স্বাধীন মানে নয়তো কোনো চোখের কোণে জল
লিখেছেন লিখেছেন উম্মে আদনান ০২ মার্চ, ২০১৪, ০৭:২৮:৪২ সন্ধ্যা
স্বাধীন মানে স্বাধীনতা স্বাধীন মানে বল
স্বাধীন মানে নয়তো কোনো চোখের কোণে জল।
স্বাধীন মানে আকাশ ছোয়া রক্তে কেনা জয়
স্বাধীন মানে নিশ্চয়তা না হারাবার ভয়।
স্বাধীন মানে অর্জিত এক স্বর্ণোজ্জ্বল আসন
স্বাধীন মানে নয়তো কোনো স্বৈরাচারীরর শাসন।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পেলামনা তার দেখা৷
বোধ হয় তাহা মরিচিকা আর,
কাগজের পরে লেখা৷
মন্তব্য করতে লগইন করুন