..ফিরবে তোমার নির্মাণ রেণুর প্রগাঢ় সভায়

লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ১৫ মে, ২০১৪, ০৯:২৭:৫২ সকাল

........ফিরবে তোমার নির্মাণ রেণুর প্রগাঢ় সভায়

কয়েছ আহমদ বকুল

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

মোহ ভাঙ্গবে

যকৃতের যন্ত্রণায় উন্মত্ত রক্তের উল্লাস

স্বপ্নামৃতের হিংস্র সংলাপ

ভুল পড়ে যাবে একদিন এবং 'শোষনময়ী'

তুমিও হবে এক আকাশ খসা তারার মাতম

শরিক এ হায়াত'

প্রকৃতি প্রদত্ত অভিধা তোমার

বারংবার আষাঢ় ভাঙ্গা হাসির জলসায়

তোমাকে সীতা দেখি

কাতর রাতে আজও তুমিই শোভন জলোচ্ছাস

তোমার খোঁপায় যত গুঁজা আছে আফিমের শিস

অপচয় আশিস যত করেছ ম্লান অভিশাপ

দুঃসহ যাত্রার রথে ভুলে সব সুপ্রিয় 'রোদন'

বরফ শৈত্যের দেশে তোমার দীর্ঘশ্বাস এসে

সমর্পণ সঙ্গিতে করে আমায় উজাড়

মোহ ভাঙ্গবে

তুমি ফিরবে তোমার নির্মাণ রেণুর প্রগাঢ় সভায়

ফিরবে শ্রবণে

অত্যুজ্জ্বল মধ্যাহ্ন অভিপ্সায় তিলতিল মহতী বঞ্চনা

জাগিয়ে রাখি জাগিয়ে রাখি রেণু বনে ফেরার আশায়।

বিষয়: বিবিধ

৮৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221758
১৫ মে ২০১৪ দুপুর ১২:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কঠিন কোপ্তরে ভাই। অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
১৫ মে ২০১৪ রাত ০৮:২৭
169387
কয়েছ আহমদ বকুল লিখেছেন : আপনার অনুভূতি অনুপ্রাণিত করলো। ধন্যবাদ
221781
১৫ মে ২০১৪ দুপুর ০১:০৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কঠিন ভাব। কিছুই বুঝলাম না ভাই। তবে পড়ে কেমন একটা ভালো লাগা অনুভব করলাম।
১৫ মে ২০১৪ রাত ০৮:২৮
169390
কয়েছ আহমদ বকুল লিখেছেন : আপনার ভালো লাগা আনন্দ দিলো। কঠিন কিছু না, নিজেকে একটু সরল ভাবে কবিতায় তুলে ধরার অসরল প্রয়াস মাত্র। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File