মূল্যহীন জীবন
লিখেছেন লিখেছেন মাজলুম যাযাবর ২০ জানুয়ারি, ২০১৬, ১০:৩৬:২৬ রাত
আজ চলার পথগুলো যেন
যুদ্ধ ক্ষেত্রে পরিনত ।
গতিমান দানবের সাথে
গতিহীন মানবের অসম যুদ্ধ ।
নিত্যই পিষ্ট হচ্ছে
নতুন স্বপ্ন , জীবন্ত ভবিষ্যৎ ।
অগনিত সো্নালীরা চলে যাচ্ছে
বুকের তাজা রক্ত ঢেলে,
বাবা মা'র কোল খালি করে
এক সাগর দুঃখে ভাসিয়ে
না ফেরার দেশে !
মনে হয় জীবন আজ
বড়ই তুচ্ছ !
নিতান্তই মূল্যহীন ।
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন