ঁঁঁঁঁপ্রভুর আদেশ ক্রমে সকল কাজের তরে, সারা রাত ব্যাপী ফজর অবধি শান্তি বিরাজ করে৷ঁঁঁঁঁ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৩ জুলাই, ২০১৫, ০৮:০৫:২১ রাত



কাব্যানুবাদে সুরা আল ক্বদর

নিশ্চয়ই আমি নাজিল করেছি এ কোরআন মহিমান্বিত রাতে,

আপনার আছে কি জানা সে রাত! কি মহীমা রহিয়াছে তাতে!

সে রাত খানি জেনো শ্রেষ্ঠ অতি হাজার মাসের চেয়ে,

সেই সে রাতে ফেরেশ্তা ও রূহ নামিয়া আসেন ধেয়ে৷

প্রভুর আদেশ ক্রমে সকল কাজের তরে,

সারা রাত ব্যাপী ফজর অবধি শান্তি বিরাজ করে৷

(৯৭) সুরা আল ক্বদর (মক্কী) রুকু ১টি ও আয়াত ৫টি

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১/ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

অর্থ;-আমি অবশ্যই একে (ক্বোরআন কে) মহিমান্বিত রাতে নাজিল করেছি৷

২/ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

অর্থ;-আর আপনি কি জানেন, মহিমান্বিত (ক্বদর) রাত কি?

৩/ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

র্অর্থ;-মহিমান্বিত রাত হল, একহাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ৷

৪/ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

অর্থ;-সেই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশ্তাগণ ও জীবরাইল (রুহুল আমিন)তাদের রবের আদেশ ক্রমে নাজিল হয়৷

# লাইলাতুল ক্বদর, যা রমজান মাসের শেষ দশকের কোন একরাত, যা রসুল সঃ এর ইঙ্গিত মোতাবেক, শেষ দশকের কোন এক বেজোড় রাত, যা সাতাশ রমজানের রাতকেই ধারণা করা হয়ে থাকে৷ ঐ রাতে দুনিয়ার সামনের এক বৎসরের কর্ম পরিকল্পনা তৈরী হয়, আল্লাহর আদেশে হজরত জীবরাঈল আঃ সহ সকল দায়িত্ব প্রাপ্ত ফেরেশ্তাগণ নেমে আসেন ও সকলকে নতুন দায়িত্ব অর্পন করা হয়৷ এই রাতেই পবিত্র কোরআনের সত্যায়িত কপিও লওহে মাহফুজ হতে ফেরেশ্তাদের দফতরে নাজিল করা হয়৷ রাতটি বড়ই মহিমান্বিত, এ রাতের ইবাদত এক হাজার মাস অপেক্ষা শ্রেয়৷

৫/ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

অর্থ;-শান্তি অব্যাহত থাকে ফজর পর্যন্ত৷

# এ মহিমান্বিত রাতের কার্যক্রম ও শান্তি ফজরের সময় পর্যন্ত বহাল থাকে৷

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329815
১৩ জুলাই ২০১৫ রাত ০৮:৩২
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : ভালো লাগলো ধন্যবা।
১৩ জুলাই ২০১৫ রাত ১১:৪৯
272070
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
329817
১৩ জুলাই ২০১৫ রাত ০৯:২৫
আফরা লিখেছেন : অনেক ভাল লাগল । জাজাকাল্লাহ খাইরান চাচাজান ।
১৩ জুলাই ২০১৫ রাত ১১:৫০
272071
শেখের পোলা লিখেছেন : মা মনীকে লাইলাতুল ক্বদরের শুভেচ্ছা৷
329822
১৩ জুলাই ২০১৫ রাত ০৯:৫০
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ সেই রাতটি দান করুন আর আমাকে ক্ষমা করুন,আমাকে শাস্তি ছাড়াই জান্নাত দান করুন। আর দুনিয়া ও আখিরাতে সফল করুন
১৩ জুলাই ২০১৫ রাত ১১:৫১
272072
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ধন্যবাদ৷
329828
১৩ জুলাই ২০১৫ রাত ১১:১৩
নূর আল আমিন লিখেছেন : অনেক ভাল
লাগল ।
জাজাকাল্লাহ
খাইরান
১৩ জুলাই ২০১৫ রাত ১১:৫১
272073
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
329835
১৪ জুলাই ২০১৫ রাত ১২:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : যাযাকুমুল্লাহ।
১৪ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৪
272127
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ধন্যবাদ৷
329840
১৪ জুলাই ২০১৫ রাত ১২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৪
272129
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷
329872
১৪ জুলাই ২০১৫ রাত ০২:৫১
১৪ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৫
272131
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহে৷ ধন্যবাদ৷
329953
১৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১১
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অনেক সুন্দর ও ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান। Rose Rose Rose Rose
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
272232
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আপনাকে ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File