রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবরের উপর খেজুরের ডাল পূতে ছিলেন কেন !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০৯:০৬ রাত



নবী করীম (ছাঃ) একদিন দু‘টি কবরের শাস্তি জানতে পেরে একখানা খেজুরের ডাল দুই টুকরা করে দু’টি কবরে গেড়ে দেন। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, আপনি এরূপ করলেন কেন? তিনি বললেন, হয়ত ডাল দু’টি শুকানো পর্যন্ত তাদের শাস্তি হালকা হয়ে থাকবে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৩৮)। কিন্তু তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। কারণ তাদের শাস্তি হালকা হয়েছিল রাসূল (ছাঃ)-এর বিশেষ সুপারিশের জন্য। কাঁচা ডালের জন্য নয়। যা ছহীহ মুসলিমে জাবের (রাঃ) বর্ণিত হাদীছ দ্বারা প্রমাণিত। কাজেই খেজুরের কাঁচা ডাল বা অন্য কোন কাঁচা ডাল গেড়ে কবরের শাস্তি হালকা হবে বলে ধারণা করা একেবারেই ভ্রান্ত। কেননা যদি বিষয়টি তাই-ই হ’ত তহ’লে তিনি ডালটি চিরে ফেলতেন না। কেননা তাতে তো ডালটি দ্রুত শুকিয়ে যাবার কথা। আসল কারণ ছিল ঐ কবর দু’টিকে ঐ ডাল দ্বারা চিহ্নিত করা যে, তিনি তাদের জন্য সুপারিশ করেছেন(আলবানী, মিশকাত ১/১১০ পৃঃ; দ্রঃ ছালাতুর রাসূল ২৪২ পৃঃ)।

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357348
২১ জানুয়ারি ২০১৬ রাত ০১:২৮
শেখের পোলা লিখেছেন : ঠিক তাই৷ ধন্যবাদ৷
২১ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০০
296526
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
357379
২১ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
২১ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১০
296539
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
357587
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫১
আবু জারীর লিখেছেন : খুবই যৌক্তিক কথা।
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫২
296685
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File