ভালোবেসো তোমার উপবাস প্রেমিক নাগরকে!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৫ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৩:৩০ সকাল

প্রখর রৌদ্রতাপে, আমি মরু-উষ্ণতা পাড়ি দিলে,

জানি; সবার আগে তুমিই জড়িয়ে ধরতে।

আমার ফেটে যাওয়া দু'ঠোটের জমাট রক্তে

তুমিই ছুঁইয়ে দিতে ভেজা আঁচল!

তারপর, আমার চেয়েও বেশি তৃষ্ণা নিয়ে-

আমার দু'ঠোটে বসিয়ে দিতে চুমোর ফোয়ারা!

আমি কি ভুল বলেছি?

এই স্বপ্নহীন একলা রজনীতে,

নিজেকে যখন আঁধারের হাতে সঁপে দিই;

পাশ ফিরে আমি আর নির্ভরতার বিশ্বাসে

তোমার সাহচর্য পাইনা। ইশ, মনে পড়ে;

যদি ভয়ে অথবা আহ্লাদে আমি তোমায় ছুঁতে চাইতাম,

পরম সুখানুভবে তুমিও আমায় কাছে টানতে।

আমি কি ভুল বলেছি?

ঝরা প্রস্রবণ সিক্ত করে ওই কাঠফাটা চৈত্রের মৃত মাটিকে,

এ যে প্রকৃতি, এর সান্ধ্যকালীন কোনো প্রেয়সী আছে কিনা

তাতো জানিনা! তবু সে আমোদহীন নয়!

বসন্তের কোকিল-সুরে তার মাঝেও দেখি-

ভালবাসা টলোমলো করে! অথচ দেখো, আমি-মানবের

প্রেমহীন উষ্ঠাগত প্রাণে, গভীর রাতের

তোমার সে আদুরে সোহাগ পাওয়া হয়না কতদিন!

যদি কাছে থাকতে, আমায় ভাসাতে প্রেমের জলে,

আমি কি ভুল বলেছি?

নিজেই ভুলে যাই তোমাকে ছেড়ে কীসের লোভে,

এখানে প্রাণ ক্ষয় করছি! ছোট্ট একটি ঘরে, তুমি আমি

আলিঙ্গনে কাটিয়ে দিতাম অভুক্ত প্রহর- খুব ভুল হত কি?

এখানে, এই অবিশ্রান্ত অনিশ্চিত পথের বাঁকে, তুমিবিহীন

ধুঁকে ধুঁকে মরছি। মন আমার তোমার 'সুধা' আহরণে

এতটাই বিচলিত যে, মরুর অসীম শুষ্কতাও এ হৃদয়ের

বিলাপের কাছে পরাভূত হতে বাধ্য! ভাবি, আবারো একদিন

আমরা মেতে উঠব মানবিক অসীম উন্মাদনায়,

আমি কি ভুল বলেছি?

ভালো থেকো, আর ভালবেসো তোমার জীবন-সহচর

এই উপবাস প্রেমিক নাগরকে

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291447
০৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৯
নূর আল আমিন লিখেছেন : পিড়িতের কাব্য ভাল্লাগ্সে
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
235076
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে আমিও খুশি হয়েছি! ভালো থাকুন।
291464
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
235077
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ
291478
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তারপর, আমার চেয়েও বেশি তৃষ্ণা নিয়ে-
আমার দু'ঠোটে বসিয়ে দিতে চুমোর ফোয়ারা!

ও মাই গড এক্কেবারে আল মাহমুদের মত কবিতা। সুন্দর সুন্দর। ভালো লাগলো গ্রেট। Thumbs Up Thumbs Up
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
235101
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ভালো লাগল, গ্রেট! ও মাই গড! এক্কেবারে 'তোমার হৃদয় জুড়ে আমি'র মত প্রশংসা বাক্য! সুন্দর সুন্দর! ভালো থাকুন। Happy Happy
291788
০৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৯
Sada Kalo Mon লিখেছেন : সু রোমান্টিক.....
০৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
235378
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সো থ্যাংকস.।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File