রাসূলের (সাঃ) শানে দু'পঙক্তি!
লিখেছেন লিখেছেন এহসান সাবরী ০৯ এপ্রিল, ২০১৪, ১০:০৪:৪৮ রাত
হে রাসূল!
মহান মানবাত্মা তুমি!
তোমার ছায়ায় চলতে চাই,
তোমার আদর্শে রাঙুক এ ভূমি!
অক্ষুণ্ণ রাখব তোমার শান,
লাগে চুমব-শাহাদাতের পেয়ালা জা'ম!
তোমার নামে কুরবান জিন্দেগী,
তুমিই মোদের মুর্শিদে আ'ম!
শিক্ষকরূপে এসেছিলে ধূলির ধরায়,
শিখিয়েছ কি অনুচিত কীইবা উচিত!
হাতজোড় করি মহান প্রভু
যদিবা ভুলি এ সবক কদাচিৎ!
বিষয়: সাহিত্য
১২২১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খায়রান ওআহছানা জাযান...........
তুমিই মোদের মুর্শিদে আ'ম!
শিক্ষকরূপে এসেছিলে ধূলির ধরায়,
শিখিয়েছ কি অনুচিত কীইবা উচিত
ভালো লাগলো
অধমের জন্য
মন্তব্য করতে লগইন করুন