কবি যখন ছাগল (নষ্ট ক্যাপাচিটার)
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ৩০ জানুয়ারি, ২০১৫, ০৬:১১:৩৯ সন্ধ্যা
প্রায় কবি সাহিত্যিকরা আসলে ছাগল প্রজাতির.......
অল অফ হিডেন,
একজন কবি কি করেই বা সুন্দর একজন রমণীর মাথার কাঁলো কেশ দেখে তার গুন রুপ যৌবনের চালচিত্রের সব কিছুই সুন্দর ভাষা দিয়ে তুলে ধরার চেষ্টা করে।
...আবার কিন্তুু শ্লীলতা-অশ্লীলতার মনোমুগ্ধকর পার্থক্য দেখিয়ে দিতেও পারেনা এবং কোনদিনও পারবেনা।
..কবিরা যখন একজন অপরুপ লীলাবতীর মাথার চুলের দিকে তাকিয়ে চুলের গুনগান নিয়ে লিখতে থাকে... আস্তে আস্তে শুধু মাথার চুলেই নয় গায়ের সবকটি লোমেরও ফাইবার জোন দিয়ে হিসেব কষতে থাকে।
...আবার অপরদিকে কিন্তুুও থেমে নেই গাছ,পাখি,পুকুরের মত অপরুপ সৌন্দর্যময়ের গুনগানটুকুও,ফুটিয়ে উঠে আবার তাদের হাতের কি-বোর্ডের চাপে মহা চাকচিক্য।
পৃথিবীতে যেমন পর্ণ পড়ার পাঠক আছে, তেমনি আছে সৌন্দর্যময় দৃশ্য কাহিনী চিত্র পড়ার মানুষও।
কবি তাদের অশ্লীলতার স্বরুপ কবিতা বা চটি লিখতে পারেন , সমস্যা কোথায় তাদের? মুক্তমনা ভাবে সবাই চলতে চায়.... চলুক তাতে,
যদি আমরা সবাই সচেতন হয়ে যাই তাহলে কিন্তুু চটি লেখকদের নিয়ে সমালোচনা করার প্রশ্নেই ওঠে না।
আমরা এটাও জানি তসলিমা নাসরিন, আসিফ মহিউদ্দিন, সহ নানা ধরনের চটিবাজ লেখক কিন্তুু তাদের সুদর্শন অহেতুক লিখনি দিয়ে হয়ে উঠেছে একজন লেখক।
দু কলম লিখুনি আর অশ্লীলতার লেখক আদিকাল থেকে বিশ্বে হাজার হাজার ছিলো এবং ক্রমে ক্রমে আসতেছে।
কিন্তুু তারা পরিষেশে হয়ে কু-সংস্কর, বিকৃত, ও চরনের পাদুকার ঘৃর্ণিত ব্যাক্তি।
প্রত্যেক শিল্পী চায় তার হাতের তৈরী শিল্পটা একটু সূ-নামের সহিত মানুষের দাড়প্রান্তে চলে আসুক।
সেটি শ্লীলতাই হোক বা অশ্লীলতাই হোক।
...একজন অশ্লীলতার মন মাধুর্যযুক্ত কবি যখন অশ্লীলতা নিয়ে লেখে নিজেকে বড় বলে প্রমানিত করেন। তখন কিন্তুু ডান পন্হি কবিরাও একটু হলেও মনের মাঝে সংকোচিত এনে মুখ ফিরিয়ে নিয়ে যায় চোখ লজ্জার আড়ালে।
সাইয়্যেদ জামিলের কবিতায় প্রকাশ পেয়েছে অশ্লীলতার ছোঁয়া, কিন্তুু সেই কবিকেই যখন কোন অস্কার দেওয়া হয় তখন অন্য কবিদের মন অমানুষিকতা কোথায় গিয়ে দাড়াবে...??
সাইয়্যেদ জামিলের কবিতা পড়ে নাকি পাওয়া যাবে বাল্যকাল থেকে যৌবনের কিছু অমুল্য রত্ন।
..আসিফ মহিউদ্দিন সাইয়্যেদ জামিলের পক্ষ নিয়ে এবং সামজস্য করে গড়ে তুলতে বলেছিলেন...ইতি পুর্বে অনেক কবিরাই অশ্লীল ভাষার কবি ছিলেন, ঠিক বলেছেন।
...কিন্তুু অশ্লীলকর কবিতা মুসলিম রাষ্ট্রেরের মত দেশে বড় ধরনের মান দিয়ে চলা কতটা দুঃখজনক তাহা দেশের জনগনের বোধগম্যতার মুক্তমনা।
ধিক্কার জানাই ওই সব কবি সাহিত্যিকদের।
..... #নষ্ট
বিষয়: বিবিধ
১৬৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমত্কার কথা বলছেন ।যৌনতা সাহিত্য থেকে বাদ দেয়া যায়না ।পার্সিবেশী শেলীদের মত কবিদের কবিতাতেও যৌনতা ছিল কিন্তু তার শব্দশৈলী ছিল সকলের কাছে গ্রহণযোগ্য ।কিন্তু আমাদের চটি জামিলের ?
আপনাকে ধন্যবাদ +++++++++++++++
মন্তব্য করতে লগইন করুন