সৈয়দ আশরাফের স্ত্রী ইন্ডিয়ান নারগরিক এবং লন্ডনী, তাইতো সৈয়দ আশরাফ বলেন, আমি মুসলমানও নই, হিন্দুও নই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৩ জুলাই, ২০১৫, ০৮:৪০:৩৪ রাত
সৈয়দ আশরাফের স্ত্রী লন্ডন প্রবাসী ভারতীয় নাগরিক, সেই সুত্রে তিনি একজন ভারতীয় জামাই।
স্থানীয় সরকারমন্ত্রী থাকা অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। সিমান্তের ওপারে যে তার শ্বশুড় বাড়ী !!
আশরাফরা যেই গুলি নিয়ে চিন্তিত নয় সেটা হলো :-
১। শেয়ার বাজার নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
২। অর্থনৈতিক ব্যাপার নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
৩। খুনিদের নিশর্ত মাফ করে দেওয়া নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
৪। তিতাস নদী ভাগ করা হয়ে গেল রাষ্ট্র চিন্তিত নয়
৫। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
৬। গুপ্ত, হত্যা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
৭। বিদ্যূৎ ও জ্বালানি খরচ নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
৮। পুলিশের নির্যাতন নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
৯। ছাত্রলীগের হামলায় নিহতদের নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
১০। জীবন যাত্রার অতি ব্যয়ভার নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
১১। দূর্নীতি নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
১২। বিনা শুল্কে ভারতকে ট্রানজিট দিয়ে রাষ্ট্র চিন্তিত নয়
তাহলে কি নিয়ে রাষ্ট্র চিন্তিত???
১। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাষ্ট্র চিন্তিত।
২। বিএনপি ও সরকার বিরোধীদের নিয়ে রাষ্ট্র চিন্তিত।
৩। সরকার সমালোচকদের নিয়ে রাষ্ট্র চিন্তিত।
৪। কিভাবে হামলা মামলা করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত।
৫। কিভাবে মামলা থেকে নিজেদের খালাস করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত।
৭। কিভাবে নতুন নতুন কথার ফাঁকে মিথ্যা বলা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত। ৮। কিভাবে নিজেদেরকে ধোঁয়া তুলসি পাতা বানানো যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত।
৯। কিভাবে প্রধানমন্ত্রীর ডিগ্রী দেওয়া করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত।
১০। কিভাবে বাংলাদেশর জনগণের টাকায় খাইয়া পইরা মোটা তাজা হইয়া ভারতের দাসত্ব করা যায় তা নিয়ে রাষ্ট্র চিন্তিত।
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চিন্তার আগে একটু পান করবেন উনি!!
আর মাল পান করলে অন্য জাতের বইলা থাকেন।
তার পুরো শরিরের মধ্যে লিঙ্গাগ্র চিহ্ন ছাড়া আর কিছুই ছৈয়দ নাই, সবই চুনা মিশ্রিত হইয়া গেছে।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন