ছোট্ট এপ্রিল ফুল!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০১ এপ্রিল, ২০১৫, ০৩:২২:১৩ দুপুর

আমি তো ভুলেই গিয়েছিলাম আজ পহেলা এপ্রিল! 'বিশ্ব বোকা বানানো দিবস!' কতজনে কত কথা লিখে! ফুল মানে বোকা, এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা! এ দিবসটি নিয়ে আমার কোনো তিক্ত অভিজ্ঞতা নেই। নেই কোনো সুখের স্মৃতি!

'মান গাশশা ফা-লাইসা মিন্না!' যে ধোঁকা দেয় সে আমাদের দলে নয়! ধোঁকাবাজ প্রকৃত ইসলামের অনুসারী নয়। পরিচিত হাদিস। এ দিবসে কেন, যেকোনো দিনে একজন মানুষকে ধোঁকা দেওয়া হারাম। যে ধোঁকা দেয় সে মুনাফিক। যে মুনাফিক সে মিথ্যুক। এটা আমার কথা নয়। হাদিসের কথা। কোরআনের কথা। এই দিনে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছিল। সেই প্রতারিত হওয়ার করুণ মুহূর্তকে আমরা কত আড়ম্বরে উদযাপন করি! কী বিস্ময়কর আমাদের রসিকতাবোধ???

'আপনি তাদের জন্য ক্ষমা চান আর না-ই চান, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেননা। আল্লাহ অবশ্যই পাপাচারী সম্প্রদায়কে পথ-প্রদর্শন করেননা।" কথাগুলো আল্লাহ মুনাফিকদের পরিণতি জানিয়ে বলেছেন। নবীজিকে জানিয়েছেন। নবীজির (সাঃ) দোয়াতেও আল্লাহ মুনাফিকদের ক্ষমা করতে চান নি। তাদের শাস্তি মওকুফ করতে চান নি। অতএব, আজকে যারা মহা উল্লাসে 'এপ্রিল ফুল' পালন করছেন, আল্লাহ'র ধমক ও রাসুলের তিরস্কার তারা যেন ভুলে না যান।...

"ওয়ামা ইয়াতাজাক্কারু ইল্লা ওলুল আলবাব।" বিচক্ষণ মানুষ ব্যতিত কেউ উপদেশ গ্রহণ করেনা!"

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312239
০১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০০
হতভাগা লিখেছেন : এসব ঈমান ধ্বংসকারী নোংরা কালচার থেকে আল্লাহ আমাদের বের করে আনুন এবং রক্ষা করুন - আমিন ।
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৩
253688
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন।
312608
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৩:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা পালন করিনা।
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৫
253690
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ইসলাম যাদের হৃদয়ে আছে, মুসলিম বলে যিনি গর্ববোধ করেন, তার জন্য এসব অনৈতিক সংস্কৃতি পালন করা শোভনীয় নয়। আল্লাহ আপনার মত সকল মুসলিম এর থেকে হেফাজত করুন।
312624
০৩ এপ্রিল ২০১৫ সকাল ০৭:২৯
কাহাফ লিখেছেন :
চমৎকার উপস্হাপনা আমাদের বিবেক কে শাণিত করে অনুভূতি কে সঠিকতায় নিয়ে যাবে ইনশা আল্লাহ!
312660
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আল্লাহ আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File