যে দেশের নারীরা মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছেন সেই বাংলাদেশের নারীরা কোনদিন পিছিয়ে থাকবে না
লিখেছেন লিখেছেন মশা০০৭ ৩০ জানুয়ারি, ২০১৫, ০৬:৩৬:১৪ সন্ধ্যা
নারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া সমাজের কোন ক্ষেত্রে পূর্ণাঙ্গ সাফল্য অর্জন সম্ভব নয়। সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। বিশ্বজুড়ে রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন এনেছেন নারীরা। নিজেদের শ্রম, মেধা এবং দক্ষতা দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে চলছে সর্বক্ষেত্রে। সেনাবাহিনীর মত একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে দেশের নারীরা মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছেন সেই বাংলাদেশের নারীরা কোনদিন পিছিয়ে থাকবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া বিশ্বের ইতিহাসে একই সঙ্গে মহিলা সৈন্যদের শপথগ্রহণ ও প্রশিক্ষণ সমাপনীর এটাই সবচেয়ে বড় কন্টিনজেন্ট। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সর্বোপরি সামাজিকভাবে নারীকে মূল্যায়ন করলে গোটা সমাজেই ইতিবাচক পরিবর্তন আসবে।
বিষয়: বিবিধ
৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন