শৈশব নিয়ে লিখতে গিয়েও পারলাম না
লিখেছেন লিখেছেন উম্মে আদনান ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৪১:১৪ সন্ধ্যা
কিছুদিন হলো লক্ষ্য করছি ব্লগে যেন পাল্লা দিয়ে শৈশবের কাহিনী বর্ণনা চলছে। এক বন্ধুর কাছে শুনলাম পাল্লা নয়, টুডে ব্লগে শৈশব মেলা চলছে। দারুণ!!
ব্লগার হিসেবে আমি শুধু যে নবীন তা-ই নয়, একেবারে আনাড়িও। ব্লগে পড়ার জন্যই শুধু আসা হয়, কখনও হয়তো কারো লেখায় মন্তব্য করি, তবে তা খুবই বিরল। তবে ইচ্ছে হয় নিয়মিত হওয়ার কিন্তু উপায় নেই। সংসার আর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ আমার জগত।
আজ মনে হলো- সবাই যেহেতু শৈশব নিয়ে লিখছে, আর আমিও যেহেতু স্বপ্নের শৈশব অতিক্রম করেছি; তাই এ বিষয়ে কিছু লিখি। কিন্তু না; লিখতে বসে দেখলাম, কাজটা শুধু কঠিন নয়, আমার জন্য প্রায় অসম্ভব একটি বিষয়।
অপরের লেখা পড়ে তার গুণাগুণ বর্ণনা যত সহজ, নিজে থেকে কিছু লেখা ততটাই যেন কঠিন।
আমার শৈশব কেটেটে গুড় নদীর তীরে এক অজপাড়া গা-এ। শৈশবে খুব একটা দুষ্ট হয়তো ছিলাম না, তবে শাপলা তোলা, ঝিনুক কুড়ানো, মাঝ ধরা, সাতরিয়ে নদীর এপার-ওপার করা এগুলো ছিল মামুলি বিষয়। একবার নদীতে হাস ধরতে গিয়ে প্রায় অচেতন হয়ে পরেছিলাম। সেসব কথা মনে হলে এখন হাসি পায়।
যা-ই হোক! বলেছি যে, শৈশব শুধু নয়, কোনো বিষয় নিয়েই লেখা আমার কম্ম নয়। তবুও ব্লগে আছি, থাকবো আর বিখ্যাত সব ব্লগারদের ব্লগ পড়ে সময় কাটানোর ইচ্ছা রইলো।
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা যদি কোনো লেখা হয়ে থাকে তাহলে লেখা শুরু করা যায়!!!!!!!!!
হা হা হা
শেষ করতেই হবে।
আপনার লেখা মোটেও নতুনদের মতো নয়। আপনার লেখা যথেষ্ঠ সুন্দর, লিখতে থাকুন আপু। আর সম্ভব হলে বেশি বেশি মন্তব্য করুন।
এই পোস্টেতো আপনি কিছু না লিখেও অনেক কিছু বর্ননা করতে সক্ষম হয়েছেন শৈশব নিয়ে। যেটা আমার দ্বারা এখনও সম্ভব হয়ে উঠে নি। চিন্তা করবেন না একদম, আপনার মতো আমিও আনাড়ি। লিখতে পারি না তেমন কিছু। তবুও মাঝেমধ্যে চেষ্টা করি। আপনিও চেষ্টা করুন।
সাথেই থাকবো ইনশাআল্লাহ্। ধন্যবাদ আপনাকে
আপনার লেখাও আমি পড়েছি। নামে (সূর্যের পাশে হারিকেন) আর মন্তব্যে যতই বিনয় প্রকাশ করুন না কেন, মুলত আমি কিন্তু আপনাদের পাশে সূর্যের পাশে মোমবাতি বৈ নই।
তবে চেষ্টা করবো আপনার উপদেশ পালন করার।
যাজাকাল্লাহ খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখেরাহ।
মন্তব্য করতে লগইন করুন