বিয়ের গল্প পোস্টের সময় ওভার হয়ে গেছে তাই শিরোনামহীন হৃদয়ের কথা।

লিখেছেন লিখেছেন মাহমুদুর রহমান ০৩ মার্চ, ২০১৪, ০৪:৪১:০৩ বিকাল

চির অমায়িক, বর্ননাতীত বিনয়া, ঈর্ষণীয় ভদ্র, শান্ত ও চুপচাপ স্বভাবের খুবই মেধাবী যে অতুলনীয়া মানুষটির চমৎকার ব্যবহার আর আচার-আচারণ হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায় তাকে লক্ষ্মী না বলে আর কি ই বা বলা যায়!

বেশ পড়ুয়া, স্বল্পভাষীনী, উচ্ছল, প্রানবন্ত, হাসিখুশি, তাজাপ্রাণ, কৌতুহলী, বুদ্ধিমতি, সরলপ্রানা, দারুণ সত্যশ্রয়ী। আরো কত কি গুনে গুনান্নিতা তা বলে বা লিখে শেষ করা আমার পক্ষে কষ্টসাধ্যই নয় শুধু অনেকটা অসম্ভবও বটে।

প্রতিনিয়ত তার সাহচর্যে এসে কতভাবেই না নিজেকে সমৃদ্ধ করছি তার ইয়ত্বা নেই। তার মাঝে কোন ধরনের বাড়াবাড়ি, উশৃঙ্খলতা কিংবা অসুন্দর কখনোই স্থান পায়নি। যা শুধু আমার কথা নয়, তার এক নিকটতম প্রতিবেশী এভাবে বলেন ”এত ভাল মানুষ খূঁজে পাওয়া ভার, সত্যিই হাজারে একজন। সব চেয়ে উল্লেখযোগ্য দিক হলো অতি আধুনিক সমাজের নষ্টতা আর নোংরামির মাঝেও সে ঐতিহ্যগতভাবে ধার্মিক। ব্যক্তিত্ববান, উচ্চ শিক্ষিতা ও উন্নত নৈতিকতাবোধ সম্পন্না বাবা-মা’র সুযোগ্যা উত্তরসুরী হিসেবে নিজেকে গড়ে তুলেছে।

মার্জিত রুচিবোধের যে প্রভাব তার কথাবার্তা, চাল-চলন ও অবয়বে, সংযম-সচেতনতা ও ভদ্রতায় প্রতিভাত হয় তা সত্যিই মোহনীয়। তার হৃদ্যতা, আন্তরিকতা, মমত্ববোধ, পরিচ্ছন্ন ভাবনা, শ্রদ্ধাবোধ, স্পষ্টবাদিতা আমায় যারপরনাই মন্দ্রমুগ্ধ করেছে। ভাল মানুষের সংজ্ঞা দিতে গিয়ে এরকম কারো নাম উদাহরণের স্থানে না রাখলে সংজ্ঞাটি যথার্থ হবে না বললে অত্যুক্তি হবে না।

সে ই না যদি প্রানাধিক প্রিয় মানুষ হয় তবে আর কে? তাই তো অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের মনি কোটা হতে তাকে ভাল জানি খু-উ-উ-উ-উ-ব করে। যা আমায় মহান প্রভূকে ভালবাসতে শেখায়, তাঁর প্রতি পরম শ্রদ্ধায় আর নত শিরে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রেরণা জোগায় বারংবার।

নিযুত তারকারাজির মাঝে উজ্ঝল ধ্রুবতারা হয়ে মেঘ ঢাকা সুর্যের হাসি হেসে অসুস্থতার অসহনীয় যন্ত্রণায় কাতর আশাহত, নিপীড়িত মানুষগুলোর মুখে প্রাণ ভরা হাসি ফোটাতে, হৃদয়ে প্রশান্তির নির্মল সমীরণ বইয়ে দিতে-নিস্প্রভ প্রদীপে উজ্জ্বল শিখা প্রজ্জ্বলনে তুমি হবে অন্যতম নির্ভরযোগ্য অবলম্বন। পরম করুণাময়ের কাছে এ স্বতঃফূর্ত প্রাথনা অনুক্ষণ।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186215
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
আবু আশফাক লিখেছেন : ভালো লিখেছেন। ভালো লাগলো, ধন্যবাদ।
০৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৪
138053
মাহমুদুর রহমান লিখেছেন : মূল্যবান সময় খরচ করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
186371
০৪ মার্চ ২০১৪ রাত ০৩:১৬
ভিশু লিখেছেন : সিমপ্লি অসাধারণ!
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
আরো লিখা পড়তে চাই আপনার!
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৬
138230
মাহমুদুর রহমান লিখেছেন : গরীবের ব্লগ পাতায় আগমণ এবং সময় খরচ করে ব্লগটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ইনশায়াল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে ভাল কিছু যেন লিখতে পারি।
০৪ মার্চ ২০১৪ দুপুর ১২:২৮
138272
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনে কি কথাডা হাচাঁ কইলেন? আপনের কেমনে ভাল লাগলো হেইডাই তো মাথায় ঢুকে না! আরো লিখা পড়ইবার চান!!!
ঠিক আছে- প্রেয়োজন নজরুল-লবীন্দ্রনাথের সাহিত্য ভান্ডার থিইক্যা চুরি করে নিয়ে আসা হোক।
186395
০৪ মার্চ ২০১৪ সকাল ০৫:১৩
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৭
138231
মাহমুদুর রহমান লিখেছেন :
Good Luck Good Luck Good Luck Good Luck
মূল্যবান সময় খরচ করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
186414
০৪ মার্চ ২০১৪ সকাল ০৭:১৩
রাইয়ান লিখেছেন : অসাধারণ সুন্দর লেখা.... Day Dreaming Day Dreaming Day Dreaming Rose Rose Rose
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৮
138232
মাহমুদুর রহমান লিখেছেন : পাতায় আগমণ এবং সময় খরচ করে ব্লগটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
186818
০৪ মার্চ ২০১৪ রাত ০৯:০১
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল খুউউব।
০৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৯
139277
মাহমুদুর রহমান লিখেছেন : ব্লগটি আপনার ভাল লাগায় আমিও খুশী হলাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।
186975
০৫ মার্চ ২০১৪ রাত ০৩:১৭
বৃত্তের বাইরে লিখেছেন : মন ছুঁয়ে যাওয়া অসাধারণ একটা লেখা। খুব ভালো লাগলো Good Luck Rose Rose Day Dreaming Day Dreaming
০৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৫২
139278
মাহমুদুর রহমান লিখেছেন : আপনার লেখা আরো বেশী সুন্দর। আমার এই লেখাটি অনেকদিন আগের লেখা একটি চিঠির খানিকটা পরিবর্তন ও পরিমার্জন করে পোস্ট করেছিলাম। আমার ব্লগ পাতায় আগমনের জন্য নিজেও ধন্য হলাম আপনাকেও ধন্যবাদ দিলাম।
187055
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:২০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অসাধারন! Rose Rose Rose
০৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৬
139281
মাহমুদুর রহমান লিখেছেন : আপনাদের মত সেলিব্রিটি ও বিখ্যাত লেখিকাদের মুখে আমাদের মত নালায়েকদের লেখার প্রসংশা শুনলে মনে সন্দেহ জাগে- আসলেই লেখাতে কোন ভুল করেছি কিনা। আপনার মত মহান ব্যক্তিত্বাদের আগমনে নিজেও ধন্য হলাম আপনাকেও ধন্যবাদ দিলাম।
০৭ মার্চ ২০১৪ সকাল ০৮:৪১
139636
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সেলিব্রিটি ও বিখ্যাত লেখিকা, মহান ব্যক্তিত্ব ... জ্বী ভাই, আপনি ভুল করেছেন Straight Face
আমি একজন লায়েক পাঠক মাত্র, তাই ভাল লেখায় ভাল মন্তব্য করি, আবার ভুল হলে ধরিয়েও দেই Happy
189348
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর সুন্দর সুন্দর
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৬
147147
মাহমুদুর রহমান লিখেছেন : আপনাকে ধন্যবাদ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File