অন্তরের চিকিৎসা।
লিখেছেন লিখেছেন নিভৃত চারিণী ০৪ মার্চ, ২০১৪, ০৬:১৩:৫২ সন্ধ্যা
অন্তরের রোগ হল সবচেয়ে জটিল রোগ। যে অন্তরকে দমাতে পারেনা সে কখনোই তাঁর জীবনে পূর্ণতা লাভ করতে পারেনা।জীবনের স্বর্ণ শিখরে পৌঁছার জন্য অন্তর বা মনকে আয়ত্ব করা অত্যন্ত জরুরী একটা বিষয়। মন মতো চলে কেউই কখনো বড় হতে পারেনাই। সবসময়ই তকে কোন না কোন নিয়মের আওতায় থেকেই পথ চলতে হয়।
দেখেন সাহাবায়ে কেরামগণ কিভাবে নিজেদের নফসের উপর কঠোরতা অবলম্বন করতেন। নিম্নে দু'টি ঘটনার বর্ণনা দেয়া হল।
একবার হজরত উমর (রাঃ) কোমরে পানির মশক বহন করে মুসলমানদের পানি পান করাচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন , এত লোক থাকতে আপনার এ কাজ করার কারণ কী ? তখন তিনি বললেন, কয়েকজন লোক এসেছিলেন আমার কাছে।তারা আমার উচ্ছসিত প্রশংসা করছিলেন।এতে আমার অন্তর খুশি হয়েছিলো।তাই আমি এই কাজ করে আমার নফসকে শিক্ষা দিচ্ছি।
আরেক রেওয়ায়েতে আছে, হজরত আলী (রাঃ) একটি জামা পরলেন।জামাটি খুবই সুন্দর ছিল।এতে তাঁর মন আকৃষ্ট হল। তখন তিনি জামার দু'টি আস্তিনের অংশ কেটে ফেললেন।যাতে তার সৌন্দর্য লোপ পায়। আর এতে করে নফসকে কাবু করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য।
আসুন আমরাও আমাদের মনকে নিয়ন্ত্রণ করি,
শরীয়ত মোতাবেক জীবন গড়ি। ; ; ;
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
অল্প কথায় বেশ গুরুত্বপূর্ণ পোষ্টটি পড়লাম।
অনেক ধন্যবাদ আপু।
খুব ভাল লাগল। ধন্যবাদ
আপনার ভালো লেগেছে বলে আমারও খুশি লাগছে। ধন্যবাদ ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন