আহারে বালিকা ভুল.......
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ০৬ মে, ২০১৪, ০৪:১৮:২২ রাত
আহারে বালিকা ভুল...........
কয়েছ আহমদ বকুল
~~~~~~~~~~~~~~~~~~~
বালিকা তোমার মেঘেল শরীরে
বৃষ্টি এঁকে দেই এসো
চোখের চাতালে চুমুর শংসন
যেমনটি ভালবেসো
বুকের উঠোনে সাজায়ে চামেলী
চঞ্চল ঠোঁটের জলজ সুখ খেলি
নিতর তোমার পাথর মন খানী
গতর বাসনায় ভাসো
বালিকা তোমার কঠিন তনু মন
একটু তরলে খসো
ভালোবাসা মানে শরীরে শরম
কেবলই মনের খেলা
এ যুগে এসে আপ্ত বাণী খান
কুড়াইছে অবহেলা
লীলা মগ্ন মগজে তোমার
তসবির রচিব বসো
বালিকা তুমি ভালবাসো বা না
উত্তুঙ্গ আহবানে এসো
আহারে বালিকা ভুল
শরীর সর্বস্ব পিরীতি তোমার
হারাইবে দুটি কূল।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন