এপ্রিল ফুলের সত্য ইতিহাসকেও পাল্টে দিচ্ছেন কথিত মুক্তমনারা!!
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ০১ এপ্রিল, ২০১৫, ০৩:২৬:৩৪ দুপুর
মুক্তমনারা ইসলামের বিরোধীতা করতে গিয়ে সত্য ইতিহাসকেও অস্বীকার করছেন!!
এপ্রিল ফুলের ইতিহাস নিয়ে তাদের লেখাগুলো পড়লে এমনটাই বুঝা যায়।
তাদের ব্লগগুলো তো আছেই, পাশাপাশি প্রথম আলোতেও ১ এপ্রিল তারিখে এপ্রিল ফুল, তথ্যের ভুল শিরোনামে একটি লেখাতে সঠিক ইতিহাসকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে।
লেখক সেখানে দিবসটির পেছনে কথিত অনেক ইতিহাস তুলে ধরেছেন। কিন্তু স্পেনে মুসলমানদের বোকা বানিয়ে পুড়িয়ে মারার সেই মর্মান্তিক ঘটনাটি তিনি কথিত হিসেবেও তুলে ধরলেন না!!!
তিনি তুলে ধরেছেন, ১৩৯২ সালে জনৈক কবি তার কবিতায় ঠাট্রাস্থলে মার্চ মাসের ৩২তম দিনের কথা উল্লেখ করেছেন, সেই দিনটাই পরে ১ এপ্রিল হয়ে যায়!!
প্রাচীন রোমানরা ১ এপ্রিল নববর্ষ উদযাপন করত। ১৫৮২ সালে পোপ গ্রেগরী সেটাকে ১ জানুয়ারীতে পরিবর্তন করলে অনেকেই মেনে নেননি বা অনেকে জানতোনা, তাই ভুলে আগের তারিখে উদযাপন করতে গেলে হাসি ঠাট্রা করতো!!
কি আশ্চর্য ব্যপার! নববর্ষ উদযাপন করবে অথচ তারা জানেনা এই তারিখ পরিবর্তন হয়েছে। এটা কেমন কথা??
আরেকটি ইতিহাসে তুলে ধরেছেন, ১৫৩৯ সালে জনৈক কবির কবিতার কাহিনিতে একজন ভদ্রলোক পয়লা এপ্রিলে তাঁর চাকরকে বোকা বানিয়েছিলেন। সেই থেকে জার্মানীতে ‘এপ্রিল ফুল ডে’ পালন হয়ে আসছে!!
এসব কথিত ইতিহাসের কোনটিরই যে কোনো ভিত্তি নেই সেটাও তিনি লেখায় উল্লেখ করেছেন। কিন্তু ভিত্তিহীন হিসেবেও স্পেনের সত্য ঘটনাটি তার লেখায় স্থান পেলো না!!
কারন এসব মুক্তমনারা চায়না কোনো দিবসের সাথে ইসলামের কোনো আবেগ জড়িত থাকুক।
তার চায়না অন্য ধর্মালম্বীদের ভয়ংকর জঙ্গিসুলভ কুৎসিত চেহারা প্রকাশিত হোক।
তারা চায় কেবল ইসলামের চেহারাটাই কুৎসিতভাবে প্রকাশিত হোক।
কারন তারা মুক্তমনা নয়, তারা প্রো খ্রিষ্টানমনা, প্রো হিন্দুমনা, প্রো ইহুদীমনা!! বাট কট্রর এন্টি ইসলাম মনা!!!
তারা প্রমান হিসেবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য উপস্থাপন করে। তারা চিন্তা করেনা এগুলো চালায় কারা? এগুলা তো সেই ফার্ডিনান্ডের ধর্মের লোকজনই চালায়। তারা কি চাইবে নিজ ধর্মের লোকদের এমন কলুষিত কাহিনী মানুষ জানুক?
তারা বলে গ্রানাডা যুদ্ধের ৬০ বছর পর পর্যন্তও এপ্রিল ফুল পালন সম্পর্কে শোনা যায় নি। তাইলে হঠাৎ করে এত বছর পর সেই ঘটনাকে উপলক্ষ করে দিবস পালন হবে কেনো?
তাই যদি হয়, আমি মুক্তমনা সম্প্রদায়ের কাছে জানতে চাই, আপনারা পিয়ালের ফ্ল্যাটে গিয়ে যে ভ্যালেন্টাইনস ডে পালন করেন, সেই ভ্যালেন্টাইনস ডে’র ইতিহাস জানেন?
উইকিপিডিয়াতে পড়ে দেখবেন, সেখানে ঘটনা ঘটেছে ২৬৯ সালে, আর সেই ঘটনাকে উপলক্ষ করে দিবসের সূচনা হয়েছে ৪৯৬ সালে। আই মিন ২২৭ বছর পর!!
সুতরাং এসব খোঁড়া যুক্তি বাদ দেন। ইসলামের বিরোধীতা করেন সমস্যা নাই কিন্তু, সত্য ইতিহাসকে অস্বীকার করবেন না, প্লীজ....!!!
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিথ্যাচারের উপর থাকে বলেই তার আজ মুত্রমনা! !!! !!
আমরা এপ্রিল ফুল পালন করিনা করবো না। ধন্যবাদ সচেতনতা মুলক পোস্টের জন্য।
মন্তব্য করতে লগইন করুন