বন্ধু
লিখেছেন লিখেছেন এহসান সাবরী ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০৫:১৭ সন্ধ্যা
আকাশে যখন বিকেলের লালিমা মুছে যাওয়ার
উপক্রম হতো
তুই ঠিক তখনি ডাকতি আমায়
বলতি,এই আকাশ আর বিকেল বেলা আমার খুব
প্রিয়!
বন্ধু আমার!আকাশ কিন্তু এখনো আছে,
আছে বিকেল বেলাটাও!
শুধু..
থাক,ওসব পুরনো কথা!
এখন পাড়ার চায়ের দোকান থেকে
পয়সা খরচ করে সিগারেট কিনতে আর বুক
কাপেনা!
ভয় এর চোটে আর বলাও হয়না,"তুই ও এরকম
করবি?"
বন্ধু আমার,রাতের বেলা আর নিশ্চুপ ফোন
চিৎকার
করে না!
আমি ভাবি,বেশ আছি,খারাপ তো আর না!
কথার মাঝে হঠাৎ থেমে যাই,
শুনতে ইচ্ছা করে,"আরে দোস্ত!শুকিয়ে গেছিস
তো!"
অপেক্ষা করি শুনার জন্ন,"লাল কেনো চোখ
বন্ধু!"
কিভাবেই না মুখর হয়ে থাকতি!
থেমে গেলি কেন রে!
রাগ হয়েছিস বুঝি বড্ড?
থাক আর রাগ হয়ে কি হবে!
আধাখাওয়া জীবন তো আর থামবে না
চলবে সে,চলার মতৈ চলবে!
তুইও কিন্তু থামিস না বন্ধু!
তোর দীপ্ত চোখ থামলে তো হবেনা!
বিষয়: সাহিত্য
৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন