ঢাকার ডিজিটাল বাস ও বাস্তবতা
লিখেছেন লিখেছেন এ আল মাহমুদ ০৫ ডিসেম্বর, ২০১৪, ১২:২৬:০১ দুপুর
খুব ঢাক-ঢোল পিটিয়ে কিছুদিন আগে যোগাযোগ মন্ত্রী চালু করলেন, ডিজিটাল ! বাস। ডিজিটালের মানে যদি শুধু wi-fi হয়, তাহলে না হয় মেনেই নিলাম ডিজিটাল বাস। কিন্তু আজ পর্যন্ত ক-জন যাত্রী এই ডিজিটাল সুবিধা পেয়েছেন তা আমার জানা নেই, জানার কথা্ও না। তবে আমি উদ্ভোধনের পর থেকে অাজ পর্যন্ত বেশীর ভাগ দিন গুলোতে ডিজিটার স্টিকার যুক্ত BRTC A/C -non A/C বাস এ চড়েছি্, ক্ন্তিু আজ পর্যন্ত একটি বারের জন্য ও wi-fi সুবিধা পাইনি। আজ BRTC A/C বাসে মতিঝিল থেকে খিলক্ষেত আসার সময় বাসের হেলপার কে জিজ্ঞাসা করলাম, মামা- তোমরা যে এই "ডিজিটাল বাস" স্টিকার লাগাইয়া রাখছ, আজ পর্যন্ত কেউ পাইছে? হেলপার বলল, কি বলব মামা, প্রতিদিন এই জন্য মানুষের কথা শুনতে হয়। কিছুুদিন আগে কোম্পানীর লোকজন আইসা একটা মেশিন (রাউটার) লাগাইয়া দিয়া গেছিল, কিন্তু সেইটা ও কোড নম্বর টম্বর এর ঝামেলায় অনেকেই চালাইতে পারে নাই।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত হাই - ফাই, Wi-Fi চাই না । ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথা ৪০-৪৫ মিনিটে পৌছাতে চাই । সেটা কি এই ডিজিটাল বাস দিতে সক্ষম ?
এখন সবার হাতে হাতে স্মার্ট ফোন , নেট কানেকশন সেখানেই আছে । তাই বাসেরটা ধরে কেউ খামছা খামছিতে যাবে না ।
সিটি বাসে ইন্টারনেট আর লংজার্নি ট্রেনে নাই!!!
মন্তব্য করতে লগইন করুন