কুয়েট ছাত্রলীগ ও প্রশাসনের নির্লজ্জ আক্রমণের শিকার কুয়েট ইসলামী ছাত্রশিবির
লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৫ অক্টোবর, ২০১৪, ০৮:২১:৫০ রাত
আমাদের দেশের দ্বিতীয় প্রধান প্রকৌশল
বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুলনা শহর থেকে অনেকটা ফারাগে অবস্থিত এই বিদ্যাপীঠ।
অতি সম্প্রতি সারা দেশের সকল প্রকৌশল বিদ্যাপীঠগুলোতে একত্রে অস্থিরতা তৈরি হয়েছে। গণমাধ্যমে বুয়েট, চুয়েট ও রুয়েটের খবর আসলেও কুয়েটের তেমন কোন খবর আসেনি।
সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের মাঝে ইসলামী চেতনা আর নৈতিকতার আবেশ দিয়ে স্বতন্ত্র শিক্ষাঙ্গনের মর্যাদা পাওয়া ছাত্রশিবির কুয়েটেও কাজ করে যাচ্ছে। বর্তমান ভিসির সরাসরি মদদপুষ্ট ছাত্রলীগ ধীরে ধীরে কুয়েটে বেপরোয়া হয়ে উঠছে দিনকে দিন। বর্তমান প্রথম বর্ষে অধ্যয়নরত একাধিক ছাত্রকে শিবির সন্দেহে হলে ডেকে নিয়ে রাতভর চালানো হয়েছে অকথ্য নির্যাতন। হকিস্টিক, স্ট্যাম্প, রড দিয়ে উপুর্যপুরি আঘাত করা হয়েছে রাতভর। প্রথম বর্ষের ছাত্রদের
সামান্য সন্দেহের উপর ভিত্তি করে ডেকে নিয়ে যাওয়া হয় হলে। শিবির শুধু নয়, সাধারণ ছাত্রদেরও কারণে অকারণে করা হয় নানা হয়রানি। প্রথম বর্ষের ছাত্রদের ভর্তির পর বিভিন্ন সময়ে র্যাগ দেয়ার ক্ষেত্রেও ছাত্রলীগের ছাত্র নামের গুন্ডা-পান্ডারাই এগিয়ে ছিল। খুব সম্প্রতি, শিবির সন্দেহে একজনকে ক্যাম্পাস
প্রাঙ্গনে জনসম্মুখে আক্রমণ করা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন
কয়েকটি ছাত্রাবাসেও শিবির সন্দেহে হানা দেয় ছাত্রলীগ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রকল্যাণকে একাধিকবার জানানোর পরেও কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। ছাত্রত্ব শেষ হবার পরেও ক্যাম্পাসে অবস্থান করছে ছাত্রলীগের কতিপয় নেতা। অন্যান্য
বিশ্ববিদ্যালয়ে যখন রাজনৈতিক অস্থিরতা প্রকট সেসময় কুয়েটের পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের জনপ্রিয়তাকে রুখে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি মদদে ছাত্রলীগ এমন লাগামহীন আচরণে মেতে উঠেছে। ঈদের আগে ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার রেশ ঈদের পরেও কতটুকু থাকে তা দেখার বিষয়।
এতো কিছুর পরেও ছাত্রশিবিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা বেড়েই চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এগিয়ে চলছে এই শহিদী কাফেলার যাত্রা!
বিষয়: রাজনীতি
১৬২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কাফেলা রুখতে পারে সাধ্য কার??
এই কাফেলা আল্লাহ ছাড়া বাধ্য কার?? m/
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
মন্তব্য করতে লগইন করুন