প্রথম আঘাতেই ধৈর্য ধারন করতে হয়।
লিখেছেন লিখেছেন মদীনার আলো ০২ মার্চ, ২০১৪, ০৭:৩২:১০ সন্ধ্যা
হযরত সাবিত বুনানী (রঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাঃ) কে তাঁর পরিবারের একজন মহিলাকে এ মর্মে বলতে শুনেছি যে, তুমি কি অমুক মহিলাকে চেন? সে বলল, হ্যাঁ। হযরত আনাস (রাঃ) বললেন, একবার রাসূলূল্লাহ (সাঃ) তার নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তখন একটি কবরের পাশে কাঁদছিল। রাসূলূল্লাহ (সাঃ) তাকে বললেন, আল্লাহ্ কে ভয় কর এবং ধৈর্য ধারন কর। তখন সে বলল, আমার কাছ থেকে সরে যাও, কেননা, তুমি আমার মুসীবত থেকে মুক্ত। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলূল্লাহ (সাঃ) তাকে অতিক্রম করে চলে গেলেন। এ সময় অপর লোক তার পাশ দিয়ে যাচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করল, রাসূলূল্লাহ (সাঃ) তোমাকে কি বললেন? স্ত্রীলোকটি বলল, আমি তো তাঁকে [রাসূলূল্লাহ (সাঃ)-কে] চিনতে পারিনি। লোকটা বলল, ইনিই তো রাসূলূল্লাহ (সাঃ)! তিনি বললেন, পরে সে (স্ত্রীলোকটি) রাসূলূল্লাহ (সাঃ) এর দরজায় আসল। তবে দরজায় কোন দারোয়ান দেখতে পেলনা। তখন সে বলল, ইয়া রাসূলূল্লাহ (সাঃ)! মহান আল্লাহর শপথ! আমি আপনাকে চিনতে পারিনি। রাসূলূল্লাহ (সাঃ) বললেন, প্রথম আঘাতেই ধৈর্য ধারন করতে হয়।
[আহকাম অধ্যায় ::
সহিহ বুখারী :: খন্ড ৯ :: অধ্যায় ৮৯ :: হাদিস ২৬৮]
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন