বাঙালীদের জন্য আর কত দায়বদ্ধতা...!

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১৩ জুলাই, ২০১৫, ০৮:২৯:৩৮ রাত

শেখ সামিউল ইসলাম রাজন হত্যা .......!!

আমরা কি আবার গর্জে উঠতে শিখলাম নাকি দায়ভার একটু কমাতেই আমাদের আবেগের প্রকাশ করে ছেড়ে দিলাম..??

.

আমরা আগে ছিলাম মাছে ভাতের বাঙালী, আর এখন তিন বেলা রাজনীতি না করলে পেটের ভাত হজম হয় না। রাজনের মত হত্যকান্ড বাংলাদেশে মহান বাঙালীদের জন্য প্রখম উপহার কিনা আমি বলতে পারব না।

.

আজ রাজনের জন্য আমাদের অনেক জর্জারিত কাঁন্না আর দু ফোঁটা চোখের জলের পরশ রাজনের মৃতদেহের কাছে পৌছাবে কিনা সেটাও জানা নেই। জানা নেই আমাদের মত আজিব কীটদের অন্তরের মধ্য নতুন কোন ট্রাজেডির হাহাকার দৃশ্য মুখ দিয়ে বজ্র কন্ঠে আওয়াজ আর অন্তরের মধ্যে ভিতূর প্রহাসন।

.

রাজন হত্যা কান্ডে আমাদের অনেক কিছুই দিয়েছে, এবং রাজনের মত অনেক নিষ্টুর হত্যাকান্ড বা ট্রাজেডিতে আমদের মত বাঙালীদের জন্য বিরাট শুভকামনার লক্ষণ......!!

.

রাজন হত্যা কান্ডে আজ কিছু পত্রিকা তার অসম্ভব প্রকাশে হাজার লোকের কাছে চিন্হিত হয়েছে। আজ রাজন হত্যার কারনে মহল্লার ডুবে যাওয়া দেশপ্রেমিক নেতাটির দেশপ্রেম মূলক বজ্র ধ্বনিতে তাহাকে আজ নেতা হিসেবে অনেকেই চিন্তে পেরেছে।

.

আজ রাজন হত্যার জন্য রাজনৈতিক ভাবে এক পক্ষ আর এক পক্ষকে মিথ্যা অপবাদ দেওয়ায় মহা ব্যস্ত। আজ তারা রাজন হত্যার একে অপরের দোষারোপ করতে মরিয়া এবং নিজেকে তুণসি পাতায় ধুতে বদ্ধপরিকর।

কেমনে আমরা দায়বদ্ধ মুক্ত করি.............

.

আজ মিডিয়া কর্মিরা তাদের টপ নিউজে হিটিং তুলে দিয়ে বিশ্বের দরবারে রাজনের নির্মমতা তুলে দিয়ে তারা জাতীর কাছে দায়মুক্ত।

রাজনৈতিকরা একে অপরের উপর দোষারোপ করে তারা আজ দায়মুক্ত।

আর সাধারণ জনগন একটু আফসোস করেই দায়মুক্ত।

.

আজ এটাই বাঙালীদের ধর্ম ও রীতিগত মৌলিক উপাদন......

.

বেশ কয়েকদিন আগে ফেলানীর লাশ কাঁটাতারে ঘন্টার উপর ঘন্টা ঝুলে ছিল।

আমরা ফেলানীর বিচার বিচার বলে নারা ভাবে নানা কায়দায় চোখের জল আর ফেলেছি আর হুংকার করেছি ন্যয্য বিচারের জন্য....... তাছাড়া কিছুই না।

কারন আমার বাড়ী বর্ডার এলাকায় ছিল না বা ফেলানী আমার বোন না।

.

বিশ্বজিৎ ওপেন রোডে নির্মম হত্যা হলো দেখলাম নানা রকম ভিডিও ফুটেজ। আর আবেগে বিচার চাইলাম সাথে নিজেও গর্জে উঠলাম.....কিছুদিন পর আমি আমার মত

কারন আমি হিন্দু না বা বিশ্বজিৎ আমার আত্নীয় না কিংবা সে আমার ভাই হতে যাবে কেন......

.

সাগর-রুনি, নব্য সাংবাদিক দম্পতী সত্য কিংবা মিথ্যা সংবাদ প্রকাশের ভিত্তিকে কিংবা শত্রুতার জের ধরে হত্যা হয়েছিল। সেটাও অনেক নির্মমতায়।

আমরা বাঙালী বিচার চাইলাম হরতাল দিলাম খুনিদের বিচারের দাবীতে........কিছুদিন পর

আমার কলিগ সাগর-রুনি ছিল না, না ছিল কোন রক্তের নিকটআত্নীয়...!!

.

............. এভাবেই আমাদের মহৎ দায়বদ্ধতা বাঙালীদের কাছ থেকে প্রতিনিয়ত হাড়িয়ে যায় অনেক নির্মতার হত্যা কান্ড। অনেক আবার বড় বড় ইলেক্ট্রিক মিডিয়াতে অথবা ক্যাবল মিডিয়াতে প্রকাশ পায়। আবার অনেকেই শ্বাসঃরদ্ধ বালিশটার নিচেই চাপা পড়ে যায়।

.

কিন্তু সব নির্মমতা হত্যা কান্ডের ফলাফল এক হয়েই থাকে সেটা হলো____নতুন ইস্যুতে পুড়াতনকে ভুলিয়ে যাওয়া.............!!

.

আজ আমরা দোষারোপ সমাজকেই দিবো নাকি ব্যক্তিকেই দিয়ে দিবো সেটার উত্তর দিতে গেলেই বাঙালীনামা ধর্ষিত হয়ে যাবে।

.

...........আমরা আজীব বাঙালী।।

.

.

তবুও সবার মত আমিও বলি...... আমার এই ইচ্ছায় জাতী যদি হয় ধর্ষিত কিংবা রাষ্ট্র যদি হয় লজ্জিত তবুও নড়বো না দাবি হতে এক চুল পরিমান।

.

সব হত্যাকান্ডের বিচার চাই....!

#নষ্ট

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329821
১৩ জুলাই ২০১৫ রাত ০৯:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। যাই হোক বাস্তবতা হল মানুষ হজম করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়াতে হত্যাকাণ্ড মশকারাকান্ডে রূপান্তরিত হয়েছে....

আজ একজন রাজনকে হত্যা করে ভিডিও ধারন করে, ভিডিও ধারন করাই তার কাল হয়ে দাড়িয়েছে.....।

কত হত্যাকাণ্ড দেখে আমরা হজম করে পেলেছি... তার হিসাব করতে গেলে কাগজ কলমে কুলিয়ে উটতে পারবনা।

শুধু রাজন নয়; প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই।

১৫ জুলাই ২০১৫ রাত ১১:১৪
272348
shaidur rahman siddik লিখেছেন : ওয়াআলাইকুমুস্সালা.. আপনি ঠিক ধরতে পেররেছেন। আমরা সব হত্যার বিচার চাই
১৪ অক্টোবর ২০১৫ রাত ১১:০০
286850
shaidur rahman siddik লিখেছেন : :D/
361483
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File