কোন নির্বাচিত লেখাকে ষ্টিকি করে রাখার সময় কতদিন পর্যন্ত?

লিখেছেন লিখেছেন মাহমুদুর রহমান ০৩ অক্টোবর, ২০১৪, ০৮:০৯:৫৪ সকাল

বলতে দ্বিধা নেই বর্তমানে বাংলা ভাষাতে শীর্ষস্থানীয় ব্লগ সাইট হচ্ছে টুডে ব্লগ। এখানে দেশ বিদেশে অবস্থানরত অনেক মেধাবী লেখক তাদের চিন্তা শক্তি শেয়ার করে ব্লগে অনেক সুন্দর সুন্দর এবং মানসম্মত সাহিত্যরসে ভরা লেখা উপহার দিয়ে পাঠকদের মনের খোরাক যুগিয়ে যাচ্ছে।

তুলনামূলকভাবে অধিক মান সম্মত লেখাগুলোকেই ষ্টিকি করে রাখে লেখার গুরুত্ব বিবেচনার। এক্ষেত্রে টুডে কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে থাকে ষ্টিকি পোস্ট নির্বাচিত করার ক্ষেত্রে। তাদের আন্তরিকতা লক্ষ্য করার মতোই।

তবে একটা বিষয়ে পাঠকের মনে প্রশ্নের উদ্রেক সৃষ্টি করছে। কোন পোষ্টকে কতদিন ধরে ষ্টিকি রাখা হবে? কোন লেখককে অবমূল্যায়ন কিংবা কাউকে ছোট করা উদ্দেশ্য নয়। আমি এ লেখাটি যখন মোবাইলে লিখতেছি তখনও আমার প্রিয় ব্লগার জনাব মামুন ভাইয়ের একটি লেখা বেশ কয়েকদিন ধরে ষ্টিকি করে রাখা আছে। আরো একটি লেখাও একইভাবে ষ্টিকি রাখা আছে। আমি মামুন ভাইয়ের লেখাটি পড়েছি। ওনার প্রায় লেখাই আমি পড়ি। যদিও মন্তব্য করা হয় না। তার প্রতিটি পোষ্ট আমার ভাল লাগে।

কিন্তু কথা হচ্ছে কোন ভাল নির্বাচিত লেখাকে কতদিন ধরে ষ্টিকি রাখতে হবে? এতে করে পাঠকদের মনে বিরুপ ধারনা সৃষ্টি হবে না তো?

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271069
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : হয়তো এই ব্লগের কোন ধরা বাঁধা কোন সময় নেই। ইচ্ছেমত সব করবেন মডুরা। তবে আমার মতে সর্বোচ্চ ৩৬ ঘন্ট রাখা উচিত্‍।
271078
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৩
ইমরান ভাই লিখেছেন : যতদিন রেগুলেটররা চান ততদিন তারা ঝুলাবে এটাই তো স্বাভাবীক।
271079
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৮
ফেরারী মন লিখেছেন : মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : হয়তো এই ব্লগের কোন ধরা বাঁধা কোন সময় নেই। ইচ্ছেমত সব করবেন মডুরা। তবে আমার মতে সর্বোচ্চ ৩৬ ঘন্ট রাখা উচিত্‍।

সহমত
271083
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৯
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আমি সবসময়েই একটু পর্দার আড়ালে থাকতে চাই। সেই কলেজ জীবন থেকেই পিছনের বেঞ্চের একমাত্র ছাত্র আমি। Happy
তবে এবারে আমার লিখাটি স্টিকি করাতে যারপরনাই আমিও লজ্জা পেলাম। সবার সামনে চলে আসতে বাধ্য হলাম। আর বাকিটুকু নিয়ে এলেন আপনি Happy
ধন্যবাদ রইলো আপনি আমার পোষ্ট পড়েন এবং আপনার ভালো লাগে এটা জেনে।
অনেক শুভেচ্ছা ।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Rose Rose Good Luck
271086
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ফেরারী মন লিখেছেন : মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : হয়তো এই ব্লগের কোন ধরা বাঁধা কোন সময় নেই। ইচ্ছেমত সব করবেন মডুরা। তবে আমার মতে সর্বোচ্চ ৩৬ ঘন্ট রাখা উচিত্‍।
271102
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩২
অসহায় মুসাফির লিখেছেন : ব্লগে এসে প্রথমেই যে ক'জন ব্লগারের নিত্য নতুন সৃষ্টিশীল কাজ খুঁজে বেড়ায় মামুন ভাই তাদের অন্যতম।
271109
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৭
পবিত্র লিখেছেন : দিনের পর দিন এভাবে খুবি পছন্দের পোস্টটিও ঝুলিয়ে থাকতে দেখলে বিরক্ত লাগবে। Hypnotised Chatterbox
271116
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০১
সুশীল লিখেছেন : অসহায় মুসাফির লিখেছেন : ব্লগে এসে প্রথমেই যে ক'জন ব্লগারের নিত্য নতুন সৃষ্টিশীল কাজ খুঁজে বেড়ায় মামুন ভাই তাদের অন্যতম।
271148
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৯
আফরা লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত ।এটা খুবই বিরক্তি কর । আমার মতে ২৪ ঘন্টার বেশি ঝুলিয়ে রাখা উচিত নয় ।ধন্যবাদ আপনাকে ।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
215286
ইমরান ভাই লিখেছেন : মডুআপা, তাহলে চেঞ্জকরে দিলেই তো হয় Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File