বিয়ের গল্প পোস্টের সময় ওভার হয়ে গেছে তাই শিরোনামহীন হৃদয়ের কথা।
লিখেছেন লিখেছেন মাহমুদুর রহমান ০৩ মার্চ, ২০১৪, ০৪:৪১:০৩ বিকাল
চির অমায়িক, বর্ননাতীত বিনয়া, ঈর্ষণীয় ভদ্র, শান্ত ও চুপচাপ স্বভাবের খুবই মেধাবী যে অতুলনীয়া মানুষটির চমৎকার ব্যবহার আর আচার-আচারণ হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায় তাকে লক্ষ্মী না বলে আর কি ই বা বলা যায়!
বেশ পড়ুয়া, স্বল্পভাষীনী, উচ্ছল, প্রানবন্ত, হাসিখুশি, তাজাপ্রাণ, কৌতুহলী, বুদ্ধিমতি, সরলপ্রানা, দারুণ সত্যশ্রয়ী। আরো কত কি গুনে গুনান্নিতা তা বলে বা লিখে শেষ করা আমার পক্ষে কষ্টসাধ্যই নয় শুধু অনেকটা অসম্ভবও বটে।
প্রতিনিয়ত তার সাহচর্যে এসে কতভাবেই না নিজেকে সমৃদ্ধ করছি তার ইয়ত্বা নেই। তার মাঝে কোন ধরনের বাড়াবাড়ি, উশৃঙ্খলতা কিংবা অসুন্দর কখনোই স্থান পায়নি। যা শুধু আমার কথা নয়, তার এক নিকটতম প্রতিবেশী এভাবে বলেন ”এত ভাল মানুষ খূঁজে পাওয়া ভার, সত্যিই হাজারে একজন। সব চেয়ে উল্লেখযোগ্য দিক হলো অতি আধুনিক সমাজের নষ্টতা আর নোংরামির মাঝেও সে ঐতিহ্যগতভাবে ধার্মিক। ব্যক্তিত্ববান, উচ্চ শিক্ষিতা ও উন্নত নৈতিকতাবোধ সম্পন্না বাবা-মা’র সুযোগ্যা উত্তরসুরী হিসেবে নিজেকে গড়ে তুলেছে।
মার্জিত রুচিবোধের যে প্রভাব তার কথাবার্তা, চাল-চলন ও অবয়বে, সংযম-সচেতনতা ও ভদ্রতায় প্রতিভাত হয় তা সত্যিই মোহনীয়। তার হৃদ্যতা, আন্তরিকতা, মমত্ববোধ, পরিচ্ছন্ন ভাবনা, শ্রদ্ধাবোধ, স্পষ্টবাদিতা আমায় যারপরনাই মন্দ্রমুগ্ধ করেছে। ভাল মানুষের সংজ্ঞা দিতে গিয়ে এরকম কারো নাম উদাহরণের স্থানে না রাখলে সংজ্ঞাটি যথার্থ হবে না বললে অত্যুক্তি হবে না।
সে ই না যদি প্রানাধিক প্রিয় মানুষ হয় তবে আর কে? তাই তো অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের মনি কোটা হতে তাকে ভাল জানি খু-উ-উ-উ-উ-ব করে। যা আমায় মহান প্রভূকে ভালবাসতে শেখায়, তাঁর প্রতি পরম শ্রদ্ধায় আর নত শিরে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রেরণা জোগায় বারংবার।
নিযুত তারকারাজির মাঝে উজ্ঝল ধ্রুবতারা হয়ে মেঘ ঢাকা সুর্যের হাসি হেসে অসুস্থতার অসহনীয় যন্ত্রণায় কাতর আশাহত, নিপীড়িত মানুষগুলোর মুখে প্রাণ ভরা হাসি ফোটাতে, হৃদয়ে প্রশান্তির নির্মল সমীরণ বইয়ে দিতে-নিস্প্রভ প্রদীপে উজ্জ্বল শিখা প্রজ্জ্বলনে তুমি হবে অন্যতম নির্ভরযোগ্য অবলম্বন। পরম করুণাময়ের কাছে এ স্বতঃফূর্ত প্রাথনা অনুক্ষণ।
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
আরো লিখা পড়তে চাই আপনার!
ঠিক আছে- প্রেয়োজন নজরুল-লবীন্দ্রনাথের সাহিত্য ভান্ডার থিইক্যা চুরি করে নিয়ে আসা হোক।
মূল্যবান সময় খরচ করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি একজন লায়েক পাঠক মাত্র, তাই ভাল লেখায় ভাল মন্তব্য করি, আবার ভুল হলে ধরিয়েও দেই
মন্তব্য করতে লগইন করুন