মূল্যহীন জীবন

লিখেছেন লিখেছেন মাজলুম যাযাবর ২০ জানুয়ারি, ২০১৬, ১০:৩৬:২৬ রাত

আজ চলার পথগুলো যেন

যুদ্ধ ক্ষেত্রে পরিনত ।

গতিমান দানবের সাথে

গতিহীন মানবের অসম যুদ্ধ ।

নিত্যই পিষ্ট হচ্ছে

নতুন স্বপ্ন , জীবন্ত ভবিষ্যৎ ।

অগনিত সো্নালীরা চলে যাচ্ছে

বুকের তাজা রক্ত ঢেলে,

বাবা মা'র কোল খালি করে

এক সাগর দুঃখে ভাসিয়ে

না ফেরার দেশে !



মনে হয় জীবন আজ

বড়ই তুচ্ছ !

নিতান্তই মূল্যহীন ।




বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357341
২০ জানুয়ারি ২০১৬ রাত ১০:৪৭
মাজলুম যাযাবর লিখেছেন : গত ১৬/০১/২০১৬, স্কুলে যাওয়ার পথে মৎস ভবনের সামনে বাস চাপায় নিহত সোনালীর স্মরণে । তার দঃখ ভারাক্রান্ত বাবা মা' কে সমবেদনা জানানো্র ভাষা নেই ।
357346
২০ জানুয়ারি ২০১৬ রাত ১১:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে জাজাকাল্লাহ খায়রান
357590
২৪ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
আবু জারীর লিখেছেন : আসলেই জীবন মূল্যহীন কিন্তু আমরা তা বুঝি কজন?
360301
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪৯
মাজলুম যাযাবর লিখেছেন : আল্লাহ অামাদের হেফাজত করুন । 'তোমার হৃদয় জুরে আমি' এবং 'আবু জারীর' ভাই আপনাদের ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়বার জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File