ভালোবাসা মরে গিয়ে হয়ে গেছে সুখের সেঁতু
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ১১ জুন, ২০১৪, ০৩:০০:৩৮ রাত
ভালোবাসা মরে গিয়ে হয়ে গেছে সুখের সেঁতু
। । কয়েছ আহমদ বকুল । ।
যদি ভালোবাসা নাও পাই
আমি তোমাকে পেয়েছি
বিশ্বস্থ কলমের মতো হ্রস্য দীর্ঘ
নির্জন নিরাপদে আমার ইচ্ছায় তুমি এঁকেছো অবিরাম
তোমার শাড়ীর ভাঁজ বিন্যাস করেছ আমার ইচ্ছায়
ব্লাউজের বোতাম আমি রঙ্গের
মাথার স্কার্প হাতের চুড়ি ছোট্ট হাত ব্যাগ
সব খানে আমি ছিলাম কামুক ইতর
যদি ভালো নাও বাসো
সবটুকু অধীকারের আগুন রাঙা শিস
গোপন আশিস করে রেখেছ লাল ঠোঁট
গোলাপ স্পৃহায়
অনিমাকার উজ্জ্বল উঠোন জুড়ে
আমাদের শেষ নিষ্ফল প্রার্থনাখানি
জ্বলজ্বল চিৎকার হয়ে জানান দিয়ে গেলো
ভালোবাসা মরে গিয়ে
মরে মরে পঁচে গিয়ে
তুমি আমি দূর নদে হয়ে গেছে সুখের সেঁতু।
পাদটীকাঃ-
(অনুজারা বধু হচ্ছে -
বিয়ে ঘরে সাজছো তুমি আমার ইচ্ছায়
অচিরেই মা হবে ওরা
আর আমাদের আত্মজা তরী
অভিমানি ভুল জলে ডুবে শেষ অনিঃশেষ আশা)
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন