নিরাপত্তা জোরদারে রাজধানীর অভিজাত এলাকায় বসছে আড়াইশ’ সিসি ক্যামেরা

লিখেছেন লিখেছেন আমি অরন্য ৩০ জানুয়ারি, ২০১৫, ০৬:২৯:৪৭ সন্ধ্যা



রাজধানীর কয়েকটি অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সরকার, পুলিশ ও নাগরিকদের যৌথ উদ্যোগে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনে ফেব্রুয়ারির মধ্যেই বসছে প্রায় আড়াইশ’ ক্যামেরা। তাছাড়া শুধু অভিজাত এলাকাই নয় এর আগে বর্তমান সরকারের আমলে ৬৫ কোটি টাকা ব্যয়ে রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় ১৫৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল এই সরকার। প্রথম ধাপে অভিজাত এলাকায় ফেব্রুয়ারির মধ্যে বসছে ২৩০টি ক্যামেরা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ১৬টি। স্মার্টফোন ব্যবহার করেও দেখা যাবে কোথায় কী হচ্ছে। আর এগুলো তদারকির দায়িত্বে থাকছে পুলিশ। অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে পরিচালিত এসব ক্যামেরার মাধ্যমে খুব সহজেই অপরাধী এবং নির্দিষ্ট নম্বর প্লেটের গাড়ি শনাক্ত করা যাবে। সরকারের এমন উদ্যোগে অপরাধ দমনে আরও সহজ হবে বলে মনে আশাবাদী রাজধানীবাসী।

বিষয়: বিবিধ

৬৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File