আজকের হরতালের মজাদার কিছু দৃশ্য; যা জনমনে হাসির খোরাক জুগিয়েছে

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৯:৪৮ রাত



উপরের এই ছবিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মিছিলের। শাবিপ্রবি ছাত্রদল, কি অদ্ভুত মিল!!!! নাম যেমন আট অক্ষরে তেমনি আটজন মিছিলকারী। নামের সাথে মিল রাখতেই মনে হয় এমন করা হয়েছে!!!!!



উপরের ছবিটি সাভারের কোন এক জায়গার মিছিল। ব্যানার দেখলেই বুঝা যায় দায়সারা গোছের মিছিল। এধরণের ব্যানার যেকোন হরতালেই কমন ব্যাবহার করা হয়।

সবচেয়ে হাস্যকর নিচের এই ছবিটি। নগর ছাত্রদলের সভাপতির হাত জোড় করে ক্ষমা চাওয়া। হরতালের পক্ষে মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। ধাওয়া খেয়ে সভাপতিকে রেখে সবাই পালিয়ে যায়। যারা মরার আগেই বারবার মারা যায় তাদেরকে দিয়ে আর যায় হোক আন্দোলন হবে না।



নিচের এই ছবিটি সিলেটের। দেখতেই পাচ্ছেন উনারা কতটা সফল।



সারাদেশেই মোটামুটি এমনই ছিল হরতালের দৃশ্য। শুধু ফটোশেসনের জন্য কিছু নেতা কর্মী রাস্তায় নেমেছিলেন। ফটোশেসন করেই ঝটপট উনারা আবার হারিয়ে গেছেন।

বিষয়: বিবিধ

২৬২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267671
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৭
নাহিদ নোমান লিখেছেন : বাংলাদেশ নন্দলাল পার্টি - বিএনপিএর ছবি গুলো দেখে বেশ মজা পাইলাম ধন্যবাদ পিলাচ
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০২
211419
তূর্য রাসেল লিখেছেন : স্বাগতম Happy
267680
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৫
নোমান২৯ লিখেছেন : ভাইইয়া মাইন্ড ইট-এটা বিম্পির হরতাল......।!|
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৩
211432
তূর্য রাসেল লিখেছেন : Happy Happy Happy
267683
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটা মিঠাতালের ছবি ভালো লাগলো।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৩
211433
তূর্য রাসেল লিখেছেন : Clown Clown
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৭
211436
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কুত্তার ইমো দিয়ে কি বুঝতে চাইলেন?
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৮
211459
তূর্য রাসেল লিখেছেন : এধরণের আন্দোলন দিয়ে আগামী ২০ বছরেও এই সরকারকে সরাতে পারবে না
267691
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৩
অসহায় মুসাফির লিখেছেন : সত্যি চোক রাঙিয়ে দেয়ার মতো বে অসম্ভব অসাধারন মৌসুমি হ......র..তা...ল্‌.......।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৪
211434
তূর্য রাসেল লিখেছেন : Winking Winking Winking
267694
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১০
মুক্ত কন্ঠ লিখেছেন : মজা পেলুম!!!
267730
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৩
শেখের পোলা লিখেছেন : পোষা কুত্তাগুলোকে খাঁচায় পোরেন৷ পরে ছবি তোলেন, ক্যামেরায় কুলাবে না৷
267731
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৩
সরল কথা লিখেছেন : বে সম্ভম আন্দুলোন হইছে
267777
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২০
তূর্য রাসেল লিখেছেন : এভাবে আন্দলন করে দাবি আদায় তো দূরের কথা সামান্য কিছুই করতে পারবে না। আমার মনে হয় অন্যদলের দোষ না খুজে বিএনপির উচিত নিজ দলের দোষ খুজা। বিএনপির কোন কোন নেতা অভিযোগ করছে জামায়াত ও আওমেলীগের মধ্যে নাকি আঁতাত হয়েছে। কিন্তু নিজ নেতারা যে আওমেলীগের সাথে আঁতাত করে আন্দলন থেকে দূরে রয়েছে তা তাদের চোখে পড়ে না।
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৩
211555
অসহায় মুসাফির লিখেছেন : absolutely right.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File