জাগিয়ে দাও
লিখেছেন লিখেছেন মাজলুম যাযাবর ১৭ অক্টোবর, ২০১৪, ১১:৩৪:১০ রাত
যখন অনাচারের নিকোঁষ কালো অন্ধকারে
ছেঁয়ে গেছে চারদিক
অবিরত হাহাকার সবখানে,
বহুরূপী শত্রুর মড়ণ কামড়ে সত্যের ঝাঁন্ডা যখন পদতলে!
মানবাধিকারের মোখিক চর্চায় যাদের মুখ ঝাঁঝড়া হয়ে গেছে,
মানবতার আর্তনাদে মুখ লুকিয়ে তারাই যখন হাসে!
তখনো তুমি-
নিশ্চুপ, বোধহীন, ঘুমন্ত সৈনিক?
যখন মসনদে আসীন মূখোশ পরা ছদ্মবেশি
মন চাইলেই বদলে দিতে পারে একটু
একটু আগে বলা সবটুকু সত্য।
যখন ধর্ষণ , মিথ্যাচার, সন্ত্রাস আর
বিপক্ষ মানবতাকে কাবু করাই সোনালী কাজ,
পারঙ্গম এ সবের প্রতিটি কর্মীই যখন
সত্যের পৃষ্ঠপোষক ও বীরোচিত দেশপ্রেমিক
তখনো তোমার সর্বনাশা ঘুম ভাঙ্গেনী?
হায়রে অসহায় দেশ মাতৃকা!
আজ তুমি মিথ্যুক শাসকের কঠিন শিকলে আবদ্ধ!
তোমার সন্তানেরা কথা বলতে না পারার বেদনায়
বোঁবা হয়ে যাচ্ছে!
মিথ্যাচারের ডিগবাজিতে সত্যের চর্চা যখন যাদুঘরে!
অপরাধীরা যখন প্রমোদলীলায় স্বাধীন সর্বোত্র,
তখন, অন্ধকার কারাগারে মিথ্যের খাঁচায়
বুক চাপড়ে কাঁদছে জাতির বিবেক!
বিদ্রোহ কর । তুমি -বিদ্রোহ কর।
জাগিয়ে তোল তোমার ক্ষয়িষ্ণু,মৃতপ্রায়
প্রকৃত সেবকদের,
যাঁরা উপরে ফেলবে এক ঝটকায়
তোমার ঘাড়ে চেপে বসা-হিংস্র দানবকে ।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুক চাপড়ে কাঁদছে জাতির বিবেক!
বিদ্রোহ কর । তুমি -বিদ্রোহ কর|
মন্তব্য করতে লগইন করুন