নামহীন কাব্য!
লিখেছেন লিখেছেন এহসান সাবরী ১৫ মার্চ, ২০১৪, ০৬:১২:৩৯ সন্ধ্যা
বলোতো তুমি!
আর কতক্ষণ এভাবে বসে থাকব?
কতক্ষণ চেয়ে থাকব পায়ে হাঁটা সরু পথটাতে?
চুপচাপ একাকী হাঁটি
অক্লান্ত রোদের অত্যাচারে ঘাসের চাদরে বসে পড়ি;
অবিন্যস্ত চুলে আঙুল চালাই বারবার আর
তৃণলতার ডগা ছিঁড়ে ফেলি বেখেয়ালে।
আরো বুঝি বসে থাকতে হবে?
তুমি জানোনা,আমি হাসিমুখেই দুপুর গড়িয়ে বিকেল পার করব!
আসবেনা তুমি??
জানো?তবুও অভিমানে ভরবে না বুক,
ক্লান্ত হবেনা অপেক্ষার ছায়া ভরা তৃষিত দৃষ্টি।
তুমি আসবে জানি!অবশ্যই আসবে!
ভালোবাসার নিজস্ব ভাষায় আমি জেনে নিয়েছি!
অবশেষে আসবে তুমি!
গুটি গুটি পায়ে,উড়নাটা কপালে আরেকটু টেনে দিবে-
তোমার নাকের পাশে ঘামের ফোঁটা জমবে!
আমি কিন্তু আমার মুখচোরা হাসিতে আশ্বস্ত করব!
তাও তুমি জগতের স্নেহ নিয়ে বলবে,
"বড় কষ্ট হল বুঝি?"
আমি না চাইতেই তোমার বাড়ানো হাত আমায় ছুঁবে-
জানো?ভালোবাসার স্পর্শ বড় অন্যরকম!
আমি তোমার মাধবীলতার মত নরম হাতের ছোঁয়া পেয়েই তুষ্ট!
রাজ্যের অভিমানে ঠোঁট উল্টিয়ে যখন
একটি গোলাপ চেয়ে বসবে তুমি,ঠিক
তখনই দিব তোমায় রাত জেগে লেখা চিঠি!
অজান্তেই টের পাব তোমার হাতের চাপ!
জানো?আমার চেয়ে সুখী আর কেউ নেই!
এই তো চাইতাম!তুমি হাত ধরবে আমার!
দুজনে হাঁটব সবার অলক্ষে চেনা পথটাতে!
মানসী আমার!আমার চেয়ে সুখী কেউ নেই!
[টুকটাক কবিতা লিখার অভ্যাস অনেক আগে থেকেই।অধিকাংশ কবিতার নাম খুঁজে পাই না।কেউ ইচ্ছা করলে একটা নাম দিতে পারেন এই আলতু ফালতু কাব্যের!]
বিষয়: সাহিত্য
১৩১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন