম্মান করবেননা। আলেমদের অসম্মান আল্লাহ সহ্য করেননা বোন।
204462
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২০
হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৮
153623
নিভৃত চারিণী লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck Good Luck
204510
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১১
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : "আদর্শহীনরা বার বার আদর্শ বদলায়। কিন্তু আদর্শবানরা শত প্রতিকুলতা সহ্য করেও নিজ আদর্শে অটল থাকে।"

আসলেই তাই! ভালো লাগলো। ধন্যবাদ। Praying Praying Praying Praying
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
153624
নিভৃত চারিণী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপুনি !
আমার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগতম।Love Struck Love Struck
204538
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। কওমী মাদ্রাসা ইসলামের মুলধারাটাকে ধরে রাখার চেষ্টায় প্রতিনিয়ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে যাছ্ছে ।
আপনার পোষ্টের সাথে সহমত।
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২৭
153777
নিভৃত চারিণী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম।
ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck
204563
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
শিশির ভেজা ভোর লিখেছেন : আইছে তেপুরানা সিলেবাস নিয়ে এখনো যাদের বসবাস সেই কওমীদের ফিরিস্তি গাইতে। মসজিদে আজান দেয়া আর নামাজ পড়ানো ছাড়া ওরা আর কি করতে পারছে?
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৩০
153779
নিভৃত চারিণী লিখেছেন : তেপুরানা সিলেবাস নিয়ে আছি বলেই এখনো আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলি। Straight Face
মসজিদে আজান আর নামায পড়াতে পারি বলেই জন্মের পরে আর মৃত্যুর পরে মুসলমানদেরকে আমাদের কাছেই ধর্না দিতে হয়। Straight Face
আর কিছু বললাম না। চোখ কাং খোলা রাখেন দেখতে পাবেন আমরা কি পারছি, আর কি পারছি না। ধন্যবাদGood Luck Good Luck
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৭
162588
সুমাইয়া হাবীবা লিখেছেন : শিশির ভেজা ভোর কে বলছি-পুরোন সিলেবাস দিয়ে কওমীরা সত্যিই অনেক পিছিয়ে আছে। মানলাম। কিন্তু আপনি কি করেছেন তাদের এগিয়ে আনার জন্য! কি উদ্দ্যোগ নিয়েছেন তাদের জনশক্তিতে পরিনত করার! আর আপনি যে দুটি কাজের কথা বললেন সে দুটি কাজই যে মুসলমানদের সবচেয়ে সম্মানজনক কাজ সেটা কি জানা নেই? নাকি মুসলমানিত্বটাকেই অসম্মানজনক মনে করেন আপনি? তাহলে অবশ্য ভিন্ন কথা।
204570
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
মুিনর লিখেছেন : কাওমী মাদ্রাসায় মুল ধারার আদর্শ শিখায় সেটা ঠিক আছে। কিন্তু সেই মুল ধারার আদর্শ কওমী মাদ্রাসার ভাইয়েরা সমাজের কতটুকু কাজে লাগাতে পারতেছে? কওমী মাদ্রাসার ভাইদের উচিত হবে তাদের সমস্ত একগেঁয়েমীকে দুরে ঝেড়ে ফেলে সমাজে তাদের মুল ধারার আদর্শকে বাস্তবায়ন করা। আমি মুল ধারার আদর্শ বলতে রাসুলে করিম (সঃ) এর আদর্শকে বুঝাতে চেয়েছি। সত্য কথা বলতে কি আমার শিক্ষা জীবনের বেশীরভাগ সময় কওমী মাদ্রাসাতেই কাটাইয়েছি। তাই ঐ শিক্ষার প্রতি আমার একটু দুর্বলতা আছে।
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৪
153781
নিভৃত চারিণী লিখেছেন : জানিনা আপনি একগেয়েমী বলতে কি বুঝিয়েছেন।তবে ভালো মন্দ ভুল-ভ্রান্তি সবখানেই থাকে।কারণ মানুষ তো আমরা।Smug Smug

ধন্যবাদ।Good Luck Good Luck
১০
204626
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৪
153782
নিভৃত চারিণী লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
১১
205292
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
অজানা পথিক লিখেছেন : ক্বওমী মাদরাসা গুলো বাংলাদেশের মুসলমানদের জন্যে বিরাট নেয়ামত কোন সন্দেহ নেই। এ মাদরাসাগুলো যেন মুসলিম উম্মার বিভক্তীর নয় ঐক্যের প্রতীক হয় সেটি সকল নিষ্ঠাবান ঈমানদারের প্রত্যাশা
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
154186
নিভৃত চারিণী লিখেছেন : কারেক্ট !!!
অনেক ধন্যবাদ আপনাকে।
১২
209260
১৭ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৯
আহ জীবন লিখেছেন : জেনারেল লাইন এর সবাই নিজের মেধা,পড়ালেখার মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে জীবন ধারন করছে। কারন তাদের জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে বা আছে।

ওদের ক্ষেত্র তো অল্প কয়েক টা পদ ছাড়া নাই।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১২:০৩
157828
নিভৃত চারিণী লিখেছেন : পদ নিয়ে ভাবছিনা আমরা।আসল পদ তো আখেরাতে দেখা যাবে।

ধন্যবাদ।
১৩
209503
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৫
আহ জীবন লিখেছেন : হাঁ, এটা তো অবশ্যই। তবে দুনিয়া আখেরাতের শস্য ক্ষেত্র। এখান থেকে অবশ্যই ভালো কিছু করে যেতে হবে। ভালো ভাবে বেছে থাকতে তো আল্লাহ মানা করেন নি ।

ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৬
160909
নিভৃত চারিণী লিখেছেন : সাহাবায়ে কেরাম দুনিয়াতে যতটা ভালো থেকেছেন, ঠিক ততোটা ভালো থাকলেই আমাদের চলবে। কারণ নবীজিকে আল্লাহ তা'য়ালা ওহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা নাকচ করেছেন।তবে আল্লাহ যদি চান আমি শান সওকতে থাকি, তাহলে অন্যরা চাইলেও আমাকে নিচু করতে পারবে না।
১৪
212634
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩২
আহ জীবন লিখেছেন : হ্যাঁ। আমরা ও চাই ঠিক ততটাই।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
160917
নিভৃত চারিণী লিখেছেন : ধন্যবাদ Happy
১৫
214308
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : কিছু ক্ষেত্রে কিছু মতামতে কিছু চিন্তায় হয়তো আপনার সাথে দ্বিমত আছে তবে বেসিকে একদম একমত! আলেমরাই যুগের শ্রেষ্ঠ সম্পদ। জাতীর কান্ডারী। আল্লাহ এই কান্ডারীদের সঠিক জ্ঞান বুঝার তৌফিক দিন, তাদের কাজে বরকত দিন। তবে আপনার মত যারা ভাবছেন চিন্তাশীল মানুষ তাদের অনেকিছু করবার আছে কওমী মাদরাসার জন্য। উস্কানীদাতাদের উস্কানীতে পা না হড়কে শান্ত মাথায় ধৈর্য ধারন করে সঠিক সিদ্ধান্ত নিন, নিজের কাজ করে যান। আল্লাহ অবশ্যই রহমত করবেন।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৭
163857
নিভৃত চারিণী লিখেছেন : সেদিনের অপেক্ষাতেই আছি আপুনি।
অজস্র ধন্যবাদ তোমাকে।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File