ইতিহাসের পাতায় স্থান পাওয়া দ্বিতীয় মীর জাফরের বেফাস বয়ান
লিখেছেন লিখেছেন মাহমুদুর রহমান ১৭ জুন, ২০১৪, ০৫:২৩:০২ বিকাল
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম কুলাঙ্গার এবং ধূর্ত অফিসার হিসেবে পরিচিতি পাওয়া সাবেক সেনাপ্রধান স্ব-ঘোষিত জেনারেল মঈন উ আহমেদের বর্তমান অবস্থা এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা সাপ্তাহিক ঠিকানা।
উক্ত সপ্তাহিকীতে দাবী করেছে সে নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চায়নি।
বাংলার ইতিহাসের দ্বিতীয় মীর জাফর সেনাপ্রতি মইন ইউ আহমদ ঠিকানার সাথে সাক্ষাৎকারে বলেছেন-
১/১১-এর পর কখনও প্রেসিডেন্ট হওয়ার কথা ভেবেছেন কিনা প্রশ্নের উত্তরে মঈন বলেন, কখনও ভাবিনি। কোনোদিন প্রেসিডেন্ট হতে চাইনি। তারপরও অনেকেই এসব কথা ছড়িয়েছেন। মানুষের জানার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো আমি নাকি দেশের প্রেসিডেন্ট হতে চেয়েছিলাম। কিন্তু এর কোনো ভিত্তি ছিল না। এটা শতভাগ মিথ্যা ও বানোয়াট একটা প্রপাগান্ডা ছিল। আমি কোনো দিন দেশের প্রেসিডেন্ট হতে চাইনি। আমি যে প্রেসিডেন্ট হতে চাইনি, সে কথা সাবেক প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহম্মেদ জীবিত থাকতেই একটি জাতীয় দৈনিককে জানিয়েছিলেন।
তিনি স্পষ্ট করেই বলেছিলেন, জেনারেল মঈন কোনোদিন প্রেসিডেন্ট হওয়ার কথা আমাকে বলেননি। এমনকি তার ইচ্ছের কথাও আমাকে জানাননি।
জেনারেল মঈন বলেন, ইয়াজউদ্দিন সাহেব ঠিক কথাটিই বলেছিলেন। আমি প্রেসিডেন্ট হতে চাইলে আর কাউকে না বললেও ড. ইয়াজউদ্দিনকে তো আমার মনের কথাটা বলতে হতো। আসলে ওই ধরনের কোনো পরিকল্পনাই আমার মনের মধ্যে ছিল না।
আসল কথা হচ্ছে এ শয়তানটা বাংলাদেশের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান স্থায়ীভাবে পাকাপোক্ত করে ঠিকে থাকার মত যোগ্যতা না থাকার কারনেই ভারতসহ বাংলাদেশের অস্থিত্ব বিনাশী পঞ্চম বাহিনীর হোতারা তার উপর আস্তা রাখতে না পারার কারনেই তাকে দিয়ে একটি ভয়াবহ জালিয়াতির এক নির্বাচনী নাঠকের মাধ্যমে নব্য ঘসেটি বেগমকে ক্ষমতার মসনদে বসানো হয়। এর পরের কাহিনী তো সব করুণ আর হৃদয়বিদারক ইতিহাস যা সবার জানা।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন